অনিন্দ্য মজুমদার অর্ণব
বেন্টলি বা রোলস রয়েসের মতো ব্যয়বহুল ব্র্যান্ডের একটি গাড়ির স্বপ্ন কে না দেখে! কিন্তু যদি কেউ বলে, বেন্টলি বা রোলস রয়েসের চেয়েও ব্যয়বহুল ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি আসছে বাজারে, আপনি নিশ্চয় অবাক হবেন।
সম্প্রতি এক প্রদর্শনীতে দেখানো হয়েছে ক্যাডিলাকের বিলাসবহুল সব সুবিধা এবং আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক সেডান গাড়ি। ‘সেলেস্টিক’ মডেলের এই গাড়ির দাম শুরু হবে সর্বনিম্ন ৩ লাখ মার্কিন ডলার থেকে। থ্রি-ডি প্রিন্টারে তৈরি প্রায় ১১৫টি অংশ নিয়ে সেলেস্টিক ছাড়িয়ে যাবে সব গাড়িকে বলে আশা করছে এর নির্মাতা প্রতিষ্ঠান।
আগামী বছরের ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হবে সেলেস্টিকের। ২০২৪ সালে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসবে। সেলেস্টিক হবে স্বপ্নের মতোই বিলাসবহুল! এটি দিনে মাত্র দুই ইউনিট অথবা বছরে মাত্র ৫০০ ইউনিট তৈরি করবে ক্যাডিলাক।
যা থাকছে
৬০০ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন থাকবে সেলেস্টিকে। এটি ৬৪০ পাউন্ড-ফুট টর্ক উৎপাদনে সক্ষম। ৩ দশমিক ৮ সেকেন্ডে প্রতি ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে পারবে সেলেস্টিক। এর থাকবে ২৩ ইঞ্চি। এর সামনের সিটগুলো নিচু হলেও থাকবে খোলামেলা ও বাতাসময়। গাড়িটির সামনে থাকবে ৫৫ ইঞ্চির সুবিশাল ডিসপ্লে। চালকের জন্য থাকবে পরিবর্তনশীল ডিজিটাল গজ ক্লাস্টার মিটার। সামনের দিকে থাকবে ১১ ইঞ্চির ডিসপ্লেসহ কমান্ড সেন্টার। পেছনের যাত্রীদের জন্য রয়েছে ৮ ইঞ্চির কমান্ড সেন্টার এবং ১২ দশমিক ৬ ইঞ্চির এন্টারটেইনমেন্ট ডিসপ্লে।
জানালার কাচের আলোর পরিমাণ নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে গাড়িটির। যাত্রীদের সর্বোচ্চ পর্যায়ের আরাম নিশ্চিতে এতে থাকবে ম্যাগনেটিক রাইড কন্ট্রোল ৪ দশমিক শূন্য এবং অ্যাকটিভ রোল কন্ট্রোল।
সম্পূর্ণ বিদ্যুতে চলা এই গাড়ি যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ১ লাখ ১০০ হাজার পাবলিক চার্জিং স্টেশনে চার্জ দেওয়া যাবে। এক চার্জে ৩০০ মাইল যেতে পারবে সেলেস্টিক। ২০০ কিলোওয়াট ফাস্ট চার্জিং দিয়ে চার্জ করা হলে মাত্র ১০ মিনিটের চার্জে ৭৮ মাইল যাওয়া যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ, ফোর্বস
বেন্টলি বা রোলস রয়েসের মতো ব্যয়বহুল ব্র্যান্ডের একটি গাড়ির স্বপ্ন কে না দেখে! কিন্তু যদি কেউ বলে, বেন্টলি বা রোলস রয়েসের চেয়েও ব্যয়বহুল ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি আসছে বাজারে, আপনি নিশ্চয় অবাক হবেন।
সম্প্রতি এক প্রদর্শনীতে দেখানো হয়েছে ক্যাডিলাকের বিলাসবহুল সব সুবিধা এবং আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক সেডান গাড়ি। ‘সেলেস্টিক’ মডেলের এই গাড়ির দাম শুরু হবে সর্বনিম্ন ৩ লাখ মার্কিন ডলার থেকে। থ্রি-ডি প্রিন্টারে তৈরি প্রায় ১১৫টি অংশ নিয়ে সেলেস্টিক ছাড়িয়ে যাবে সব গাড়িকে বলে আশা করছে এর নির্মাতা প্রতিষ্ঠান।
আগামী বছরের ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হবে সেলেস্টিকের। ২০২৪ সালে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসবে। সেলেস্টিক হবে স্বপ্নের মতোই বিলাসবহুল! এটি দিনে মাত্র দুই ইউনিট অথবা বছরে মাত্র ৫০০ ইউনিট তৈরি করবে ক্যাডিলাক।
যা থাকছে
৬০০ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন থাকবে সেলেস্টিকে। এটি ৬৪০ পাউন্ড-ফুট টর্ক উৎপাদনে সক্ষম। ৩ দশমিক ৮ সেকেন্ডে প্রতি ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে পারবে সেলেস্টিক। এর থাকবে ২৩ ইঞ্চি। এর সামনের সিটগুলো নিচু হলেও থাকবে খোলামেলা ও বাতাসময়। গাড়িটির সামনে থাকবে ৫৫ ইঞ্চির সুবিশাল ডিসপ্লে। চালকের জন্য থাকবে পরিবর্তনশীল ডিজিটাল গজ ক্লাস্টার মিটার। সামনের দিকে থাকবে ১১ ইঞ্চির ডিসপ্লেসহ কমান্ড সেন্টার। পেছনের যাত্রীদের জন্য রয়েছে ৮ ইঞ্চির কমান্ড সেন্টার এবং ১২ দশমিক ৬ ইঞ্চির এন্টারটেইনমেন্ট ডিসপ্লে।
জানালার কাচের আলোর পরিমাণ নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে গাড়িটির। যাত্রীদের সর্বোচ্চ পর্যায়ের আরাম নিশ্চিতে এতে থাকবে ম্যাগনেটিক রাইড কন্ট্রোল ৪ দশমিক শূন্য এবং অ্যাকটিভ রোল কন্ট্রোল।
সম্পূর্ণ বিদ্যুতে চলা এই গাড়ি যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ১ লাখ ১০০ হাজার পাবলিক চার্জিং স্টেশনে চার্জ দেওয়া যাবে। এক চার্জে ৩০০ মাইল যেতে পারবে সেলেস্টিক। ২০০ কিলোওয়াট ফাস্ট চার্জিং দিয়ে চার্জ করা হলে মাত্র ১০ মিনিটের চার্জে ৭৮ মাইল যাওয়া যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ, ফোর্বস
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগে