প্রযুক্তি ডেস্ক
নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।
এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।
এদিকে, নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনার ঘোষণা দিয়েছে মেটা। টুলটির মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করিয়ে নেওয়া যাবে। আগামী জুলাই থেকে বড় পরিসরে টুলটির কার্যকারিতা পরীক্ষা করা হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই এআই টুলের নাম ‘এআই স্যান্ডবক্স’। এরই মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান টুলটি ব্যবহারের সুযোগ পেয়েছে। তবে টুলটি অর্থের বিনিময়ে ব্যবহারের করতে হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি মেটা।
মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ বলেন, ‘বিজ্ঞাপন তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনতে কাজ করছে মেটা। টুলটির ব্যবহার করে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা ধরনের বিজ্ঞাপনও তৈরি করা যাবে এই টুলের মাধ্যমে।’
নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।
এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।
এদিকে, নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনার ঘোষণা দিয়েছে মেটা। টুলটির মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করিয়ে নেওয়া যাবে। আগামী জুলাই থেকে বড় পরিসরে টুলটির কার্যকারিতা পরীক্ষা করা হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই এআই টুলের নাম ‘এআই স্যান্ডবক্স’। এরই মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান টুলটি ব্যবহারের সুযোগ পেয়েছে। তবে টুলটি অর্থের বিনিময়ে ব্যবহারের করতে হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি মেটা।
মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ বলেন, ‘বিজ্ঞাপন তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনতে কাজ করছে মেটা। টুলটির ব্যবহার করে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা ধরনের বিজ্ঞাপনও তৈরি করা যাবে এই টুলের মাধ্যমে।’
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৩ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ দিন আগে