Ajker Patrika

স্প্যাম কলে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেবে গুগল ভয়েস

প্রযুক্তি ডেস্ক
স্প্যাম কলে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেবে গুগল ভয়েস

কোনো কলকে যদি অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম মনে হয় তাহলে লাল সতর্কবার্তার মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেবে গুগল ভয়েস। এক ব্লগ পোস্টে গুগল জানায়, সাধারণ অ্যান্ড্রয়েড ফোনের কলিং অ্যাপে ব্যবহৃত একই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম ব্যবহার করে স্প্যাম শনাক্ত করবে গুগল ভয়েস।

দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারী যদি স্প্যাম কলের সতর্কবার্তা পান তাহলে তিনি কলটি আসলেই স্প্যাম কি না তা চিহ্নিত করার সুযোগ পাবেন। যদি ব্যবহারকারী কলটিকে স্প্যাম হিসেবে চিহ্নিত করেন তাহলে ভবিষ্যতে একই নম্বর থেকে আসা কলগুলো স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মেইলে স্থানান্তরিত হবে। তবে কলটিকে স্প্যাম নয় বলে চিহ্নিত করলে ভবিষ্যতে একই কলের জন্য আর সতর্কবার্তা দেখবেন না ব্যবহারকারী।

কয়েক বছর ধরেই গুগল ভয়েস স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কলকে শনাক্ত করে ভয়েস মেইলে স্থানান্তর করছে। কিন্তু যারা অপরিচিত নম্বর থেকে প্রচুর প্রয়োজনীয় কল পেয়ে থাকেন তাঁদের জন্য ফিচারটি বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যার ফলে ব্যবহারকারীকে সেটিংসের সিকিউরিটি অপশন থেকে স্প্যাম ফিল্টার অপশনটিই বন্ধ করে দিতে হয়। তবে নতুন ফিচারের ফলে ব্যবহারকারীরা সতর্কবার্তা দেখার পাশাপাশি স্প্যাম কল আলাদা করে চিহ্নিত করতে পারবেন।

স্প্যাম কল নিয়ন্ত্রণে আরও উন্নত কিছু ফিচারও যোগ করা হয়েছে যেগুলো আপাতত শুধু গুগলের পিক্সেল ফোন ব্যবহারকারীরা পাবেন। তবে স্প্যাম সতর্কবার্তার সুবিধাটি গুগল ভয়েস অ্যাকাউন্ট থাকা যে কেউ পাবেন। গুগল জানায়, জানুয়ারির ১৩ তারিখ নাগাদ এই সুবিধা সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী পেয়ে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত