Ajker Patrika

বৈদ্যুতিক গাড়ি নির্মাণের প্রকল্প থেকে সরে এল অ্যাপল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ০৪
বৈদ্যুতিক গাড়ি নির্মাণের প্রকল্প থেকে সরে এল অ্যাপল

বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাণের প্রকল্প থেকে সরে এসেছে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। আনুষ্ঠানিক কোনো ঘোষণা কোম্পানি না দিলেও এক দশক ধরে এই প্রকল্প নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে গুঞ্জন চলছিল।

ব্লুমবার্গকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রধান নির্বাহী টিম কুকের বিশেষ প্রকল্প ‘টাইটানের’ অধীনে অ্যাপলের প্রায় ২ হাজার কর্মী ইভি নির্মাণের কাজে যুক্ত ছিলেন। এই কর্মীদের আইফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশেষ বিভাগে সরিয়ে নেওয়া হয়েছে। 

গবেষণা ও উন্নয়নে কোটি কোটি ডলার ব্যয় করছিল কোম্পানিটি। এর মধ্যেই অ্যাপল স্টিয়ারিং হুইল ও প্যাডেল ছাড়া স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ইভি তৈরির এই প্রকল্প যে খুব প্রাথমিক পর্যায়ে ছিল, তা ধরে নেওয়া যায়।

আইফোন ও ম্যাক কম্পিউটার ছাড়াও এখন ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ভিশন প্রোর মতো বৈচিত্র্যময় পণ্যের দিকে নজর দিচ্ছে অ্যাপল। 

সাম্প্রতিক মাসগুলোতে সুদের হারসহ ঋণের খরচ বেড়ে যাওয়ায় মানুষ বৈদ্যুতিক গাড়ি কেনা কমিয়ে দিয়েছে। আর চাহিদা কমে যাওয়ায় বাজার বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। বড় কোম্পানিগুলো গ্রাহকদের মন জয় করতে উঠেপড়ে লেগেছে। 

এ বছর বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২০২৩ সালের চেয়ে কম হবে বলে গত মাসেই সতর্ক করেছে টেসলা। ইউরোপ, চীনসহ বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারে বৈদ্যুতিক গাড়ির দাম কমিয়ে দিয়েছিলেন এই কোম্পানির প্রধান বিলিয়নিয়ার ইলন মাস্ক। কারণ এসব অঞ্চলে চীনের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক বিওয়াইডির সঙ্গে টেসলাকে প্রতিযোগিতা করতে হচ্ছিল। 

স্যালুট ও সিগারেটের ইমোজি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে অ্যাপলের এই প্রকল্প থেকে সরে আসার খবর শেয়ার করেছেন ইলন মাস্কও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত