অ্যাপলের মতো অতটা নিখুঁত নয় গুগল ও মাইক্রোসফটের ইকোসিস্টেম। কয়েক সেকেন্ডের মধ্যে আইফোন ও ম্যাকে ফাইল বিনিময় করা যায়। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজের ডিভাইসের মধ্য ফাইল শেয়ারের পদ্ধতিটি সহজ নয়। তাই এ দুই ডিভাইসের মধ্যে ফাইল আদান-প্রদানের জন্য ‘নেয়ারবাই শেয়ার’ ফিচারটিকে আরও উন্নত করছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার, উইন্ডোজ ফোন লিংক ও (১.২৪০৩২. ১৫৬.০ সংস্করণ) লিংকস টু উইন্ডোজ (১.২৪০৩২. ৫১৮.০ সংস্করণ)-এর সাহায্যে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ডিভাইসগুলোর মধ্যে ফাইল বিনিময় আরও সহজ হচ্ছে। নতুন আপডেটের পর এই সুবিধা পাওয়া যাবে। ফোন লিংক অ্যাপের মাধ্যমে উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট এখন মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার মেনুতে দেখা যাবে।
উইন্ডোজ কম্পিউটার ও স্মার্টফোন লিংক করা থাকলে সহজেই দুই ডিভাইসের মধ্যে ফাইল বিনিময় করা সম্ভব। এ জন্য কম্পিউটারের ফাইলে রাইট ক্লিক করতে হবে। এরপর মেনু থেকে শেয়ার অপশনে ক্লিক করে স্মার্টফোনটি নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়া শুরু হলে ফোনে একটি নোটিফিকেশন দেখানো হবে। সেই নোটিফিকেশনে ট্যাপ করে ফাইল গ্রহণ করতে হবে।
ফাইলটি ফোনে চলে এলে কম্পিউটারে একটি নোটিফিকেশন দেখা যাবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে ফাইলটি পাওয়া যাবে। ফিচারটি উইন্ডোজ ১০ (২০১৯ সালের মে মাসের আপডেট বা তার পরবর্তী সংস্করণ) এবং উইন্ডোজ ১১-এ কাজ করে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ কম্পিউটারে ফাইল পাঠাতে ফোনে ফাইলটি খুলে শেয়ার অপশনটি নির্বাচন করুন। তারপর ‘Link to Windows–Send to PC’ অপশনে ট্যাপ করুন। এখন ডিভাইসগুলোর তালিকা থেকে আপনার কম্পিউটার নির্বাচন করুন। প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এসব ফাইল কম্পিউটারের ডাউনলোড ফাইলে থাকবে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ ল্যাপটপ বা পিসিতে সব ধরনের ফাইল স্থানান্তর কিছুটা কঠিন ছিল। নতুন আপডেটটি এই সমস্যা দূর করে ব্যবহারকারীদের সময় বাঁচাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
অ্যাপলের মতো অতটা নিখুঁত নয় গুগল ও মাইক্রোসফটের ইকোসিস্টেম। কয়েক সেকেন্ডের মধ্যে আইফোন ও ম্যাকে ফাইল বিনিময় করা যায়। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও উইন্ডোজের ডিভাইসের মধ্য ফাইল শেয়ারের পদ্ধতিটি সহজ নয়। তাই এ দুই ডিভাইসের মধ্যে ফাইল আদান-প্রদানের জন্য ‘নেয়ারবাই শেয়ার’ ফিচারটিকে আরও উন্নত করছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার, উইন্ডোজ ফোন লিংক ও (১.২৪০৩২. ১৫৬.০ সংস্করণ) লিংকস টু উইন্ডোজ (১.২৪০৩২. ৫১৮.০ সংস্করণ)-এর সাহায্যে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ডিভাইসগুলোর মধ্যে ফাইল বিনিময় আরও সহজ হচ্ছে। নতুন আপডেটের পর এই সুবিধা পাওয়া যাবে। ফোন লিংক অ্যাপের মাধ্যমে উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট এখন মাইক্রোসফটের নেয়ারবাই শেয়ার মেনুতে দেখা যাবে।
উইন্ডোজ কম্পিউটার ও স্মার্টফোন লিংক করা থাকলে সহজেই দুই ডিভাইসের মধ্যে ফাইল বিনিময় করা সম্ভব। এ জন্য কম্পিউটারের ফাইলে রাইট ক্লিক করতে হবে। এরপর মেনু থেকে শেয়ার অপশনে ক্লিক করে স্মার্টফোনটি নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়া শুরু হলে ফোনে একটি নোটিফিকেশন দেখানো হবে। সেই নোটিফিকেশনে ট্যাপ করে ফাইল গ্রহণ করতে হবে।
ফাইলটি ফোনে চলে এলে কম্পিউটারে একটি নোটিফিকেশন দেখা যাবে। ফোনের ডাউনলোড ফোল্ডারে ফাইলটি পাওয়া যাবে। ফিচারটি উইন্ডোজ ১০ (২০১৯ সালের মে মাসের আপডেট বা তার পরবর্তী সংস্করণ) এবং উইন্ডোজ ১১-এ কাজ করে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ কম্পিউটারে ফাইল পাঠাতে ফোনে ফাইলটি খুলে শেয়ার অপশনটি নির্বাচন করুন। তারপর ‘Link to Windows–Send to PC’ অপশনে ট্যাপ করুন। এখন ডিভাইসগুলোর তালিকা থেকে আপনার কম্পিউটার নির্বাচন করুন। প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এসব ফাইল কম্পিউটারের ডাউনলোড ফাইলে থাকবে।
স্মার্টফোন থেকে উইন্ডোজ ল্যাপটপ বা পিসিতে সব ধরনের ফাইল স্থানান্তর কিছুটা কঠিন ছিল। নতুন আপডেটটি এই সমস্যা দূর করে ব্যবহারকারীদের সময় বাঁচাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২০ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে