মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রে আবার পুরোদমে কার্যক্রম শুরু করেছে টিকটক। তবে এই আদেশ অনুযায়ী, আগামী আড়াই মাসের মধ্যে চীনা মালিকানাধীন প্ল্যাটফর্মটির ব্যবসা যেকোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। তাই টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী প্রকাশ করেছে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। টিকটক অধিগ্রহণের প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে ওরাকল এবং মাইক্রোসফট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, টিকটক কেনার জন্য আলোচনা শুরু করছে ওরাকল ও মাইক্রোসফটসহ বিনিয়োগকারীর একটি গ্রুপ। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে টিকটকের মালিক বাইটড্যান্সের সামান্য অংশীদারত্ব থাকবে। অ্যাপের অ্যালগরিদম, তথ্য সংগ্রহ প্রক্রিয়া ও সফটওয়্যার আপডেটগুলোর নিয়ন্ত্রণ করবে ওরাকল ও মাইক্রোসফট।
বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম থেকে আরও জানা যায়, হোয়াইটহাউস এই চুক্তি নিয়ে আলোচনা করছে। তবে পরবর্তীকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ওরাকলের সঙ্গে কোনো আলোচনা করছেন না।
গত শনিবার তিনি বলেন, ‘টিকটক নিয়ে আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং প্ল্যাটফর্মটির প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকটক কেনার বিষয়ে কথা বলছে এবং আমি সম্ভবত আগামী ৩০ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেব। কংগ্রেস ৯০ দিন সময় দিয়েছে। যদি আমরা টিকটককে বাঁচাতে পারি, তবে আমি মনে করি এটি একটি ভালো বিষয় হবে।’
এ ছাড়া ইলন মাস্ক, রিয়েল এস্টেট বিলিনিয়র ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট ও শার্ক ট্যাংকের হোস্ট কেভিন ও’লিয়ারি টিকটক কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি ট্রাম্প বলেছেন, তিনি চান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এই প্ল্যাটফর্মটি অধিগ্রহণ করুক।
ইতিমধ্যেই টিকটকের মূল পরিকাঠামোর বড় একটি অংশের সঙ্গে কাজ করে ওরাকলের সার্ভার নেটওয়ার্ক। চীনের প্ল্যাটফর্মটির সঙ্গে সম্ভাব্য চুক্তি ওরাকলকে টিকটকের কার্যক্রমের ওপর কার্যকরভাবে নজরদারি এবং তদারকির সুযোগ দিতে পারে। এই ধরনের চুক্তির লক্ষ্য হচ্ছে—চীনা মালিকানার প্রভাব কমানো।
অপর দিকে মাইক্রোসফটের সংশ্লিষ্টতা এখনো স্পষ্ট নয়, তবে তারা ‘আলোচনায় অংশগ্রহণ করছে’ এমন তথ্য পাওয়া গেছে। ২০২০ সালে টিকটক অধিগ্রহণের জন্য একই সঙ্গে একটি প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট ওরাকল এবং ওয়ালমার্ট। বর্তমানে টিকটক কেনার আলোচনায় অংশগ্রহণ করছে না ওয়ালমার্ট। কারণ, তারা টিকটকের কেনার নির্ধারিত দাম নিয়ে সন্তুষ্ট নয়।
চীনের সঙ্গে টিকটকের সম্পর্ক নিয়ে আরও কঠোর নজরদারি শুরু করেছে মার্কিন সরকার। সম্প্রতি এক নির্বাহী আদেশের মাধ্যমে টিকটককে তাদের মার্কিন কার্যক্রম পুনর্গঠন করার জন্য ৭৫ দিনের সময়সীমা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের কাছে বাইটড্যান্সকে বিক্রি করতে হবে না হলে শাস্তিমূলক পদক্ষেপের মুখে পড়তে হবে। এ ছাড়া একটি সম্ভাব্য যৌথ উদ্যোগের কথা উঠেছিল, যেখানে যুক্তরাষ্ট্র টিকটকের ৫০ শতাংশ মালিকানা রাখবে।
চীনের টিকটকের কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর তথ্য অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগসহ বিভিন্ন সংস্থা। তবে টিকটক শুনানিতে বলেছেন, প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করলে তা বাক্স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রে আবার পুরোদমে কার্যক্রম শুরু করেছে টিকটক। তবে এই আদেশ অনুযায়ী, আগামী আড়াই মাসের মধ্যে চীনা মালিকানাধীন প্ল্যাটফর্মটির ব্যবসা যেকোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। তাই টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী প্রকাশ করেছে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। টিকটক অধিগ্রহণের প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে ওরাকল এবং মাইক্রোসফট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, টিকটক কেনার জন্য আলোচনা শুরু করছে ওরাকল ও মাইক্রোসফটসহ বিনিয়োগকারীর একটি গ্রুপ। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে টিকটকের মালিক বাইটড্যান্সের সামান্য অংশীদারত্ব থাকবে। অ্যাপের অ্যালগরিদম, তথ্য সংগ্রহ প্রক্রিয়া ও সফটওয়্যার আপডেটগুলোর নিয়ন্ত্রণ করবে ওরাকল ও মাইক্রোসফট।
বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম থেকে আরও জানা যায়, হোয়াইটহাউস এই চুক্তি নিয়ে আলোচনা করছে। তবে পরবর্তীকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ওরাকলের সঙ্গে কোনো আলোচনা করছেন না।
গত শনিবার তিনি বলেন, ‘টিকটক নিয়ে আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং প্ল্যাটফর্মটির প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকটক কেনার বিষয়ে কথা বলছে এবং আমি সম্ভবত আগামী ৩০ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেব। কংগ্রেস ৯০ দিন সময় দিয়েছে। যদি আমরা টিকটককে বাঁচাতে পারি, তবে আমি মনে করি এটি একটি ভালো বিষয় হবে।’
এ ছাড়া ইলন মাস্ক, রিয়েল এস্টেট বিলিনিয়র ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট ও শার্ক ট্যাংকের হোস্ট কেভিন ও’লিয়ারি টিকটক কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি ট্রাম্প বলেছেন, তিনি চান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এই প্ল্যাটফর্মটি অধিগ্রহণ করুক।
ইতিমধ্যেই টিকটকের মূল পরিকাঠামোর বড় একটি অংশের সঙ্গে কাজ করে ওরাকলের সার্ভার নেটওয়ার্ক। চীনের প্ল্যাটফর্মটির সঙ্গে সম্ভাব্য চুক্তি ওরাকলকে টিকটকের কার্যক্রমের ওপর কার্যকরভাবে নজরদারি এবং তদারকির সুযোগ দিতে পারে। এই ধরনের চুক্তির লক্ষ্য হচ্ছে—চীনা মালিকানার প্রভাব কমানো।
অপর দিকে মাইক্রোসফটের সংশ্লিষ্টতা এখনো স্পষ্ট নয়, তবে তারা ‘আলোচনায় অংশগ্রহণ করছে’ এমন তথ্য পাওয়া গেছে। ২০২০ সালে টিকটক অধিগ্রহণের জন্য একই সঙ্গে একটি প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট ওরাকল এবং ওয়ালমার্ট। বর্তমানে টিকটক কেনার আলোচনায় অংশগ্রহণ করছে না ওয়ালমার্ট। কারণ, তারা টিকটকের কেনার নির্ধারিত দাম নিয়ে সন্তুষ্ট নয়।
চীনের সঙ্গে টিকটকের সম্পর্ক নিয়ে আরও কঠোর নজরদারি শুরু করেছে মার্কিন সরকার। সম্প্রতি এক নির্বাহী আদেশের মাধ্যমে টিকটককে তাদের মার্কিন কার্যক্রম পুনর্গঠন করার জন্য ৭৫ দিনের সময়সীমা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের কাছে বাইটড্যান্সকে বিক্রি করতে হবে না হলে শাস্তিমূলক পদক্ষেপের মুখে পড়তে হবে। এ ছাড়া একটি সম্ভাব্য যৌথ উদ্যোগের কথা উঠেছিল, যেখানে যুক্তরাষ্ট্র টিকটকের ৫০ শতাংশ মালিকানা রাখবে।
চীনের টিকটকের কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর তথ্য অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগসহ বিভিন্ন সংস্থা। তবে টিকটক শুনানিতে বলেছেন, প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করলে তা বাক্স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৯ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১০ ঘণ্টা আগে