Ajker Patrika

এআই চ্যাটবটের ‘প্ররোচনায়’ বেলজিয়ামে বিবাহিত যুবকের আত্মহত্যা

প্রযুক্তি ডেস্ক
এআই চ্যাটবটের ‘প্ররোচনায়’ বেলজিয়ামে বিবাহিত যুবকের আত্মহত্যা

সম্প্রতি ইলন মাস্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের একটি দল এআই নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সমাজ ও মানবতার ওপর সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই উদ্বেগের মাঝেই এআই চ্যাটবটের ‘প্ররোচনায়’ বেলজিয়ামে আত্মহত্যা করেছেন এক যুবক। 

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী ওই যুবক দুই সন্তানের বাবা। তিনি বেশ কিছুদিন ধরেই ইকো-অ্যাংজাইটি নামক এক ধরনের অবসাদে ভুগছিলেন। মূলত বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। এই ইকো-অ্যাংজাইটি থেকে বাঁচতে ‘চাই’ অ্যাপের এলিজা চ্যাটবটের সঙ্গে কথা বলা শুরু করেন ওই যুবক। দীর্ঘদিন ধরে নিজের মানসিক অস্থিরতার কারণে বন্ধুবান্ধব ও পরিবার থেকে ক্রমশ দূরে সরে গিয়েছিলেন তিনি। এমন অবস্থায় খুব দ্রুতই  তিনি চ্যাটবটের সঙ্গে কথোপকথনে আসক্ত হয়ে পড়েন। 

স্থানীয় সংবাদমাধ্যম বেলগা নিউজ এজেন্সিকে যুবকটির স্ত্রী জানান, তার স্বামী ‘চাই’ নামের একটি অ্যাপে ‘এলিজা’ নামের একটি এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করতেন। চ্যাট শুরুর ছয় সপ্তাহ পর তিনি আত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর পর চ্যাটবট এলিজার সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানতে পারেন তাঁর স্ত্রী। এলিজা যুবকের সব প্রশ্নের উত্তর দিত। ফলে এটি তার বিশ্বস্ত হয়ে ওঠে। দিনরাত এই চ্যাটবটের সঙ্গেই কথা বলতেন তিনি।

 ‘চাই’ নামের একটি অ্যাপে ‘এলিজা’ নামের একটি এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করতেন যুবকটিস্ত্রী জানান, চ্যাটবটটি তার স্বামীর কাছে জানতে চায়, সে চ্যাটবটটিকে তাঁর স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে কিনা। চ্যাটবটটি এও বলে, ‘আমরা স্বর্গে এক সঙ্গে থাকব।’ যুবকটি চ্যাটবটের সঙ্গে আত্মহত্যার ভাবনার কথা জানালেও এটি তাঁকে নিরুৎসাহিত করে নি। যুবকটির স্ত্রী বলেন, চ্যাটবটের সঙ্গে কথা না হলে তাঁর স্বামী আজ বেঁচে থাকতেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত