Ajker Patrika

পোশাক খুললেই থেমে যাবে ফেসটাইমের ভিডিও কল

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭: ৩৩
ছবি: অ্যাপল
ছবি: অ্যাপল

অ্যাপলের আসন্ন আইওএস ১৬ আপডেট ইতিমধ্যে ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন লিকুইড গ্লাস ডিজাইন ও আইফোন ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন ছাড়াও এবার ফেসটাইমে যুক্ত হচ্ছে এক ব্যতিক্রমী নিরাপত্তা ফিচার। এবার ভিডিও কলে ক্যামেরার সামনে নগ্নতা শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে কল পজ বা থামিয়ে দেবে ফেসটাইম। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে ফিচারটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, আইওএস২৬-এর বেটা সংস্করণে এমন একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা ফেসটাইম ভিডিও কলে নগ্নতা শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে সেই কল পজ করে দেয়। এতে ভিডিও ও অডিও—উভয়ই থেমে যায় এবং স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখায়—‘আপনাকে সম্ভবত স্পর্শকাতর কিছু দেখানো হচ্ছে, তাই অডিও ও ভিডিও বন্ধ রাখা হয়েছে। আপনি অস্বস্তিবোধ করলে কলটি কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

একবার ভিডিও কলটি কেটে দেওয়ার পর ব্যবহারকারী চাইলে আবার কল দিতে পারবেন।

গত ৯ জুন অ্যাপলের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এর মূল বক্তব্যে (কি-নোট) পারিবারিক নিরাপত্তা ফিচারগুলোর উন্নয়নের কথা জানানো হয়েছিল। ওই সময় জানানো হয়, কমিউনিকেশন সেফটির আওতায় এবার ফেসটাইম কলেও সুরক্ষা ফিচার যুক্ত হচ্ছে। শুরুতে ধারণা করা হয়েছিল, এই ফিচার কেবল শিশু-কিশোর অ্যাকাউন্ট বা ফ্যামিলি শেয়ারিংয়ের আওতাভুক্ত ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য হবে।

তবে বর্তমান বেটা সংস্করণে দেখা যাচ্ছে, সব ধরনের অ্যাকাউন্টেই এই ফিচার সক্রিয় রয়েছে।

ছবি: অ্যাপল
ছবি: অ্যাপল

অ্যাপল আগেই নিশ্চিত করেছিল, ফটোস অ্যাপে শেয়ারড অ্যালবামসে সংবেদনশীল ছবি থাকলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লার করে দেওয়া হবে।

ফেসটাইমে নগ্নতা শনাক্ত করে ভিডিও পজ করার এই উদ্যোগ অ্যাপলের ডিজিটাল ওয়েলবিয়িং ও নিরাপত্তা নিশ্চিতকরণ প্রচেষ্টারই অংশ। তবে ফিচারটি চূড়ান্ত সংস্করণে সব ব্যবহারকারীর জন্য চালু থাকবে কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। আপাতত যাঁরা আইওএস২৬-এর বেটা সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা ফেসটাইমে কোনো ‘সংবেদনশীল’ দৃশ্য দেখালেই হঠাৎ ভিডিও ও অডিও বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা পেতে পারেন।

এ বছর নতুন আইফোনের সঙ্গে আইওএস২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ উন্মোচনের সময় অ্যাপল এই ফিচার নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত