Ajker Patrika

টেক্সট থেকে গান বানিয়ে দেবে গুগলের নতুন এআই টুল 

প্রযুক্তি ডেস্ক
টেক্সট থেকে গান বানিয়ে দেবে গুগলের নতুন এআই টুল 

টেক্সট থেকে গান বানিয়ে দেবে গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ‘মিউজিকএলএম’। এটি যেকোনো ঘরানার গান তৈরি করতে সক্ষম। ব্যবহারকারীকে শুধু লিখে দিতে হবে কোন ধরনের গান তিনি চাইছেন। মিউজিকএলএমের ডাটাবেইসে ২ লাখ ৮০ ঘণ্টার গান রয়েছে। এগুলোর মাধ্যমে প্রশিক্ষণ নিয়েই গান তৈরি করবে মিউজিকএলএম। পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর এবার সবার জন্য টুলটি উন্মুক্ত করেছে গুগল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ওয়েবের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে এআই টুলটি। সব ধাঁচের গান বানানোর পাশাপাশি বাদ্যযন্ত্রের শব্দ জুড়ে দেওয়ার কাজটিও করতে সক্ষম এআই টুলটি। 

এর আগে, মিউজিকএলএম সর্বসাধারণের জন্য দ্রুত উন্মুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিল গুগল কর্তৃপক্ষ। কারণ, এই এআই প্রশিক্ষণে ব্যবহৃত গানগুলোর অন্তত ১ শতাংশ গান নকল করে শোনাচ্ছিল মিউজিকএলএম। ফলে কপিরাইট বিষয়ক জটিলতা এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছিল গুগল।

এটিই প্রথম এআই মিউজিক জেনারেটর নয়। এর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গান তৈরির প্রকল্প হাতে নিয়েছিল গুগল। তবে কারিগরি ত্রুটি ও প্রশিক্ষণের জন্য ডেটা সীমাবদ্ধ থাকায় আলোর মুখ দেখেনি প্রকল্পটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত