কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা অবিশ্বাস রকম বাড়ছে। এমনকি এর সক্ষমতা নিয়ে সতর্ক করেছেন ইলন মাস্কের মতো প্রযুক্তি উদ্যোক্তারা। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক এআই নিরাপত্তা সম্মেলনে মাস্ক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বলেন, সর্বক্ষেত্রে এআইয়ের ব্যবহার এতই বেড়ে যাবে যে মানুষের আর চাকরি করার প্রয়োজন হবে না।
তবে এখন মনে হচ্ছে তাঁর এ সতর্কতাবাণী সত্য হতে চলেছে। সম্প্রতি স্পেনের এক ইনফ্লুয়েন্সার সংস্থা একটি এআই মডেল তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে আইতানা লোপেজ। ২৫ বছর বয়সী নারীর অবয়ব ও চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে এটিকে এটি তৈরি করা হয়েছে।
ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাপি চুলের লোপেজ ইনস্টাগ্রামে দারুণ জনপ্রিয়। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ১ লাখ ২২ হাজার।
প্রতিবেদনে বলা হয়, আইতানা লোপেজকে প্রতি সপ্তাহে অনেক সেলিব্রেটি ব্যক্তিগত মেসেজ পাঠায়, তার সঙ্গে ডেটে যেতে চায়। দ্য ক্লুলেস নামের সংস্থাটির ডিজাইনার রুবেন ক্রুজ বলেন, ‘আমরা কীভাবে কাজ করছি এর ওপর বিশ্লেষণ করা শুরু করি এবং দেখতে পাই, আমাদের অনেক প্রকল্পই আটকে আছে বা বাতিল হয়ে যাচ্ছে এমনসব সমস্যার কারণে যার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। প্রায়ই তা ইনফ্লুয়েন্সার বা মডেলের ভুলের কারণে হচ্ছিল, ডিজাইনের জন্য নয়।’
এজেন্সিটি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোটার হিসেবে আইতানা লোপেজকে ব্যবহার করে।
ক্রুজ বলেন, ভার্চুয়াল এ মডেলটি মাসে ১০ হাজার ইউরোরও (১২ লাখ ৬ হাজার টাকা) বেশি আয় করতে পারে। তার গড় মাসিক আয় ৩ হাজার ইউরো (৩ লাখ ৬১ হাজার ৯০০ টাকা)।
ভালো উপার্জনের উদ্দেশ্যেই আইতানাকে তৈরি করা হয়েছে উল্লেখ করে ক্রুজ বলেন, ‘অহংকার দেখায় বা শুধু পোজ দিয়েই অনেক পয়সা কামাতে চায় এমন মানুষদের ওপর আমাদের আর নির্ভর করতে না হয়।’
বর্তমানে একটি স্পোর্টস সাপ্লিমেন্ট কোম্পানি আইতানাকে ব্যবহার করছে। ফ্যানভ্যুতেও এর ছবি আপলোড করা হচ্ছে। এটি অনলিফ্যানের মতো একটি প্ল্যাটফর্ম।
‘একদিন এক বিখ্যাত লাতিন–মার্কিন অভিনেতা আইতানার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেন। এ অভিনেতার ৫০ লাখেরও বেশি ফলোয়ার আছে এবং আমাদের টিমের কয়েকজন শৈশবে তাঁর অভিনীত টিভি সিরিজ দেখেছে। বাস্তবে আইতানার যে অস্তিত্ব নেই, এ নিয়ে তাঁর কোনো ধারণাই ছিল না!’ , বলেন ক্রুজ।
আইতানাকে আরও দক্ষ ও বাস্তব করে তুলতে কাজ করছে একটি দল। ছকে বাঁধা দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে।
আইতানা এতটাই সফল হয়েছে যে এর ডিজাইনাররা ‘মাইয়া’ নামের আরেকটি ভার্চুয়াল মডেল তৈরি করেছে। কোনো নামই শুধু হেঁয়ালি করে দেওয়া হয়নি। প্রত্যেকটি নামই স্প্যানিশ ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা অবিশ্বাস রকম বাড়ছে। এমনকি এর সক্ষমতা নিয়ে সতর্ক করেছেন ইলন মাস্কের মতো প্রযুক্তি উদ্যোক্তারা। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক এআই নিরাপত্তা সম্মেলনে মাস্ক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বলেন, সর্বক্ষেত্রে এআইয়ের ব্যবহার এতই বেড়ে যাবে যে মানুষের আর চাকরি করার প্রয়োজন হবে না।
তবে এখন মনে হচ্ছে তাঁর এ সতর্কতাবাণী সত্য হতে চলেছে। সম্প্রতি স্পেনের এক ইনফ্লুয়েন্সার সংস্থা একটি এআই মডেল তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে আইতানা লোপেজ। ২৫ বছর বয়সী নারীর অবয়ব ও চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে এটিকে এটি তৈরি করা হয়েছে।
ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাপি চুলের লোপেজ ইনস্টাগ্রামে দারুণ জনপ্রিয়। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ১ লাখ ২২ হাজার।
প্রতিবেদনে বলা হয়, আইতানা লোপেজকে প্রতি সপ্তাহে অনেক সেলিব্রেটি ব্যক্তিগত মেসেজ পাঠায়, তার সঙ্গে ডেটে যেতে চায়। দ্য ক্লুলেস নামের সংস্থাটির ডিজাইনার রুবেন ক্রুজ বলেন, ‘আমরা কীভাবে কাজ করছি এর ওপর বিশ্লেষণ করা শুরু করি এবং দেখতে পাই, আমাদের অনেক প্রকল্পই আটকে আছে বা বাতিল হয়ে যাচ্ছে এমনসব সমস্যার কারণে যার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। প্রায়ই তা ইনফ্লুয়েন্সার বা মডেলের ভুলের কারণে হচ্ছিল, ডিজাইনের জন্য নয়।’
এজেন্সিটি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোটার হিসেবে আইতানা লোপেজকে ব্যবহার করে।
ক্রুজ বলেন, ভার্চুয়াল এ মডেলটি মাসে ১০ হাজার ইউরোরও (১২ লাখ ৬ হাজার টাকা) বেশি আয় করতে পারে। তার গড় মাসিক আয় ৩ হাজার ইউরো (৩ লাখ ৬১ হাজার ৯০০ টাকা)।
ভালো উপার্জনের উদ্দেশ্যেই আইতানাকে তৈরি করা হয়েছে উল্লেখ করে ক্রুজ বলেন, ‘অহংকার দেখায় বা শুধু পোজ দিয়েই অনেক পয়সা কামাতে চায় এমন মানুষদের ওপর আমাদের আর নির্ভর করতে না হয়।’
বর্তমানে একটি স্পোর্টস সাপ্লিমেন্ট কোম্পানি আইতানাকে ব্যবহার করছে। ফ্যানভ্যুতেও এর ছবি আপলোড করা হচ্ছে। এটি অনলিফ্যানের মতো একটি প্ল্যাটফর্ম।
‘একদিন এক বিখ্যাত লাতিন–মার্কিন অভিনেতা আইতানার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেন। এ অভিনেতার ৫০ লাখেরও বেশি ফলোয়ার আছে এবং আমাদের টিমের কয়েকজন শৈশবে তাঁর অভিনীত টিভি সিরিজ দেখেছে। বাস্তবে আইতানার যে অস্তিত্ব নেই, এ নিয়ে তাঁর কোনো ধারণাই ছিল না!’ , বলেন ক্রুজ।
আইতানাকে আরও দক্ষ ও বাস্তব করে তুলতে কাজ করছে একটি দল। ছকে বাঁধা দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে।
আইতানা এতটাই সফল হয়েছে যে এর ডিজাইনাররা ‘মাইয়া’ নামের আরেকটি ভার্চুয়াল মডেল তৈরি করেছে। কোনো নামই শুধু হেঁয়ালি করে দেওয়া হয়নি। প্রত্যেকটি নামই স্প্যানিশ ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে