আজকের পত্রিকা ডেস্ক
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক তাদের ফ্ল্যাগশিপ মডেল ‘ভি৩ ’-এর নতুন সংস্করণ ‘ডিপসিক ভি৩.১’ উন্মোচন করেছে। কোম্পানিটি বলছে, এটি চীনে তৈরি চিপের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারে। সেই সঙ্গে আগের তুলনায় বেশি গতিসম্পন্ন।
গত বৃহস্পতিবার এক উইচ্যাট পোস্টে ডিপসিক জানায়, ডিপসিক-ভি ৩.১ মডেলটির ইউই ৮ এম ০ (UE 8 M0) এফপি ৮ (FP8) প্রিসিশন ফরম্যাট চীনের পরবর্তী প্রজন্মের দেশীয় চিপের সঙ্গে কাজ করতে সক্ষম। তবে তারা নির্দিষ্ট করে বলেনি, ঠিক কোন কোম্পানির চিপ কিংবা কোন মডেলকে লক্ষ্য করে এই সমন্বয় করা হয়েছে।
এফপি ৮ বা ৮-বিট ফ্লোটিং পয়েন্ট হচ্ছে একটি তথ্য প্রক্রিয়াকরণ ফরম্যাট, যা কম মেমোরি ব্যবহার করে তুলনামূলক দ্রুতগতিতে এআই মডেল চালাতে সাহায্য করে।
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বেইজিং যখন দেশীয় সেমিকন্ডাক্টর খাতকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে, তখন ডিপসিকের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এটি ইঙ্গিত দেয়, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এআই বিকাশে এগিয়ে যাচ্ছে চীন।
চলতি বছর ডিপসিক তাদের এআই মডেল উন্মোচনের পর থেকেই প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। অপারেশন খরচ কম রেখে পশ্চিমা প্রযুক্তি, যেমন ওপেনএআই-এর চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় নামার দাবি করেছিল তারা।
নতুন আপডেট ‘ডিপসিক-ভি ৩.১’ উন্মোচনের আগে প্রতিষ্ঠানটি মে মাসে আর ১ মডেলের হালনাগাদ এবং মার্চে ভি৩ মডেলের একটি আপগ্রেড এনেছিল।
ডিপসিক জানায়, তাদের নতুন মডেলে হাইব্রিড ইনফারেন্স স্ট্রাকচার রয়েছে, যা ‘যুক্তিসংগত বিশ্লেষণ’ এবং ‘সাধারণ মোড’—এই দুই প্রক্রিয়াতেই কাজ করতে পারে। ব্যবহারকারীরা চাইলে ডিপথিংকিং নামে একটি বোতামের মাধ্যমে এই মোড চালু বা বন্ধ করতে পারবেন। কোম্পানির অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম—উভয়েই এখন এই নতুন সংস্করণে চলছে।
ডিপসিক আরও জানিয়েছে, তাদের এআই মডেলের এপিআই ব্যবহারের খরচ আগামী ৬ সেপ্টেম্বর থেকে সমন্বয় করা হবে। এপিআইয়ের মাধ্যমে অন্যান্য অ্যাপ বা ওয়েব ডেভেলপাররা ডিপসিকের এআই মডেল নিজেদের সেবায় যুক্ত করতে পারেন।
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক তাদের ফ্ল্যাগশিপ মডেল ‘ভি৩ ’-এর নতুন সংস্করণ ‘ডিপসিক ভি৩.১’ উন্মোচন করেছে। কোম্পানিটি বলছে, এটি চীনে তৈরি চিপের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারে। সেই সঙ্গে আগের তুলনায় বেশি গতিসম্পন্ন।
গত বৃহস্পতিবার এক উইচ্যাট পোস্টে ডিপসিক জানায়, ডিপসিক-ভি ৩.১ মডেলটির ইউই ৮ এম ০ (UE 8 M0) এফপি ৮ (FP8) প্রিসিশন ফরম্যাট চীনের পরবর্তী প্রজন্মের দেশীয় চিপের সঙ্গে কাজ করতে সক্ষম। তবে তারা নির্দিষ্ট করে বলেনি, ঠিক কোন কোম্পানির চিপ কিংবা কোন মডেলকে লক্ষ্য করে এই সমন্বয় করা হয়েছে।
এফপি ৮ বা ৮-বিট ফ্লোটিং পয়েন্ট হচ্ছে একটি তথ্য প্রক্রিয়াকরণ ফরম্যাট, যা কম মেমোরি ব্যবহার করে তুলনামূলক দ্রুতগতিতে এআই মডেল চালাতে সাহায্য করে।
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বেইজিং যখন দেশীয় সেমিকন্ডাক্টর খাতকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে, তখন ডিপসিকের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এটি ইঙ্গিত দেয়, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এআই বিকাশে এগিয়ে যাচ্ছে চীন।
চলতি বছর ডিপসিক তাদের এআই মডেল উন্মোচনের পর থেকেই প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। অপারেশন খরচ কম রেখে পশ্চিমা প্রযুক্তি, যেমন ওপেনএআই-এর চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় নামার দাবি করেছিল তারা।
নতুন আপডেট ‘ডিপসিক-ভি ৩.১’ উন্মোচনের আগে প্রতিষ্ঠানটি মে মাসে আর ১ মডেলের হালনাগাদ এবং মার্চে ভি৩ মডেলের একটি আপগ্রেড এনেছিল।
ডিপসিক জানায়, তাদের নতুন মডেলে হাইব্রিড ইনফারেন্স স্ট্রাকচার রয়েছে, যা ‘যুক্তিসংগত বিশ্লেষণ’ এবং ‘সাধারণ মোড’—এই দুই প্রক্রিয়াতেই কাজ করতে পারে। ব্যবহারকারীরা চাইলে ডিপথিংকিং নামে একটি বোতামের মাধ্যমে এই মোড চালু বা বন্ধ করতে পারবেন। কোম্পানির অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম—উভয়েই এখন এই নতুন সংস্করণে চলছে।
ডিপসিক আরও জানিয়েছে, তাদের এআই মডেলের এপিআই ব্যবহারের খরচ আগামী ৬ সেপ্টেম্বর থেকে সমন্বয় করা হবে। এপিআইয়ের মাধ্যমে অন্যান্য অ্যাপ বা ওয়েব ডেভেলপাররা ডিপসিকের এআই মডেল নিজেদের সেবায় যুক্ত করতে পারেন।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১৫ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৪ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৫ দিন আগে