প্রযুক্তি ডেস্ক
কোনো কলকে যদি অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম মনে হয় তাহলে লাল সতর্কবার্তার মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেবে গুগল ভয়েস। এক ব্লগ পোস্টে গুগল জানায়, সাধারণ অ্যান্ড্রয়েড ফোনের কলিং অ্যাপে ব্যবহৃত একই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম ব্যবহার করে স্প্যাম শনাক্ত করবে গুগল ভয়েস।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারী যদি স্প্যাম কলের সতর্কবার্তা পান তাহলে তিনি কলটি আসলেই স্প্যাম কি না তা চিহ্নিত করার সুযোগ পাবেন। যদি ব্যবহারকারী কলটিকে স্প্যাম হিসেবে চিহ্নিত করেন তাহলে ভবিষ্যতে একই নম্বর থেকে আসা কলগুলো স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মেইলে স্থানান্তরিত হবে। তবে কলটিকে স্প্যাম নয় বলে চিহ্নিত করলে ভবিষ্যতে একই কলের জন্য আর সতর্কবার্তা দেখবেন না ব্যবহারকারী।
কয়েক বছর ধরেই গুগল ভয়েস স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কলকে শনাক্ত করে ভয়েস মেইলে স্থানান্তর করছে। কিন্তু যারা অপরিচিত নম্বর থেকে প্রচুর প্রয়োজনীয় কল পেয়ে থাকেন তাঁদের জন্য ফিচারটি বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যার ফলে ব্যবহারকারীকে সেটিংসের সিকিউরিটি অপশন থেকে স্প্যাম ফিল্টার অপশনটিই বন্ধ করে দিতে হয়। তবে নতুন ফিচারের ফলে ব্যবহারকারীরা সতর্কবার্তা দেখার পাশাপাশি স্প্যাম কল আলাদা করে চিহ্নিত করতে পারবেন।
স্প্যাম কল নিয়ন্ত্রণে আরও উন্নত কিছু ফিচারও যোগ করা হয়েছে যেগুলো আপাতত শুধু গুগলের পিক্সেল ফোন ব্যবহারকারীরা পাবেন। তবে স্প্যাম সতর্কবার্তার সুবিধাটি গুগল ভয়েস অ্যাকাউন্ট থাকা যে কেউ পাবেন। গুগল জানায়, জানুয়ারির ১৩ তারিখ নাগাদ এই সুবিধা সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী পেয়ে যাবেন।
কোনো কলকে যদি অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম মনে হয় তাহলে লাল সতর্কবার্তার মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেবে গুগল ভয়েস। এক ব্লগ পোস্টে গুগল জানায়, সাধারণ অ্যান্ড্রয়েড ফোনের কলিং অ্যাপে ব্যবহৃত একই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম ব্যবহার করে স্প্যাম শনাক্ত করবে গুগল ভয়েস।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারী যদি স্প্যাম কলের সতর্কবার্তা পান তাহলে তিনি কলটি আসলেই স্প্যাম কি না তা চিহ্নিত করার সুযোগ পাবেন। যদি ব্যবহারকারী কলটিকে স্প্যাম হিসেবে চিহ্নিত করেন তাহলে ভবিষ্যতে একই নম্বর থেকে আসা কলগুলো স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মেইলে স্থানান্তরিত হবে। তবে কলটিকে স্প্যাম নয় বলে চিহ্নিত করলে ভবিষ্যতে একই কলের জন্য আর সতর্কবার্তা দেখবেন না ব্যবহারকারী।
কয়েক বছর ধরেই গুগল ভয়েস স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কলকে শনাক্ত করে ভয়েস মেইলে স্থানান্তর করছে। কিন্তু যারা অপরিচিত নম্বর থেকে প্রচুর প্রয়োজনীয় কল পেয়ে থাকেন তাঁদের জন্য ফিচারটি বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যার ফলে ব্যবহারকারীকে সেটিংসের সিকিউরিটি অপশন থেকে স্প্যাম ফিল্টার অপশনটিই বন্ধ করে দিতে হয়। তবে নতুন ফিচারের ফলে ব্যবহারকারীরা সতর্কবার্তা দেখার পাশাপাশি স্প্যাম কল আলাদা করে চিহ্নিত করতে পারবেন।
স্প্যাম কল নিয়ন্ত্রণে আরও উন্নত কিছু ফিচারও যোগ করা হয়েছে যেগুলো আপাতত শুধু গুগলের পিক্সেল ফোন ব্যবহারকারীরা পাবেন। তবে স্প্যাম সতর্কবার্তার সুবিধাটি গুগল ভয়েস অ্যাকাউন্ট থাকা যে কেউ পাবেন। গুগল জানায়, জানুয়ারির ১৩ তারিখ নাগাদ এই সুবিধা সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী পেয়ে যাবেন।
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক তাদের ফ্ল্যাগশিপ মডেল ‘ভি৩ ’-এর নতুন সংস্করণ ‘ডিপসিক ভি৩.১’ উন্মোচন করেছে। কোম্পানিটি বলছে, এটি চীনে তৈরি চিপের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারে। সেই সঙ্গে আগের তুলনায় বেশি গতিসম্পন্ন।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ছবি ও ভিডিও তৈরি প্রযুক্তি নিয়ে কাজ করতে হাত মিলিয়েছে মিডজার্নির সঙ্গে। মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ড্র ওয়াং গত শুক্রবার থ্রেডসে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পরেই ভারতই চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সবচেয়ে বড় বাজার। সম্প্রতি এক পডকাস্টে এ কথা জানান ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। এবার তিনি জানালেন, ভারতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে এ বছরের শেষের দিকে রাজধানী নয়াদিল্লিতে প্রথম কার্যালয় খুলতে যাচ্ছে ওপেনএআই।
১ দিন আগেমার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে একটি অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, এই দায়িত্ব পাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন, ‘আমাদের সামরিক বাহিনী দাঁড়িয়েই আছে পৌরুষের ওপর ভর করে। এটি কোনোভাবেই খারাপ কিছু নয়, এটি দরকারি।’ তবে ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হতে সিন
১ দিন আগে