Ajker Patrika

হুয়াওয়ের নতুন ইভি ব্যাটারি, একবার চার্জেই চলবে ৩০০০ কিলোমিটার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৬: ০৪
হুয়াওয়ে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে এবং তাদের প্রযুক্তি সরবরাহ করে। ছবি: হুয়াওয়ে
হুয়াওয়ে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে এবং তাদের প্রযুক্তি সরবরাহ করে। ছবি: হুয়াওয়ে

চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে বৈদ্যুতিক গাড়ির (ইভি) জন্য একটি নতুন ধরনের সলিড স্টেট ব্যাটারি উদ্ভাবন করেছে। কোম্পানির দাবি, একবার চার্জেই এই ব্যাটারি ইভিকে প্রায় ১ হাজার ৮৬৪ মাইল (৩ হাজার কিলোমিটার) পথ অতিক্রম করার ক্ষমতা দেবে। আরও চমকপ্রদ বিষয় হলো—মাত্র পাঁচ মিনিটেরও কম সময়েই ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পর্যন্ত পূর্ণ হতে পারবে বলে জানিয়েছে হুয়াওয়ে।

চীনের স্বনামধন্য সংবাদমাধ্যম কার নিউজ চায়না জানিয়েছে, হুয়াওয়ে একটি সালফাইডভিত্তিক অল সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তির জন্য পেটেন্ট আবেদন করেছে। তাদের ব্যাটারি আর্কিটেকচারের এনার্জি ডেনসিটি বা শক্তি ঘনত্ব হতে পারে প্রতি কেজিতে ৪০০ থেকে ৫০০ ওয়াট, যা বর্তমান বাজারে প্রচলিত ইভি ব্যাটারির তুলনায় দুই থেকে তিন গুণ বেশি।

উল্লেখ্য, হুয়াওয়ে নিজে কোনো ব্র্যান্ডেড গাড়ি তৈরি করে না। তবে তারা বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে এবং তাদের প্রযুক্তি সরবরাহ করে।

হুয়াওয়ের পেটেন্ট অনুযায়ী, তাদের ব্যাটারিতে সালফাইড ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে নাইট্রোজেন যুক্ত (ডোপিং) করা হয়। এতে লিথিয়াম ইন্টারফেসে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া হয়, তা কমে আসে। যদিও পুরো প্রযুক্তি সম্পর্কে প্রতিষ্ঠানটি এখনো বিস্তারিত কিছু জানায়নি।

তবে হুয়াওয়ের এই চমকপ্রদ দাবিকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা বেশ সন্দিহান। দক্ষিণ কোরিয়ার ডানকুক ইউনিভার্সিটির এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইয়াং মিন-হো বলেন, পরীক্ষাগারের পরিবেশে এ ধরনের ফলাফল সম্ভব হলেও বাস্তব জীবনের জটিলতা যেমন তাপ ব্যবস্থাপনা ও শক্তি ক্ষয়, এসব বিবেচনায় এই প্রযুক্তি প্রয়োগ করা অনেক বেশি কঠিন।

তিনি আরও বলেন, নাইট্রোজেন ডোপিং একটি পরিচিত কৌশল, যা পরীক্ষাগারে প্রমাণিত হলেও বড় পরিসরে উৎপাদন করাটা এখনো অসম্ভব প্রায়।

বর্তমানে ইভি শিল্পে সলিড স্টেট ব্যাটারি একটি বহুল আলোচিত বিষয়। চীন তাদের ইভি আধিপত্যকে কাজে লাগিয়ে নিয়মিত নানা উদ্ভাবনের কথা প্রচার করছে। যদিও প্রযুক্তিগতভাবে তারা অনেক দূর এগিয়েছে, তবে হুয়াওয়ের দাবি করা ১ হাজার ৮০০ মাইল রেঞ্জ বা পরিসর বাস্তবিকভাবে কার্যকর কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এত বড় পথ অতিক্রম করতে যে বিশাল ব্যাটারি প্যাক লাগবে, তা গাড়ির ওজন বাড়াবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতাও নষ্ট করবে।

বিশ্লেষকেরা বলছেন, হুয়াওয়ে যদি সত্যিই ৪০০-৫০০ ওয়াট পার কিলোগ্রাম শক্তি ঘনত্ব নিশ্চিত করতে পারে, তাহলে এত বড় ব্যাটারি না বানিয়ে ছোট ব্যাটারি প্যাকেই ভালো রেঞ্জ পাওয়া সম্ভব হবে।

এখানে ৪০০-৫০০ ওয়াট পার কিলোগ্রাম বলতে বোঝায় ১ কেজি ওজনের ব্যাটারি ৫০০ ওয়াট-আওয়ার শক্তি সংরক্ষণ করা সম্ভব।

বর্তমানে আধুনিক ইলেকট্রিক গাড়িগুলো একবার চার্জেই প্রায় ৬০০ মাইল পর্যন্ত চলতে পারে, যা দৈনন্দিন ব্যবহার তো বটেই, দীর্ঘ ভ্রমণের জন্যও যথেষ্ট। ফলে আগে যেটা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল, ‘মাঝপথে গাড়ির চার্জ ফুরিয়ে যাবে’, সেটি এখন অনেকটাই কেটে গেছে।

এর পাশাপাশি, পাবলিক চার্জিং স্টেশনগুলো এখন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে চার্জিং পয়েন্ট খুঁজে পাওয়াও সহজ হয়ে গেছে। আর দীর্ঘ ভ্রমণে এমনিতেই মাঝেমধ্যে থেমে বিশ্রাম নেওয়া দরকার হয়। এখন সেই সময়টা চালকেরা কাজে লাগাতে পারেন গাড়ি চার্জ দেওয়ার জন্য।

তথ্যসূত্র: টেকরেডার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত