Ajker Patrika

গুগলের ‘বার্ড’ এআই নিজে নিজে বাংলা শিখেছে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৩: ০২
গুগলের ‘বার্ড’ এআই নিজে নিজে বাংলা শিখেছে

চ্যাটজিপিটিকে পাল্লা দিতে ‘বার্ড’ নিয়ে আসে গুগল। বার্ড নিয়ে সিবিএসের ‘৬০ মিনিটস’কে সাক্ষাৎকার দেন গুগলের সিইও সুন্দর পিচাই, ভাইস প্রেসিডেন্ট সিসি শাও এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস মনিকা। গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস মনিকা বলেন, ‘বার্ড নিজেই নিজেকে বাংলা শিখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটিকে বাংলা ভাষায় কোনো প্রশিক্ষণও দেওয়া হয়নি। খুব অল্প পরিমাণে প্রম্পটিংসহ সিস্টেমটি সহজেই সব বাংলা অনুবাদ করতে পারে।’

পিচাই বলেন, ‘এ ধরনের ঘটনাকে আমরা ‘ব্ল্যাক বক্স’’ বলি। কারণ, এগুলো আপনি জানেন, কিন্তু পুরোপুরি বোঝেন না।’

পিচাই আরও বলেন, ‘আপনি ঠিক করে বলতে পারবেন না কেন এটি কোনো একটি নির্দিষ্ট কিছু বলেছে বা কেন এটি কোনো ভুল করেছে। আমাদের কিছু ধারণা আছে এবং সময়ে আমরা এই চ্যাটবটকে আরও ভালোভাবে বুঝতে পারছি।’ 

সিবিএসের ‘৬০ মিনিট’ অনুষ্ঠানের উপস্থাপক স্কট পেলি অবাক হয়ে পিচাইকে জিজ্ঞেস করেন, ‘বার্ড কীভাবে কাজ করে আপনি এখনো পুরোপুরি বুঝতে পারেননি। তবু আপনি এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করেছেন?’

উত্তরে পিচাই বলেন, ‘দেখুন, মানুষের মন কীভাবে কাজ করে সেটিও আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি।’

সম্প্রতি, ডেইলি মেইল বার্ড চ্যাটবটটি পরীক্ষা করে দেখে। বার্ড জানায়, এটির ২০২৩ সাল থেকে আধিপত্য বিস্তারের পরিকল্পনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত