Ajker Patrika

কোকা-কোলা মোবাইল ফোন

কুহেলী রহমান
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১০: ০৫
কোকা-কোলা মোবাইল ফোন

সম্প্রতি কোকা-কোলা তাদের কোমল পানীয় ব্যবসার সঙ্গে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে নাম লেখাতে যাচ্ছে। অনুমান করা হচ্ছিল, একটি নামী মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েই এই নতুন স্মার্ট মোবাইল বাজারে আনবে কোকা-কোলা কর্তৃপক্ষ। সম্প্রতি রিয়েলমি ১০ প্রো ফোনের লিমিটেড ভার্সন হিসেবে কোকা-কোলার ফোন বাজারে এসেছে।

রিয়েলমি ১০ প্রো ফোন বা কোকা-কোলা ফোনে থাকবে ৮ জিবি র‌্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। বাংলাদেশের বাজারে মোবাইল ফোনটির দাম ২৫ হাজার থেকে ২৮ হাজার টাকার মধ্যে। এর ১৩ অপারেটিং সিস্টেমের ওপরে চলবে রিয়েলমির ইউআই ৪ দশমিক শূন্য স্কিন। এই ফোনে রয়েছে ৬ দশমিক ৭২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে পারেন ১২০ হার্টজ রিফ্রেশ রেট। সঙ্গে রয়েছে ৬৮০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট।

মোবাইল ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১০৮ মেগাপিক্সেল স্যামসাং এইচএম৬ সেন্সর। সঙ্গে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

কোকা-কোলা এডিশনের মোবাইল ফোনের সঙ্গে আছে ৫ হাজার এমএইচএ ব্যাটারি। এই ফোনের সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। কোকা-কোলা এডিশনের স্মার্টফোনে রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, ডিসট্যান্স সেন্সর, জাইরোস্কোপ, অ্যাকসিলারেশন সেন্সর। এ ছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে স্টোরেজ। এই ফোনের রং কোকা-কোলার চিরচেনা কালো ও লাল। ব্যাক কভারে লাল অংশে লেখা অর্ধেক কোকা-কোলা এই ফোনকে অন্য মাত্রায় নিয়ে গেছে। তা ছাড়া অ্যাপস আইকন থেকে শুরু করে ওয়ালপেপারেও কোকা-কোলার একটা লুক রাখা হয়েছে। ক্যামেরা বাটনে ক্লিক করলে কোকা-কোলা বোতলের মুখ খুললে যে শব্দটা পাওয়া যায়, সেই শব্দটা রাখা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত