অনিন্দ্য মজুমদার অর্ণব
বেন্টলি বা রোলস রয়েসের মতো ব্যয়বহুল ব্র্যান্ডের একটি গাড়ির স্বপ্ন কে না দেখে! কিন্তু যদি কেউ বলে, বেন্টলি বা রোলস রয়েসের চেয়েও ব্যয়বহুল ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি আসছে বাজারে, আপনি নিশ্চয় অবাক হবেন।
সম্প্রতি এক প্রদর্শনীতে দেখানো হয়েছে ক্যাডিলাকের বিলাসবহুল সব সুবিধা এবং আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক সেডান গাড়ি। ‘সেলেস্টিক’ মডেলের এই গাড়ির দাম শুরু হবে সর্বনিম্ন ৩ লাখ মার্কিন ডলার থেকে। থ্রি-ডি প্রিন্টারে তৈরি প্রায় ১১৫টি অংশ নিয়ে সেলেস্টিক ছাড়িয়ে যাবে সব গাড়িকে বলে আশা করছে এর নির্মাতা প্রতিষ্ঠান।
আগামী বছরের ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হবে সেলেস্টিকের। ২০২৪ সালে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসবে। সেলেস্টিক হবে স্বপ্নের মতোই বিলাসবহুল! এটি দিনে মাত্র দুই ইউনিট অথবা বছরে মাত্র ৫০০ ইউনিট তৈরি করবে ক্যাডিলাক।
যা থাকছে
৬০০ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন থাকবে সেলেস্টিকে। এটি ৬৪০ পাউন্ড-ফুট টর্ক উৎপাদনে সক্ষম। ৩ দশমিক ৮ সেকেন্ডে প্রতি ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে পারবে সেলেস্টিক। এর থাকবে ২৩ ইঞ্চি। এর সামনের সিটগুলো নিচু হলেও থাকবে খোলামেলা ও বাতাসময়। গাড়িটির সামনে থাকবে ৫৫ ইঞ্চির সুবিশাল ডিসপ্লে। চালকের জন্য থাকবে পরিবর্তনশীল ডিজিটাল গজ ক্লাস্টার মিটার। সামনের দিকে থাকবে ১১ ইঞ্চির ডিসপ্লেসহ কমান্ড সেন্টার। পেছনের যাত্রীদের জন্য রয়েছে ৮ ইঞ্চির কমান্ড সেন্টার এবং ১২ দশমিক ৬ ইঞ্চির এন্টারটেইনমেন্ট ডিসপ্লে।
জানালার কাচের আলোর পরিমাণ নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে গাড়িটির। যাত্রীদের সর্বোচ্চ পর্যায়ের আরাম নিশ্চিতে এতে থাকবে ম্যাগনেটিক রাইড কন্ট্রোল ৪ দশমিক শূন্য এবং অ্যাকটিভ রোল কন্ট্রোল।
সম্পূর্ণ বিদ্যুতে চলা এই গাড়ি যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ১ লাখ ১০০ হাজার পাবলিক চার্জিং স্টেশনে চার্জ দেওয়া যাবে। এক চার্জে ৩০০ মাইল যেতে পারবে সেলেস্টিক। ২০০ কিলোওয়াট ফাস্ট চার্জিং দিয়ে চার্জ করা হলে মাত্র ১০ মিনিটের চার্জে ৭৮ মাইল যাওয়া যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ, ফোর্বস
বেন্টলি বা রোলস রয়েসের মতো ব্যয়বহুল ব্র্যান্ডের একটি গাড়ির স্বপ্ন কে না দেখে! কিন্তু যদি কেউ বলে, বেন্টলি বা রোলস রয়েসের চেয়েও ব্যয়বহুল ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি আসছে বাজারে, আপনি নিশ্চয় অবাক হবেন।
সম্প্রতি এক প্রদর্শনীতে দেখানো হয়েছে ক্যাডিলাকের বিলাসবহুল সব সুবিধা এবং আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক সেডান গাড়ি। ‘সেলেস্টিক’ মডেলের এই গাড়ির দাম শুরু হবে সর্বনিম্ন ৩ লাখ মার্কিন ডলার থেকে। থ্রি-ডি প্রিন্টারে তৈরি প্রায় ১১৫টি অংশ নিয়ে সেলেস্টিক ছাড়িয়ে যাবে সব গাড়িকে বলে আশা করছে এর নির্মাতা প্রতিষ্ঠান।
আগামী বছরের ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হবে সেলেস্টিকের। ২০২৪ সালে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসবে। সেলেস্টিক হবে স্বপ্নের মতোই বিলাসবহুল! এটি দিনে মাত্র দুই ইউনিট অথবা বছরে মাত্র ৫০০ ইউনিট তৈরি করবে ক্যাডিলাক।
যা থাকছে
৬০০ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন থাকবে সেলেস্টিকে। এটি ৬৪০ পাউন্ড-ফুট টর্ক উৎপাদনে সক্ষম। ৩ দশমিক ৮ সেকেন্ডে প্রতি ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে পারবে সেলেস্টিক। এর থাকবে ২৩ ইঞ্চি। এর সামনের সিটগুলো নিচু হলেও থাকবে খোলামেলা ও বাতাসময়। গাড়িটির সামনে থাকবে ৫৫ ইঞ্চির সুবিশাল ডিসপ্লে। চালকের জন্য থাকবে পরিবর্তনশীল ডিজিটাল গজ ক্লাস্টার মিটার। সামনের দিকে থাকবে ১১ ইঞ্চির ডিসপ্লেসহ কমান্ড সেন্টার। পেছনের যাত্রীদের জন্য রয়েছে ৮ ইঞ্চির কমান্ড সেন্টার এবং ১২ দশমিক ৬ ইঞ্চির এন্টারটেইনমেন্ট ডিসপ্লে।
জানালার কাচের আলোর পরিমাণ নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে গাড়িটির। যাত্রীদের সর্বোচ্চ পর্যায়ের আরাম নিশ্চিতে এতে থাকবে ম্যাগনেটিক রাইড কন্ট্রোল ৪ দশমিক শূন্য এবং অ্যাকটিভ রোল কন্ট্রোল।
সম্পূর্ণ বিদ্যুতে চলা এই গাড়ি যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ১ লাখ ১০০ হাজার পাবলিক চার্জিং স্টেশনে চার্জ দেওয়া যাবে। এক চার্জে ৩০০ মাইল যেতে পারবে সেলেস্টিক। ২০০ কিলোওয়াট ফাস্ট চার্জিং দিয়ে চার্জ করা হলে মাত্র ১০ মিনিটের চার্জে ৭৮ মাইল যাওয়া যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ, ফোর্বস
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৫ ঘণ্টা আগে