প্রযুক্তি প্রতিবেদক
তরুণ প্রজন্মের মাঝে গেমস নিয়ে অনেক আগ্রহ রয়েছে। তবে গেমস যেন পড়াশুনার ক্ষতি না করে তা দেখতে হবে। আর গেমস যেন অসুস্থতার কারণ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে পরিমিতিবোধের দিকে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
অনেকেই জানতে চান গেমসের বিবর্তন টা কিভাবে হল? কিভাবে গেমের বাজার এই পর্যায়ে এসেছে? এখানে কয়েক ধরণের গেমস ও এর বিবর্তন তুলে ধরা হল।
কম্পিউটার গেমস
যেসব গেমস সাধারণত কম্পিউটারে খেলা হয় তাকে কম্পিউটার গেমস বলে। বর্তমানে ডেস্কটপ কম্পিউটারে গেমস খেলা বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। গেমসগুলো সাধারণত সফটওয়্যার হিসেবে থাকে। এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে অথবা কিনে খেলা যায়। এছাড়াও গেমসের বিভিন্ন সিডি বা ডিস্ক পাওয়া যায়। এছাড়া বিভিন্ন অনলাইন গেমসও রয়েছে।
আর্কেড গেমস
আর্কেড গেমস হচ্ছে মুদ্রা-চলিত বিনোদন-মূলক যন্ত্র। অধিকাংশই ভিডিও গেমস, পিনবল যন্ত্র ও যান্ত্রিক বৈদ্যুতিক গেম হিসেবে মার্কেটে দেখা যায়।
কনসোল গেমস
কনসোল গেমস হচ্ছে এমন গেমস যা কিছু বিশেষ ইলেক্ট্রনিক যন্ত্রে খেলা হয়। এসব যন্ত্রকে গেম কনসোল বলা হয়ে থাকে। কিছু উল্লেখযোগ্য গেম কনসোল হল- XBox,Nintendo,Wii, Playstation ইত্যাদি।
হ্যান্ডহেল্ড গেমস
হ্যান্ডহেল্ড গেমস এক হাতে বহনযোগ্য এক প্রকার ছোট যন্ত্রে খেলা হয়। এসব যন্ত্রকে হ্যান্ডহেল্ড ডিভাইস বলে। এ যন্ত্রে একটি স্ক্রিন, একটি স্পিকার ও কিছু বাটন থাকে। ১৯৭০ সালের দিকে এসব গেমসের উৎপত্তি। ২০০০ সাল পর্যন্ত এসব গেম অনেক জনপ্রিয় ছিল। মোবাইল গেমসের আবিষ্কারের পর এর জনপ্রিয়তা কমতে থাকে।
মোবাইল গেমস
যে সমস্ত গেমস মোবাইল ফোনে খেলা হয় তাকে মোবাইল গেম বলে। বিংশ শতাব্দীর শেষের দিকে এ ধরণের গেমসের উদ্ভব ঘটে। সর্বপ্রথম আবিষ্কৃত মোবাইল গেম ছিল Tetris। এটি ১৯৯৪ সালে প্রথম Hagenuk MT-2000 ফোনে আসে। এরপর Nokia 6610 ফোনে Snake গেমটি যুক্ত করে নোকিয়া। এটি পরবর্তীতে অনেক জনপ্রিয়তা লাভ করে। স্মার্টফোন আবিষ্কারের পর মোবাইল গেমের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। বর্তমানে এটি সবচেয়ে জনপ্রিয় গেমিং প্লাটফর্ম। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেমগুলো হল- Clash Of Clans, Clash Royale, PUBG MOBILE, FreeFire ও Among Us.
তরুণ প্রজন্মের মাঝে গেমস নিয়ে অনেক আগ্রহ রয়েছে। তবে গেমস যেন পড়াশুনার ক্ষতি না করে তা দেখতে হবে। আর গেমস যেন অসুস্থতার কারণ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে পরিমিতিবোধের দিকে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
অনেকেই জানতে চান গেমসের বিবর্তন টা কিভাবে হল? কিভাবে গেমের বাজার এই পর্যায়ে এসেছে? এখানে কয়েক ধরণের গেমস ও এর বিবর্তন তুলে ধরা হল।
কম্পিউটার গেমস
যেসব গেমস সাধারণত কম্পিউটারে খেলা হয় তাকে কম্পিউটার গেমস বলে। বর্তমানে ডেস্কটপ কম্পিউটারে গেমস খেলা বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। গেমসগুলো সাধারণত সফটওয়্যার হিসেবে থাকে। এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে অথবা কিনে খেলা যায়। এছাড়াও গেমসের বিভিন্ন সিডি বা ডিস্ক পাওয়া যায়। এছাড়া বিভিন্ন অনলাইন গেমসও রয়েছে।
আর্কেড গেমস
আর্কেড গেমস হচ্ছে মুদ্রা-চলিত বিনোদন-মূলক যন্ত্র। অধিকাংশই ভিডিও গেমস, পিনবল যন্ত্র ও যান্ত্রিক বৈদ্যুতিক গেম হিসেবে মার্কেটে দেখা যায়।
কনসোল গেমস
কনসোল গেমস হচ্ছে এমন গেমস যা কিছু বিশেষ ইলেক্ট্রনিক যন্ত্রে খেলা হয়। এসব যন্ত্রকে গেম কনসোল বলা হয়ে থাকে। কিছু উল্লেখযোগ্য গেম কনসোল হল- XBox,Nintendo,Wii, Playstation ইত্যাদি।
হ্যান্ডহেল্ড গেমস
হ্যান্ডহেল্ড গেমস এক হাতে বহনযোগ্য এক প্রকার ছোট যন্ত্রে খেলা হয়। এসব যন্ত্রকে হ্যান্ডহেল্ড ডিভাইস বলে। এ যন্ত্রে একটি স্ক্রিন, একটি স্পিকার ও কিছু বাটন থাকে। ১৯৭০ সালের দিকে এসব গেমসের উৎপত্তি। ২০০০ সাল পর্যন্ত এসব গেম অনেক জনপ্রিয় ছিল। মোবাইল গেমসের আবিষ্কারের পর এর জনপ্রিয়তা কমতে থাকে।
মোবাইল গেমস
যে সমস্ত গেমস মোবাইল ফোনে খেলা হয় তাকে মোবাইল গেম বলে। বিংশ শতাব্দীর শেষের দিকে এ ধরণের গেমসের উদ্ভব ঘটে। সর্বপ্রথম আবিষ্কৃত মোবাইল গেম ছিল Tetris। এটি ১৯৯৪ সালে প্রথম Hagenuk MT-2000 ফোনে আসে। এরপর Nokia 6610 ফোনে Snake গেমটি যুক্ত করে নোকিয়া। এটি পরবর্তীতে অনেক জনপ্রিয়তা লাভ করে। স্মার্টফোন আবিষ্কারের পর মোবাইল গেমের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। বর্তমানে এটি সবচেয়ে জনপ্রিয় গেমিং প্লাটফর্ম। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেমগুলো হল- Clash Of Clans, Clash Royale, PUBG MOBILE, FreeFire ও Among Us.
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২০ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে