Ajker Patrika

নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন যেভাবে 

আপডেট : ২৬ মে ২০২৪, ১১: ০২
নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন যেভাবে 

সাধারণত হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে হলে নির্দিষ্ট ব্যক্তির নম্বর আপনার ফোনে সেভ থাকতে হয়। হোয়াটসঅ্যাপের কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিকেই আপনি মেসেজ করতে পারেন। তবে সহজ কিছু পদ্ধতির মাধ্যমে নম্বর সেভ না করেই অন্যদের মেসেজ পাঠানো যায়। 

এই ধরনের পাঁচটি পদ্ধতির কথা তুলে ধরা হলো—

পদ্ধতি ১: হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মেসেজ পাঠান 
১. যে নম্বরে মেসেজ পাঠাতে চান তা কপি করুন। 
২. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করুন। 
৩. ‘নিউ চ্যাট’ বাটনে ট্যাপ করুন ও এরপর হোয়াটসঅ্যাপ কন্টাক্টের নিচে নিজের নম্বর খুঁজে বের করুন। এটি প্রথম দিকেই থাকে। 
৪. নিজের নম্বরে ট্যাপ করুন ও নিজের মেসেজ থ্রেড চালু হলে টেক্সট বক্সে গিয়ে কপি করা নম্বরটি পেস্ট করুন। 
৫. এরপর সেন্ড অপশনে ট্যাপ করুন। সেন্ড করার পর নম্বরটি নীল রঙের হয়ে যাবে। 
৬. নম্বরটির ওপরে ট্যাপ করুন। এই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা থাকলে চ্যাট করার অপশন দেখা যাবে। 
৭. ম্যাসেজিং শুরু করার জন্য চ্যাট অপশনে ট্যাপ করুন। 

পদ্ধতি ২: ব্রাউজারের লিংক চালু করুন 
১. নিজের স্মার্টফোনে যেকোনো ব্রাউজার খুলে সেখানে https://api.whatsapp.com/send?phone= XXXXXXXXXX টাইপ করতে হবে। 
২. এখানে এর জায়গায় ফোন নম্বর দিতে হবে। তবে ফোন নম্বরের সঙ্গে দেশের কোড নম্বর দিতে হবে। যেমন: বাংলাদেশি নম্বরের ‍+ 880 সহ পরের নম্বরগুলো দিতে হবে। 
৩. ‘এন্টার’ বাটন ও কনটিনিউ টু চ্যাট অপশনে ট্যাপ করুন। 
৪. এই অপশনে ট্যাপ করলেই সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে যাবে। ওই নম্বরের একটি চ্যাট উইন্ডো দেখা যাবে, যেখানে অনায়াসেই মেসেজ পাঠানো যাবে। 

পদ্ধতি ৩: ট্রুকলার অ্যাপ ব্যবহার করে 
১. নিজের ডিভাইসে ট্রুকলার অ্যাপ চালু করুন। 
২. যে নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করতে চান সেই নম্বরটি সার্চ করুন। 
৩. নিচের দিকে স্ক্রল করুন ও হোয়াটসঅ্যাপ আইকোনে ট্যাপ করুন। 
৪. হোয়াটসঅ্যাপ চ্যাটের উইন্ডো চালু হবে। ফলে নম্বর সেভ না করেই ওই নম্বরে মেসেজ পাঠানো যাবে। 
পদ্ধতি ৪: গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে
 ১. নিজের ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করুন। 
২. গুগল অ্যাসিস্ট্যান্টকে ইংরেজি বলুন ‘সেন্ড এ হোয়াটসঅ্যাপ টু’–এরপর দেশের কোড নম্বর সহ হোয়াটসঅ্যাপ নম্বরটি বলতে হবে। 
৩. এরপর কী মেসেজ পাঠাতে চান তার বিস্তারিত বলুন। 
৪. গুগল অ্যাসিস্ট্যান্ট মেসেজটি পাঠিয়ে দেবে। 

পদ্ধতি ৫: হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে 
যাকে মেসেজ পাঠাতে চান, সে যদি আপনার সঙ্গে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে তাহলে এই পদ্ধতি কাজ করবে। 
১. কাঙ্ক্ষিত নম্বরটি খুঁজে পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার তালিকা দেখুন। 
২. এরপর নম্বরটি ট্যাপ করুন। ফলে একটি পপ আপ উইন্ডো খুলবে। 
৩. এই উইন্ডো থেকে মেসেজ অপশনে ট্যাপ করুন। 

তথ্যসূত্র: এইচটি টেক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত