অবশেষে উইন্ডোজ থেকে ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা নিয়ে এল মাইক্রোসফট। বেশ কয়েক বছর ধরেই উইন্ডোজের স্ট্যান্ডার্ড ক্লাউড স্টোরেজ সলিউশন হিসেবে ওয়ানড্রাইভকে চাপিয়ে দিচ্ছিল কোম্পানিটি। বিষয়টি উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওয়ানড্রাইভ অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ থেকে কীভাবে একেবারে আনইনস্টল করা যাবে, সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছে মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইন সর্বপ্রথম ফিচারটি লক্ষ করে। মাইক্রোসফটের ট্রাবলশুটিং গাইডলাইনে সার্ভিসটি বাদ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এই নির্দেশিকায় ধাপে ধাপে ওয়ানড্রাইভ বন্ধ বা আনইনস্টলের পদ্ধতি উল্লেখ রয়েছে। আর যারা পরিষেবাটি ব্যবহার করতে চান না, তাদের জন্য একটি সহজ বিকল্প হিসেবে কেবল ক্লায়েন্টকে ‘আনলিংক’ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
উইন্ডোজের ওয়ানড্রাইভ থেকে আনলিংক করার পরও ওয়ানড্রাইভ থেকে তাদের ফাইলগুলোর অ্যাকসেস পাবেন ব্যবহারকারীরা।
তাছাড়া, ওয়ানড্রাইভ কম্পিউটারে ‘লুকানো’ বা আনইনস্টল করা যেতে পারে। মাইক্রোসফট বলে, এই বিকল্প উইন্ডোজের ‘কিছু সংস্করণ’-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইসগুলোতেও পাওয়া যায়।
যদিও গাইডটিতে কিছু পরস্পরবিরোধী নির্দেশনা রয়েছে। গাইডলাইনে প্রাথমিকভাবে বলা হয়েছে, ওয়ানড্রাইভ ডিফল্টভাবে উইন্ডোজ ১০ বা ১১-এর সঙ্গে যুক্ত এবং এটিকে আনইনস্টল করা যাবে না, শুধু লুকানো যাবে। তারপর গাইডলাইনে স্পষ্ট করে বলা হয়, ওয়ানড্রাইভ আনইনস্টল করলেও সংরক্ষিত কোনো ডেটা হারানোর কোনো ঝুঁকি নেই।
ওয়ানড্রাইভ আনইনস্টল করার জন্য উইন্ডোজের সেটিংস পৃষ্ঠায় যেতে হবে। এরপর অ্যাপ অপশন থেকে ওয়ানড্রাইভ খুঁজে বের করে অ্যাপটি আনইনস্টল করতে পারবে।
এই সুবিধা উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য পাওয়া যাবে। এই দুটি অপারেটিং সিস্টেমকেই বর্তমানে সমর্থন দিচ্ছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ৮.১-এর ব্যবহারকারীরা ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা পাবে না বলে ধারণা করা হচ্ছে।
মাইক্রোসফটের নতুন এই সুবিধা ইউরোপের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) সঙ্গে সংগতি রেখে দেওয়া হতে পারে। এই আইনি কাঠামো ডিজিটাল গেটকিপারদের ওপর নতুন বাধ্যবাধকতা আরোপ করে।
ইউরোপের উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা এখন বিং সার্চ, এজসহ বিভিন্ন ‘সিস্টেম’ অ্যাপ আনইনস্টল করতে পারবে। এই অপারেটিং সিস্টেমে এর আগে অ্যাপগুলো আনইনস্টল করা ‘অসম্ভব’ বলে বিবেচিত হতো।
অবশেষে উইন্ডোজ থেকে ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা নিয়ে এল মাইক্রোসফট। বেশ কয়েক বছর ধরেই উইন্ডোজের স্ট্যান্ডার্ড ক্লাউড স্টোরেজ সলিউশন হিসেবে ওয়ানড্রাইভকে চাপিয়ে দিচ্ছিল কোম্পানিটি। বিষয়টি উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওয়ানড্রাইভ অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ থেকে কীভাবে একেবারে আনইনস্টল করা যাবে, সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছে মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইন সর্বপ্রথম ফিচারটি লক্ষ করে। মাইক্রোসফটের ট্রাবলশুটিং গাইডলাইনে সার্ভিসটি বাদ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এই নির্দেশিকায় ধাপে ধাপে ওয়ানড্রাইভ বন্ধ বা আনইনস্টলের পদ্ধতি উল্লেখ রয়েছে। আর যারা পরিষেবাটি ব্যবহার করতে চান না, তাদের জন্য একটি সহজ বিকল্প হিসেবে কেবল ক্লায়েন্টকে ‘আনলিংক’ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
উইন্ডোজের ওয়ানড্রাইভ থেকে আনলিংক করার পরও ওয়ানড্রাইভ থেকে তাদের ফাইলগুলোর অ্যাকসেস পাবেন ব্যবহারকারীরা।
তাছাড়া, ওয়ানড্রাইভ কম্পিউটারে ‘লুকানো’ বা আনইনস্টল করা যেতে পারে। মাইক্রোসফট বলে, এই বিকল্প উইন্ডোজের ‘কিছু সংস্করণ’-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইসগুলোতেও পাওয়া যায়।
যদিও গাইডটিতে কিছু পরস্পরবিরোধী নির্দেশনা রয়েছে। গাইডলাইনে প্রাথমিকভাবে বলা হয়েছে, ওয়ানড্রাইভ ডিফল্টভাবে উইন্ডোজ ১০ বা ১১-এর সঙ্গে যুক্ত এবং এটিকে আনইনস্টল করা যাবে না, শুধু লুকানো যাবে। তারপর গাইডলাইনে স্পষ্ট করে বলা হয়, ওয়ানড্রাইভ আনইনস্টল করলেও সংরক্ষিত কোনো ডেটা হারানোর কোনো ঝুঁকি নেই।
ওয়ানড্রাইভ আনইনস্টল করার জন্য উইন্ডোজের সেটিংস পৃষ্ঠায় যেতে হবে। এরপর অ্যাপ অপশন থেকে ওয়ানড্রাইভ খুঁজে বের করে অ্যাপটি আনইনস্টল করতে পারবে।
এই সুবিধা উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য পাওয়া যাবে। এই দুটি অপারেটিং সিস্টেমকেই বর্তমানে সমর্থন দিচ্ছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ৮.১-এর ব্যবহারকারীরা ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা পাবে না বলে ধারণা করা হচ্ছে।
মাইক্রোসফটের নতুন এই সুবিধা ইউরোপের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) সঙ্গে সংগতি রেখে দেওয়া হতে পারে। এই আইনি কাঠামো ডিজিটাল গেটকিপারদের ওপর নতুন বাধ্যবাধকতা আরোপ করে।
ইউরোপের উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা এখন বিং সার্চ, এজসহ বিভিন্ন ‘সিস্টেম’ অ্যাপ আনইনস্টল করতে পারবে। এই অপারেটিং সিস্টেমে এর আগে অ্যাপগুলো আনইনস্টল করা ‘অসম্ভব’ বলে বিবেচিত হতো।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে