Ajker Patrika

চ্যাটজিপিটি দিয়ে বানানো খবর ২৫ ভুয়া অ্যাকাউন্ট থেকে ব্লগে পোস্ট, চীনে যুবক গ্রেপ্তার   

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১১ মে ২০২৩, ২২: ১১
চ্যাটজিপিটি দিয়ে বানানো খবর ২৫ ভুয়া অ্যাকাউন্ট থেকে ব্লগে পোস্ট, চীনে যুবক গ্রেপ্তার   

চ্যাটজিপিটি দিয়ে ভুয়া খবর তৈরি করে গ্রেপ্তার হয়েছেন চীনের এক নাগরিক। গানসু প্রদেশের সেই বাসিন্দা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি ব্যবহার করে ট্রেন দুর্ঘটনা নিয়ে একটি খবর তৈরি করেন। দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে প্রথম গ্রেপ্তারের ঘটনা এটি। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইংলিয়াং শহরের স্থানীয় পুলিশ ব্যুরো জানিয়েছে, গত ২৫শে এপ্রিল সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবরটি প্রচার করেন ওই ব্যক্তি। মুছে ফেলার আগ পর্যন্ত খবরটিতে ১৫ হাজারের বেশি ক্লিক পড়েছিল। 

ওই ভুয়া খবরে দাবি করা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নয়জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। চীনের আইনে এই ধরনের ভুয়া কনটেন্ট তৈরি করা শাস্তিযোগ্য অপরাধ। 

পুলিশের বিবৃতি অনুযায়ী, চীনের টেক জায়ান্ট বাইদু'র মালিকানাধীন একটি ব্লগ-স্টাইল প্ল্যাটফর্ম বাইজিয়াহাও’তে মোট ২৫টি অ্যাকাউন্ট বিভিন্ন স্থানের আইপি ঠিকানা থেকে দুর্ঘটনার সংবাদটি প্রকাশ করে। অনুসন্ধানে দেখা যায়, সবগুলো অ্যাকাউন্টের মালিক ‘হং’ নামের এক ব্যক্তি যুক্ত। তাকে গ্রেপ্তার করে এ নিয়ে আরও তদন্ত করছে চীনের পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত