আবির আহসান রুদ্র, ঢাকা
দোরগোড়ায় ঈদ। এই ঈদে নিজের কিংবা প্রিয়জনের জন্য সেরা উপহার হতে পারে স্মার্টফোন। বাজারে বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ফোনগুলো যেমন ক্যামেরায় এগিয়ে, তেমনি বিভিন্ন গেম খেলার জন্যও কম যায় না।
রিয়েলমি সি৩৩
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি মূলত ৪জি ফোন। রিয়েলমি সি৩৩-এ আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরি। অক্টাকোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে রিয়েলমির সি সিরিজের এই ফোনে।
শাওমি রেডমি ১০-এ
দাম ১২ হাজার ৯৯৯ টাকা
১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইল ফোনটির র্যাম ৪ জিবি। আছে ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। ৬ দশমিক ৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন শাওমির রেডমি ১০-এ। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম।
ওয়ালটন প্রিমো এনএক্স৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরির এই স্মার্ট ফোনে রয়েছে তিনটি এআই ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের স্মার্টফোন প্রিমো এনএক্স৬। এতে আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। অর্থাৎ গেম খেলার জন্য বাজেটের মধ্যে সেরা ফোন এটি। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের এলআই—পলিমারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা।
স্যামসাং গ্যালাক্সি এ১২
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
এতে আছে ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের দ্রুতগতির চার্জিংয়ের ব্যবস্থা আছে ফোনটিতে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২-তে আছে ৬ দশমিক ৫ ইঞ্চির পিএলএস আইপিএস ডিসপ্লে। আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। গ্যালাক্সি এ১২ আছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
ভিভো ওয়াই ১৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল ফোন মেমোরি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি—প্রো ব্যাটারির সঙ্গে আরও আছে ১০ ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের এ মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
অপো এ১৭
দাম ১৫ হাজার ৯৯০ টাকা
অপোর স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা জন্য বিখ্যাত। অপো এ১৭-এর ব্যতিক্রম নয়। ফোনটির মূল ডুয়েল ক্যামেরা ৫০ ও ২ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের পাশাপাশি রয়েছে কালার ওএস ১২ দশমিক ১। র্যাম ৬৪ জিবি, ইন্টারনাল ফোন মেমোরি ৬৪ জিবি। এ ছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারি।
দোরগোড়ায় ঈদ। এই ঈদে নিজের কিংবা প্রিয়জনের জন্য সেরা উপহার হতে পারে স্মার্টফোন। বাজারে বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ফোনগুলো যেমন ক্যামেরায় এগিয়ে, তেমনি বিভিন্ন গেম খেলার জন্যও কম যায় না।
রিয়েলমি সি৩৩
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি মূলত ৪জি ফোন। রিয়েলমি সি৩৩-এ আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরি। অক্টাকোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে রিয়েলমির সি সিরিজের এই ফোনে।
শাওমি রেডমি ১০-এ
দাম ১২ হাজার ৯৯৯ টাকা
১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইল ফোনটির র্যাম ৪ জিবি। আছে ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। ৬ দশমিক ৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন শাওমির রেডমি ১০-এ। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম।
ওয়ালটন প্রিমো এনএক্স৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরির এই স্মার্ট ফোনে রয়েছে তিনটি এআই ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের স্মার্টফোন প্রিমো এনএক্স৬। এতে আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। অর্থাৎ গেম খেলার জন্য বাজেটের মধ্যে সেরা ফোন এটি। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের এলআই—পলিমারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা।
স্যামসাং গ্যালাক্সি এ১২
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
এতে আছে ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের দ্রুতগতির চার্জিংয়ের ব্যবস্থা আছে ফোনটিতে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২-তে আছে ৬ দশমিক ৫ ইঞ্চির পিএলএস আইপিএস ডিসপ্লে। আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। গ্যালাক্সি এ১২ আছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
ভিভো ওয়াই ১৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল ফোন মেমোরি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি—প্রো ব্যাটারির সঙ্গে আরও আছে ১০ ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের এ মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
অপো এ১৭
দাম ১৫ হাজার ৯৯০ টাকা
অপোর স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা জন্য বিখ্যাত। অপো এ১৭-এর ব্যতিক্রম নয়। ফোনটির মূল ডুয়েল ক্যামেরা ৫০ ও ২ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের পাশাপাশি রয়েছে কালার ওএস ১২ দশমিক ১। র্যাম ৬৪ জিবি, ইন্টারনাল ফোন মেমোরি ৬৪ জিবি। এ ছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারি।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে