অনলাইন ডেস্ক
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের ‘ট্রেন্ডিং’ পেজ’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর বদলে প্ল্যাটফর্মটি এখন থেকে বিভাগভিত্তিক চার্টের মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট তুলে ধরবে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ইউটিউব।
২০১৫ সালে যাত্রা শুরু করা ট্রেন্ডিং পেজটি একসময় ভাইরাল ভিডিও খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম ছিল। তবে ইউটিউব বলছে, সময়ের পরিবর্তনে ব্যবহারকারীদের ভিডিও দেখার ধরন বদলে গেছে। এখন একক একটি তালিকার মাধ্যমে ট্রেন্ডিং কনটেন্ট তুলে ধরা যথাযথ নয়।
নতুন এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা এখন বিভাগভিত্তিক চার্টে জনপ্রিয় কনটেন্ট খুঁজে পাবেন। এর মধ্যে থাকছে ট্রেন্ডিং মিউজিক ভিডিওস, সাপ্তাহিক শীর্ষ পডকাস্ট শো ও ট্রেন্ডিং মুভি ট্রেলার। ভবিষ্যতে আরও বিভাগ যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইউটিউব।
ইউটিউব এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘চার্টের মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট তুলে ধরার পাশাপাশি আমরা ব্যবহারকারীদের জন্য এমন ভিডিও দেখাতে থাকব, যা আমরা মনে করি, তাঁরা পছন্দ করবেন।’
তারা আরও বলছে, এখন ট্রেন্ড গড়ে ওঠে বিভিন্ন ধরনের কনটেন্ট ও আলাদা আলাদা ফ্যানডমের মাধ্যমে, যার ফলে তৈরি হচ্ছে ‘মাইক্রো ট্রেন্ড’। এসব ট্রেন্ড এখন ব্যবহারকারীরা আবিষ্কার করছেন ইউটিউবের সাজেশন, সার্চ ও কমেন্টের মাধ্যমেই।
ইউটিউব বলছে, গত পাঁচ বছরে ট্রেন্ডিং পেজ ব্যবহারকারীদের আগ্রহ কমে গেছে। এখন অনেকেই সরাসরি ভিডিও খুঁজে পান হোমপেজ, এক্সপ্লোর মেনু, সাবস্ক্রিপশন ফিড ও নির্মাতাদের চ্যানেল থেকে।
এক ব্লগ পোস্টে ইউটিউব লিখেছে, ‘ইউটিউব স্টুডিওর ‘‘ইনস্পিরেশন’’ ট্যাব নির্মাতাদের জন্য ব্যক্তিগত করা আইডিয়া দিয়ে যাবে, যাতে তাঁরা নিজেদের চ্যানেলের পরবর্তী বড় ট্রেন্ডটি আগে থেকেই ধরতে পারেন। আমরা আরও কিছু নতুন উদ্যোগ নিচ্ছি, যার মাধ্যমে উদীয়মান নির্মাতারা বাড়তি সহযোগিতা পাবেন ও বেশি মানুষ তাঁদের খুঁজে পাবেন—যেমন আমাদের ‘‘হাইপ’’ ফিচার, যা দর্শকদের পছন্দের নতুন ভিডিওগুলো আরও ছড়িয়ে দিতে সহায়তা করে।’
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের ‘ট্রেন্ডিং’ পেজ’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর বদলে প্ল্যাটফর্মটি এখন থেকে বিভাগভিত্তিক চার্টের মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট তুলে ধরবে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ইউটিউব।
২০১৫ সালে যাত্রা শুরু করা ট্রেন্ডিং পেজটি একসময় ভাইরাল ভিডিও খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম ছিল। তবে ইউটিউব বলছে, সময়ের পরিবর্তনে ব্যবহারকারীদের ভিডিও দেখার ধরন বদলে গেছে। এখন একক একটি তালিকার মাধ্যমে ট্রেন্ডিং কনটেন্ট তুলে ধরা যথাযথ নয়।
নতুন এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা এখন বিভাগভিত্তিক চার্টে জনপ্রিয় কনটেন্ট খুঁজে পাবেন। এর মধ্যে থাকছে ট্রেন্ডিং মিউজিক ভিডিওস, সাপ্তাহিক শীর্ষ পডকাস্ট শো ও ট্রেন্ডিং মুভি ট্রেলার। ভবিষ্যতে আরও বিভাগ যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইউটিউব।
ইউটিউব এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘চার্টের মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট তুলে ধরার পাশাপাশি আমরা ব্যবহারকারীদের জন্য এমন ভিডিও দেখাতে থাকব, যা আমরা মনে করি, তাঁরা পছন্দ করবেন।’
তারা আরও বলছে, এখন ট্রেন্ড গড়ে ওঠে বিভিন্ন ধরনের কনটেন্ট ও আলাদা আলাদা ফ্যানডমের মাধ্যমে, যার ফলে তৈরি হচ্ছে ‘মাইক্রো ট্রেন্ড’। এসব ট্রেন্ড এখন ব্যবহারকারীরা আবিষ্কার করছেন ইউটিউবের সাজেশন, সার্চ ও কমেন্টের মাধ্যমেই।
ইউটিউব বলছে, গত পাঁচ বছরে ট্রেন্ডিং পেজ ব্যবহারকারীদের আগ্রহ কমে গেছে। এখন অনেকেই সরাসরি ভিডিও খুঁজে পান হোমপেজ, এক্সপ্লোর মেনু, সাবস্ক্রিপশন ফিড ও নির্মাতাদের চ্যানেল থেকে।
এক ব্লগ পোস্টে ইউটিউব লিখেছে, ‘ইউটিউব স্টুডিওর ‘‘ইনস্পিরেশন’’ ট্যাব নির্মাতাদের জন্য ব্যক্তিগত করা আইডিয়া দিয়ে যাবে, যাতে তাঁরা নিজেদের চ্যানেলের পরবর্তী বড় ট্রেন্ডটি আগে থেকেই ধরতে পারেন। আমরা আরও কিছু নতুন উদ্যোগ নিচ্ছি, যার মাধ্যমে উদীয়মান নির্মাতারা বাড়তি সহযোগিতা পাবেন ও বেশি মানুষ তাঁদের খুঁজে পাবেন—যেমন আমাদের ‘‘হাইপ’’ ফিচার, যা দর্শকদের পছন্দের নতুন ভিডিওগুলো আরও ছড়িয়ে দিতে সহায়তা করে।’
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে