Ajker Patrika

খবরের জন্য চীনের টিকটকে ঝুঁকছেন মার্কিন তরুণেরা: জরিপ

আপডেট : ১৩ জুন ২০২৪, ১৮: ১৯
খবরের জন্য চীনের টিকটকে ঝুঁকছেন মার্কিন তরুণেরা: জরিপ

মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণদের কাছে সংবাদের জনপ্রিয় উৎস হয়ে উঠেছে চীনে সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক। তাঁদের মতে, এই প্ল্যাটফর্ম এমন তথ্য প্রকাশ করে, যা অন্য কোথাও পাওয়া যায় না। পি রিসার্চ সেন্টারের এক জরিপে নতুন তথ্যটি উঠে এসেছে। 

চলতি বছরের মার্চ মাসে প্রায় ১০ হাজার যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ককে নিয়ে জরিপটি করা হয়। গতকাল বুধবার জরিপটি প্রকাশ পায়।

জরিপের ফলাফল থেকে জানা যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্সের (সাবেক টুইটার) মতো প্ল্যাটফর্মগুলো থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা সংবাদ পায়। সংবাদ পড়ার জন্য এক্সের পর দ্বিতীয় জনপ্রিয় অ্যাপ হলো টিকটক। তবে বেশির ভাগ টিকটক ব্যবহারকারীরা শর্টফর্ম ভিডিও অ্যাপটিকে সংবাদের মূল উৎস হিসেবে ভাবেন না।

মাত্র ১৫ শতাংশ টিকটক ব্যবহারকারী বলেন, অ্যাপটি ব্যবহারের প্রধান কারণ হলো খবর জানা। আবার ৩৫ শতাংশ টিকটক ব্যবহারকারী বলেন, টিকটকে পাওয়া খবর অন্য কোথাও দেখেননি তাঁরা। ব্যবহারকারীরা টিকটকে যেসব খবর দেখেন তা সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, সেলিব্রেটি থেকে আসার চেয়ে সম্পূর্ণ অপরিচিতদের কাছ থেকে আসার সম্ভাবনা বেশি।

অপর দিকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা বন্ধু, আত্মীয় বা পরিচিত ব্যক্তির কাছ থেকে খবর পান। আর এক্সের ব্যবহারকারীরা মিডিয়া আউটলেট বা সাংবাদিকদের করা পোস্ট থেকেই সংবাদ জানতে পারেন।

পিউয়ের জরিপে বলা হয়, যদিও বেশির ভাগ টিকটক ব্যবহারকারীরা প্রাথমিকভাবে খবরের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটি ব্যবহার করেন না। তবে সংবাদের উৎস হিসেবে টিকটকের জনপ্রিয়তা বাড়ছে। আর বিষয়টি নিয়ে আইনপ্রণেতারা উদ্বিগ্ন।

টিকটক নিষিদ্ধের জন্য গত এপ্রিলে একটি বিল পাস করেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন। প্ল্যাটফর্মটির মালিক বাইটড্যান্স থেকে বিচ্ছিন্ন না হলে টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। এ জন্য নয় থেকে এক বছর সময় বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। টিকটিক বন্ধের সমর্থনকারীদের মতে, সমস্যাটি টিকটকের শক্তিশালী অ্যালগরিদমের মধ্যেই রয়েছে। চীনের সরকার টিকটকের বিভিন্ন কারসাজি করা খবর ছড়াতে পারে বলে মনে করেন তাঁরা। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১৭ কোটি নাগরিক টিকটক ব্যবহার করেন। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত