Ajker Patrika

কণ্ঠস্বর নকলের প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ কিনল মেটা

আজকের পত্রিকা ডেস্ক­
মানুষের চেয়ে বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করাই মেটার লক্ষ্য। ছবি: সংগৃহীত
মানুষের চেয়ে বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করাই মেটার লক্ষ্য। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভয়েস ক্লোনিং (কণ্ঠ নকল) প্রযুক্তি নিয়ে কাজ করা ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ ‘প্লে এআই’ এখন মেটার মালিকানায়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ দাবি করেছে। সংবাদমাধ্যমটি জানায়, প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ মেমোতে উল্লেখ করা হয়েছে, আগামী সপ্তাহেই প্লে এআইয়ের পুরো দল মেটায় যোগ দেবে।

নতুন এই দলে থাকা সদস্যরা মেটার জোহান শাল্কউইকের অধীনে কাজ করবেন। তিনি এর আগে গুগলে স্পিচ এআই গবেষণা বিভাগের দায়িত্বে ছিলেন এবং সম্প্রতি আরেকটি ভয়েস এআই স্টার্টআপ থেকে মেটায় যোগ দিয়েছেন।

প্লে এআই এমন একটি টুল তৈরি করেছে, যা ব্যবহারকারীর কণ্ঠ হুবহু নকল করতে পারে। একই সঙ্গে এটি সম্পূর্ণ নতুন মানবসদৃশ কণ্ঠস্বরও তৈরি করতে পারে, যা ওয়েবসাইট, অ্যাপ ও ফোনে ব্যবহার করা যায়।

মেটার পক্ষ থেকে অভ্যন্তরীণ স্মারকে বলা হয়েছে, প্লে এআইয়ের কাজ মেটার বিভিন্ন পণ্যের সঙ্গে খুব ভালোভাবে মিলে যায়। বিশেষ করে ‘মেটা এআই’-এর এআই ক্যারেক্টার ও ওয়্যারেবলস পণ্যের ক্ষেত্রে এটি বেশ উপযোগী হবে।

মেটা ব্লুমবার্গকে এই অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও, কত অর্থে এটি কিনেছে, সে বিষয়ে কিছু জানায়নি।

এদিকে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেই সম্প্রতি প্রতিষ্ঠানটির এআই সুপার ইনটেলিজেন্স ল্যাব গঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন। মানুষের চেয়ে বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করাই এই ল্যাবের লক্ষ্য। গত জুনে মেটা ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে স্কেল এআইতে। বিনিময়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলেক্সান্ডার ওয়াং মেটায় যোগ দিয়েছেন এবং নতুন ল্যাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে কর্মী আনতে মেটা প্রায় ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত সাইনিং বোনাস দিচ্ছে। ব্লুমবার্গ ও রয়টার্স জানিয়েছে, মেটা ইতিমধ্যে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও জিপিটি-৪-সহ গুগল জেমিনিতে কাজ করা অনেককেই দলে ভিড়িয়েছে। এমনকি অ্যাপলের শীর্ষ এআই নির্বাহী, যিনি প্রতিষ্ঠানটির উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার নিয়ে কাজ করতেন, তিনিও মেটায় যোগ দিয়েছেন।

তথ্যসূত্র: ইএনগেজেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুটিং স্পটে মডেলকে দলবদ্ধ ধর্ষণ, পরিচালকসহ ৩ জনের নামে মামলা

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সোহেল তাজ, ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে

মামুনের কথা অসংগতিপূর্ণ, আরও জিজ্ঞাসাবাদ করা হবে: পুলিশ

অভিযোগ প্রমাণিত হলে ডাকসু নির্বাচনের ফলাফল স্থগিতের দাবি সাদা দলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত