সাধারণত হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে হলে নির্দিষ্ট ব্যক্তির নম্বর আপনার ফোনে সেভ থাকতে হয়। হোয়াটসঅ্যাপের কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিকেই আপনি মেসেজ করতে পারেন। তবে সহজ কিছু পদ্ধতির মাধ্যমে নম্বর সেভ না করেই অন্যদের মেসেজ পাঠানো যায়।
এই ধরনের পাঁচটি পদ্ধতির কথা তুলে ধরা হলো—
পদ্ধতি ১: হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মেসেজ পাঠান
১. যে নম্বরে মেসেজ পাঠাতে চান তা কপি করুন।
২. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করুন।
৩. ‘নিউ চ্যাট’ বাটনে ট্যাপ করুন ও এরপর হোয়াটসঅ্যাপ কন্টাক্টের নিচে নিজের নম্বর খুঁজে বের করুন। এটি প্রথম দিকেই থাকে।
৪. নিজের নম্বরে ট্যাপ করুন ও নিজের মেসেজ থ্রেড চালু হলে টেক্সট বক্সে গিয়ে কপি করা নম্বরটি পেস্ট করুন।
৫. এরপর সেন্ড অপশনে ট্যাপ করুন। সেন্ড করার পর নম্বরটি নীল রঙের হয়ে যাবে।
৬. নম্বরটির ওপরে ট্যাপ করুন। এই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা থাকলে চ্যাট করার অপশন দেখা যাবে।
৭. ম্যাসেজিং শুরু করার জন্য চ্যাট অপশনে ট্যাপ করুন।
পদ্ধতি ২: ব্রাউজারের লিংক চালু করুন
১. নিজের স্মার্টফোনে যেকোনো ব্রাউজার খুলে সেখানে https://api.whatsapp.com/send?phone= XXXXXXXXXX টাইপ করতে হবে।
২. এখানে এর জায়গায় ফোন নম্বর দিতে হবে। তবে ফোন নম্বরের সঙ্গে দেশের কোড নম্বর দিতে হবে। যেমন: বাংলাদেশি নম্বরের + 880 সহ পরের নম্বরগুলো দিতে হবে।
৩. ‘এন্টার’ বাটন ও কনটিনিউ টু চ্যাট অপশনে ট্যাপ করুন।
৪. এই অপশনে ট্যাপ করলেই সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে যাবে। ওই নম্বরের একটি চ্যাট উইন্ডো দেখা যাবে, যেখানে অনায়াসেই মেসেজ পাঠানো যাবে।
পদ্ধতি ৩: ট্রুকলার অ্যাপ ব্যবহার করে
১. নিজের ডিভাইসে ট্রুকলার অ্যাপ চালু করুন।
২. যে নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করতে চান সেই নম্বরটি সার্চ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করুন ও হোয়াটসঅ্যাপ আইকোনে ট্যাপ করুন।
৪. হোয়াটসঅ্যাপ চ্যাটের উইন্ডো চালু হবে। ফলে নম্বর সেভ না করেই ওই নম্বরে মেসেজ পাঠানো যাবে।
পদ্ধতি ৪: গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে
১. নিজের ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করুন।
২. গুগল অ্যাসিস্ট্যান্টকে ইংরেজি বলুন ‘সেন্ড এ হোয়াটসঅ্যাপ টু’–এরপর দেশের কোড নম্বর সহ হোয়াটসঅ্যাপ নম্বরটি বলতে হবে।
৩. এরপর কী মেসেজ পাঠাতে চান তার বিস্তারিত বলুন।
৪. গুগল অ্যাসিস্ট্যান্ট মেসেজটি পাঠিয়ে দেবে।
পদ্ধতি ৫: হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে
যাকে মেসেজ পাঠাতে চান, সে যদি আপনার সঙ্গে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে তাহলে এই পদ্ধতি কাজ করবে।
১. কাঙ্ক্ষিত নম্বরটি খুঁজে পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার তালিকা দেখুন।
২. এরপর নম্বরটি ট্যাপ করুন। ফলে একটি পপ আপ উইন্ডো খুলবে।
৩. এই উইন্ডো থেকে মেসেজ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: এইচটি টেক
সাধারণত হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে হলে নির্দিষ্ট ব্যক্তির নম্বর আপনার ফোনে সেভ থাকতে হয়। হোয়াটসঅ্যাপের কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিকেই আপনি মেসেজ করতে পারেন। তবে সহজ কিছু পদ্ধতির মাধ্যমে নম্বর সেভ না করেই অন্যদের মেসেজ পাঠানো যায়।
এই ধরনের পাঁচটি পদ্ধতির কথা তুলে ধরা হলো—
পদ্ধতি ১: হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মেসেজ পাঠান
১. যে নম্বরে মেসেজ পাঠাতে চান তা কপি করুন।
২. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করুন।
৩. ‘নিউ চ্যাট’ বাটনে ট্যাপ করুন ও এরপর হোয়াটসঅ্যাপ কন্টাক্টের নিচে নিজের নম্বর খুঁজে বের করুন। এটি প্রথম দিকেই থাকে।
৪. নিজের নম্বরে ট্যাপ করুন ও নিজের মেসেজ থ্রেড চালু হলে টেক্সট বক্সে গিয়ে কপি করা নম্বরটি পেস্ট করুন।
৫. এরপর সেন্ড অপশনে ট্যাপ করুন। সেন্ড করার পর নম্বরটি নীল রঙের হয়ে যাবে।
৬. নম্বরটির ওপরে ট্যাপ করুন। এই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা থাকলে চ্যাট করার অপশন দেখা যাবে।
৭. ম্যাসেজিং শুরু করার জন্য চ্যাট অপশনে ট্যাপ করুন।
পদ্ধতি ২: ব্রাউজারের লিংক চালু করুন
১. নিজের স্মার্টফোনে যেকোনো ব্রাউজার খুলে সেখানে https://api.whatsapp.com/send?phone= XXXXXXXXXX টাইপ করতে হবে।
২. এখানে এর জায়গায় ফোন নম্বর দিতে হবে। তবে ফোন নম্বরের সঙ্গে দেশের কোড নম্বর দিতে হবে। যেমন: বাংলাদেশি নম্বরের + 880 সহ পরের নম্বরগুলো দিতে হবে।
৩. ‘এন্টার’ বাটন ও কনটিনিউ টু চ্যাট অপশনে ট্যাপ করুন।
৪. এই অপশনে ট্যাপ করলেই সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে যাবে। ওই নম্বরের একটি চ্যাট উইন্ডো দেখা যাবে, যেখানে অনায়াসেই মেসেজ পাঠানো যাবে।
পদ্ধতি ৩: ট্রুকলার অ্যাপ ব্যবহার করে
১. নিজের ডিভাইসে ট্রুকলার অ্যাপ চালু করুন।
২. যে নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করতে চান সেই নম্বরটি সার্চ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করুন ও হোয়াটসঅ্যাপ আইকোনে ট্যাপ করুন।
৪. হোয়াটসঅ্যাপ চ্যাটের উইন্ডো চালু হবে। ফলে নম্বর সেভ না করেই ওই নম্বরে মেসেজ পাঠানো যাবে।
পদ্ধতি ৪: গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে
১. নিজের ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করুন।
২. গুগল অ্যাসিস্ট্যান্টকে ইংরেজি বলুন ‘সেন্ড এ হোয়াটসঅ্যাপ টু’–এরপর দেশের কোড নম্বর সহ হোয়াটসঅ্যাপ নম্বরটি বলতে হবে।
৩. এরপর কী মেসেজ পাঠাতে চান তার বিস্তারিত বলুন।
৪. গুগল অ্যাসিস্ট্যান্ট মেসেজটি পাঠিয়ে দেবে।
পদ্ধতি ৫: হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে
যাকে মেসেজ পাঠাতে চান, সে যদি আপনার সঙ্গে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে তাহলে এই পদ্ধতি কাজ করবে।
১. কাঙ্ক্ষিত নম্বরটি খুঁজে পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার তালিকা দেখুন।
২. এরপর নম্বরটি ট্যাপ করুন। ফলে একটি পপ আপ উইন্ডো খুলবে।
৩. এই উইন্ডো থেকে মেসেজ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: এইচটি টেক
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে