আজকের পত্রিকা ডেস্ক
গুগল ও চিলি সরকার একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছে, যার আওতায় দক্ষিণ আমেরিকা, এশিয়া ও ওশেনিয়া মহাদেশকে যুক্ত করতে একটি সাবমেরিন ফাইবার অপটিক কেব্ল স্থাপন করা হবে। ২০২৭ সালের মধ্যে ‘হুম্বোল্ড কেব্ল’ নামের এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেব্লটি চিলির উপকূলীয় শহর ভালপারাইসো থেকে অস্ট্রেলিয়ার সিডনি পর্যন্ত বিস্তৃত হবে। সেই সঙ্গে এটি ফরাসি পলিনেশিয়া অতিক্রম করবে। প্রস্তাবিত এই কেব্লের দৈর্ঘ্য হবে প্রায় ১৪ হাজার ৮০০ কিলোমিটার (৯ হাজার ২০০ মাইল)।
২০১৬ সালে প্রথমবার প্রকল্পটির পরিকল্পনা করা হয় এবং এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক গবেষণা শুরু হয় ২০১৮ সালে। চিলির পরিবহনমন্ত্রী হুয়ান কার্লোস মুনিওস এক বিবৃতিতে বলেন, ‘এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রথম সাবমেরিন কেব্ল। তাই এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।’
চিলি বর্তমানে যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকার অন্য দেশগুলোর সঙ্গে একটি বিদ্যমান সাবমেরিন কেব্লের মাধ্যমে সংযুক্ত। তবে অন্য মহাদেশের সঙ্গে সংযোগ স্থাপনে বিদ্যমান কেব্লগুলোকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়।
চিলিতে গুগলের অন্যতম বৃহৎ ডেটা সেন্টার অবস্থিত। চুক্তির মাধ্যমে দেশটি ডিজিটাল হাবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এতে চিলি ও অস্ট্রেলিয়ার প্রযুক্তি, খনি এবং ব্যাংকিং খাতে কয়েক কোটি ডলার বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের লাতিন আমেরিকার টেলিকমিউনিকেশন অবকাঠামোর পরিচালক ক্রিস্টিয়ান রামোস বলেন, ‘এই কেব্ল শুধু গুগলের জন্য নয়, বরং চিলিতে কার্যরত অন্যান্য প্রযুক্তি কোম্পানিও এটি ব্যবহার করতে পারবে।’
যদিও গুগল প্রকল্পে তাদের মোট বিনিয়োগের পরিমাণ জানায়নি, তবে স্থানীয় অংশীদার ও রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো কোম্পানি ‘ডেসারোলো পাঈস’-এর ব্যবস্থাপক পাত্রিসিও রে জানিয়েছেন, এই কেব্লের মোট দাম প্রায় ৩০ থেকে ৫৫ কোটি মার্কিন ডলার হতে পারে। এর মধ্যে চিলি সরকার ২ কোটি ৫০ লাখ ডলার দেবে।
এই ‘হুম্বোল্ড কেব্ল’ চিলিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য একটি ডেটা গেটওয়েতে পরিণত করবে। বিশেষ করে চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে। চীন বর্তমানে চিলির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।
ক্লাউড কম্পিউটিং সেবার চাহিদা বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সাবমেরিন কেব্লের গুরুত্ব বহুগুণ বেড়েছে।
এই প্রকল্পের পরবর্তী ধাপগুলো হলো কেব্ল স্থাপন, টেলিযোগাযোগ অপারেটর নির্বাচন ও চুক্তিবদ্ধকরণ এবং চিলিতে ল্যান্ডিং স্টেশন নির্মাণ।
তবে, এই প্রকল্প ভূরাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, চীন ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান বৈরিতার মাঝে চিলির এই অবস্থান ভবিষ্যতে কিছুটা উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সাবমেরিন কেব্ল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিরোধের স্পর্শকাতর ইস্যু হয়ে আছে।
তথ্যসূত্র: রয়টার্স ও এপি নিউজ
গুগল ও চিলি সরকার একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছে, যার আওতায় দক্ষিণ আমেরিকা, এশিয়া ও ওশেনিয়া মহাদেশকে যুক্ত করতে একটি সাবমেরিন ফাইবার অপটিক কেব্ল স্থাপন করা হবে। ২০২৭ সালের মধ্যে ‘হুম্বোল্ড কেব্ল’ নামের এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেব্লটি চিলির উপকূলীয় শহর ভালপারাইসো থেকে অস্ট্রেলিয়ার সিডনি পর্যন্ত বিস্তৃত হবে। সেই সঙ্গে এটি ফরাসি পলিনেশিয়া অতিক্রম করবে। প্রস্তাবিত এই কেব্লের দৈর্ঘ্য হবে প্রায় ১৪ হাজার ৮০০ কিলোমিটার (৯ হাজার ২০০ মাইল)।
২০১৬ সালে প্রথমবার প্রকল্পটির পরিকল্পনা করা হয় এবং এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক গবেষণা শুরু হয় ২০১৮ সালে। চিলির পরিবহনমন্ত্রী হুয়ান কার্লোস মুনিওস এক বিবৃতিতে বলেন, ‘এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রথম সাবমেরিন কেব্ল। তাই এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।’
চিলি বর্তমানে যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকার অন্য দেশগুলোর সঙ্গে একটি বিদ্যমান সাবমেরিন কেব্লের মাধ্যমে সংযুক্ত। তবে অন্য মহাদেশের সঙ্গে সংযোগ স্থাপনে বিদ্যমান কেব্লগুলোকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়।
চিলিতে গুগলের অন্যতম বৃহৎ ডেটা সেন্টার অবস্থিত। চুক্তির মাধ্যমে দেশটি ডিজিটাল হাবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এতে চিলি ও অস্ট্রেলিয়ার প্রযুক্তি, খনি এবং ব্যাংকিং খাতে কয়েক কোটি ডলার বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের লাতিন আমেরিকার টেলিকমিউনিকেশন অবকাঠামোর পরিচালক ক্রিস্টিয়ান রামোস বলেন, ‘এই কেব্ল শুধু গুগলের জন্য নয়, বরং চিলিতে কার্যরত অন্যান্য প্রযুক্তি কোম্পানিও এটি ব্যবহার করতে পারবে।’
যদিও গুগল প্রকল্পে তাদের মোট বিনিয়োগের পরিমাণ জানায়নি, তবে স্থানীয় অংশীদার ও রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো কোম্পানি ‘ডেসারোলো পাঈস’-এর ব্যবস্থাপক পাত্রিসিও রে জানিয়েছেন, এই কেব্লের মোট দাম প্রায় ৩০ থেকে ৫৫ কোটি মার্কিন ডলার হতে পারে। এর মধ্যে চিলি সরকার ২ কোটি ৫০ লাখ ডলার দেবে।
এই ‘হুম্বোল্ড কেব্ল’ চিলিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য একটি ডেটা গেটওয়েতে পরিণত করবে। বিশেষ করে চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে। চীন বর্তমানে চিলির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।
ক্লাউড কম্পিউটিং সেবার চাহিদা বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সাবমেরিন কেব্লের গুরুত্ব বহুগুণ বেড়েছে।
এই প্রকল্পের পরবর্তী ধাপগুলো হলো কেব্ল স্থাপন, টেলিযোগাযোগ অপারেটর নির্বাচন ও চুক্তিবদ্ধকরণ এবং চিলিতে ল্যান্ডিং স্টেশন নির্মাণ।
তবে, এই প্রকল্প ভূরাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, চীন ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান বৈরিতার মাঝে চিলির এই অবস্থান ভবিষ্যতে কিছুটা উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সাবমেরিন কেব্ল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিরোধের স্পর্শকাতর ইস্যু হয়ে আছে।
তথ্যসূত্র: রয়টার্স ও এপি নিউজ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১৭ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২ দিন আগে