অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভয়েস ক্লোনিং (কণ্ঠ নকল) প্রযুক্তি নিয়ে কাজ করা ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ ‘প্লে এআই’ এখন মেটার মালিকানায়।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ দাবি করেছে। সংবাদমাধ্যমটি জানায়, প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ মেমোতে উল্লেখ করা হয়েছে, আগামী সপ্তাহেই প্লে এআইয়ের পুরো দল মেটায় যোগ দেবে।
নতুন এই দলে থাকা সদস্যরা মেটার জোহান শাল্কউইকের অধীনে কাজ করবেন। তিনি এর আগে গুগলে স্পিচ এআই গবেষণা বিভাগের দায়িত্বে ছিলেন এবং সম্প্রতি আরেকটি ভয়েস এআই স্টার্টআপ থেকে মেটায় যোগ দিয়েছেন।
প্লে এআই এমন একটি টুল তৈরি করেছে, যা ব্যবহারকারীর কণ্ঠ হুবহু নকল করতে পারে। একই সঙ্গে এটি সম্পূর্ণ নতুন মানবসদৃশ কণ্ঠস্বরও তৈরি করতে পারে, যা ওয়েবসাইট, অ্যাপ ও ফোনে ব্যবহার করা যায়।
মেটার পক্ষ থেকে অভ্যন্তরীণ স্মারকে বলা হয়েছে, প্লে এআইয়ের কাজ মেটার বিভিন্ন পণ্যের সঙ্গে খুব ভালোভাবে মিলে যায়। বিশেষ করে ‘মেটা এআই’-এর এআই ক্যারেক্টার ও ওয়্যারেবলস পণ্যের ক্ষেত্রে এটি বেশ উপযোগী হবে।
মেটা ব্লুমবার্গকে এই অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও, কত অর্থে এটি কিনেছে, সে বিষয়ে কিছু জানায়নি।
এদিকে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেই সম্প্রতি প্রতিষ্ঠানটির এআই সুপার ইনটেলিজেন্স ল্যাব গঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন। মানুষের চেয়ে বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করাই এই ল্যাবের লক্ষ্য। গত জুনে মেটা ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে স্কেল এআইতে। বিনিময়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলেক্সান্ডার ওয়াং মেটায় যোগ দিয়েছেন এবং নতুন ল্যাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে কর্মী আনতে মেটা প্রায় ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত সাইনিং বোনাস দিচ্ছে। ব্লুমবার্গ ও রয়টার্স জানিয়েছে, মেটা ইতিমধ্যে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও জিপিটি-৪-সহ গুগল জেমিনিতে কাজ করা অনেককেই দলে ভিড়িয়েছে। এমনকি অ্যাপলের শীর্ষ এআই নির্বাহী, যিনি প্রতিষ্ঠানটির উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার নিয়ে কাজ করতেন, তিনিও মেটায় যোগ দিয়েছেন।
তথ্যসূত্র: ইএনগেজেট
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভয়েস ক্লোনিং (কণ্ঠ নকল) প্রযুক্তি নিয়ে কাজ করা ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ ‘প্লে এআই’ এখন মেটার মালিকানায়।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ দাবি করেছে। সংবাদমাধ্যমটি জানায়, প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ মেমোতে উল্লেখ করা হয়েছে, আগামী সপ্তাহেই প্লে এআইয়ের পুরো দল মেটায় যোগ দেবে।
নতুন এই দলে থাকা সদস্যরা মেটার জোহান শাল্কউইকের অধীনে কাজ করবেন। তিনি এর আগে গুগলে স্পিচ এআই গবেষণা বিভাগের দায়িত্বে ছিলেন এবং সম্প্রতি আরেকটি ভয়েস এআই স্টার্টআপ থেকে মেটায় যোগ দিয়েছেন।
প্লে এআই এমন একটি টুল তৈরি করেছে, যা ব্যবহারকারীর কণ্ঠ হুবহু নকল করতে পারে। একই সঙ্গে এটি সম্পূর্ণ নতুন মানবসদৃশ কণ্ঠস্বরও তৈরি করতে পারে, যা ওয়েবসাইট, অ্যাপ ও ফোনে ব্যবহার করা যায়।
মেটার পক্ষ থেকে অভ্যন্তরীণ স্মারকে বলা হয়েছে, প্লে এআইয়ের কাজ মেটার বিভিন্ন পণ্যের সঙ্গে খুব ভালোভাবে মিলে যায়। বিশেষ করে ‘মেটা এআই’-এর এআই ক্যারেক্টার ও ওয়্যারেবলস পণ্যের ক্ষেত্রে এটি বেশ উপযোগী হবে।
মেটা ব্লুমবার্গকে এই অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও, কত অর্থে এটি কিনেছে, সে বিষয়ে কিছু জানায়নি।
এদিকে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেই সম্প্রতি প্রতিষ্ঠানটির এআই সুপার ইনটেলিজেন্স ল্যাব গঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন। মানুষের চেয়ে বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করাই এই ল্যাবের লক্ষ্য। গত জুনে মেটা ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে স্কেল এআইতে। বিনিময়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলেক্সান্ডার ওয়াং মেটায় যোগ দিয়েছেন এবং নতুন ল্যাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে কর্মী আনতে মেটা প্রায় ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত সাইনিং বোনাস দিচ্ছে। ব্লুমবার্গ ও রয়টার্স জানিয়েছে, মেটা ইতিমধ্যে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও জিপিটি-৪-সহ গুগল জেমিনিতে কাজ করা অনেককেই দলে ভিড়িয়েছে। এমনকি অ্যাপলের শীর্ষ এআই নির্বাহী, যিনি প্রতিষ্ঠানটির উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার নিয়ে কাজ করতেন, তিনিও মেটায় যোগ দিয়েছেন।
তথ্যসূত্র: ইএনগেজেট
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে