Ajker Patrika

নিজস্ব এআই চিপ তৈরি করছে মেটা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২১ মে ২০২৩, ১৫: ৫৭
নিজস্ব এআই চিপ তৈরি করছে মেটা

নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।

এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।

এদিকে, নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনার ঘোষণা দিয়েছে মেটা। টুলটির মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করিয়ে নেওয়া যাবে। আগামী জুলাই থেকে বড় পরিসরে টুলটির কার্যকারিতা পরীক্ষা করা হবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই এআই টুলের নাম ‘এআই স্যান্ডবক্স’। এরই মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান টুলটি ব্যবহারের সুযোগ পেয়েছে। তবে টুলটি অর্থের বিনিময়ে ব্যবহারের করতে হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি মেটা।

মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ বলেন, ‘বিজ্ঞাপন তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা টুল আনতে কাজ করছে মেটা। টুলটির ব্যবহার করে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা ধরনের বিজ্ঞাপনও তৈরি করা যাবে এই টুলের মাধ্যমে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত