প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১–এর ২৪ এইচ ২ সংস্করণের ত্রুটি ধরা পড়েছে। এই সংস্করণের ব্যবহারকারীরা হার্ডডিস্কে অতিরিক্ত ৮ গিগাবাইটের বেশি মেমোরিজুড়ে থাকা ডেটা মুছে ফেলতে পারছেন না। ফিচার আপডেট ইনস্টল করার পরই এই সমস্যা দেখা দিচ্ছে। এতখানি মেমোরিতে কোন ডেটা রয়েছে সেটিও দেখা যাচ্ছে না।
গত বছরের ১৫ অক্টোবরে অবমুক্ত করার পর নতুন করে কোনো সমস্যা দেখা যায়নি। তবে এখন অনেক ব্যবহারকারী ৮ দশমিক ৬৩ জিবি ডিস্ক স্পেস ‘উইন্ডোজ আপডেট ক্লিনআপ’ ফাইলের নামে দখল করে থাকলেও সেই ডেটা মুছে ফেলা যাচ্ছে না।
উইন্ডোজ আপডেট হওয়ার পর ফাইলের অবশিষ্টাংশ থাকা অস্বাভাবিক নয়। মাইক্রোসফটের মতে, উইন্ডোজ ইনস্টল করা আপডেটের কপি রেখে দেয়। এমনকি নতুন সংস্করণের আপডেট ইনস্টল করার পরও এগুলো থেকে যায়। পুরোনো সংস্করণগুলো যেন প্রয়োজনের সময় পুনরুদ্ধার করা যায়, সেই সুবিধা রাখতেই এটি করা হয়।
উইন্ডোজ সেটিংস অ্যাপ্লিকেশন বা পুরোনো দিনের ডিস্ক ক্লিনআপ টুল ব্যবহার করে স্টোরেজ থেকে এই অস্থায়ী ফাইলগুলো মুছে ফেলা যেতে পারে।
কিন্তু এই ৮ দশমিক ৬৩ জিবি ডেটা কোনোভাবেই মুছে ফেলা যাচ্ছে না। মাইক্রোসফটের ফিডব্যাক হাবে অনেক ব্যবহারকারী এই অভিযোগ করেছেন।
মাইক্রোসফটের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত জুলাইয়ে মাইক্রোসফট বলেছিল, তারা উইন্ডোজ ১১ ২৪ এইচ ২ এবং উইন্ডোজ সার্ভার ২০২৫–এ চেকপয়েন্ট কিউমুলেটিভ আপডেট দেবে। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো আপডেট ফাইলের আকার কমানো।
সমস্যা হলো, উইন্ডোজ ১১–এ পুরোনো আপডেট হিসেবে তালিকাভুক্ত ফাইলগুলো ব্যবহারকারী মুছে ফেলতে পারেন। এমনকি কোনো ক্লিন-আপ টুল মুছতে না পারলেও পুরোনো ফাইল ম্যানুয়ালি মুছে ফেলা সম্ভব।
এ ছাড়া উইন্ডোজ ইনস্টলেশনের জন্য স্টোরেজের ন্যূনতম প্রয়োজনীয়তার আকার নিকট ভবিষ্যতে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ফলে হঠাৎ এভাবে ভুতুড়ে ফাইল এসে ৮ গিগার বেশি স্টোরেজ দখল করে থাকাটা ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে।
মাইক্রোসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১–এর ২৪ এইচ ২ সংস্করণের ত্রুটি ধরা পড়েছে। এই সংস্করণের ব্যবহারকারীরা হার্ডডিস্কে অতিরিক্ত ৮ গিগাবাইটের বেশি মেমোরিজুড়ে থাকা ডেটা মুছে ফেলতে পারছেন না। ফিচার আপডেট ইনস্টল করার পরই এই সমস্যা দেখা দিচ্ছে। এতখানি মেমোরিতে কোন ডেটা রয়েছে সেটিও দেখা যাচ্ছে না।
গত বছরের ১৫ অক্টোবরে অবমুক্ত করার পর নতুন করে কোনো সমস্যা দেখা যায়নি। তবে এখন অনেক ব্যবহারকারী ৮ দশমিক ৬৩ জিবি ডিস্ক স্পেস ‘উইন্ডোজ আপডেট ক্লিনআপ’ ফাইলের নামে দখল করে থাকলেও সেই ডেটা মুছে ফেলা যাচ্ছে না।
উইন্ডোজ আপডেট হওয়ার পর ফাইলের অবশিষ্টাংশ থাকা অস্বাভাবিক নয়। মাইক্রোসফটের মতে, উইন্ডোজ ইনস্টল করা আপডেটের কপি রেখে দেয়। এমনকি নতুন সংস্করণের আপডেট ইনস্টল করার পরও এগুলো থেকে যায়। পুরোনো সংস্করণগুলো যেন প্রয়োজনের সময় পুনরুদ্ধার করা যায়, সেই সুবিধা রাখতেই এটি করা হয়।
উইন্ডোজ সেটিংস অ্যাপ্লিকেশন বা পুরোনো দিনের ডিস্ক ক্লিনআপ টুল ব্যবহার করে স্টোরেজ থেকে এই অস্থায়ী ফাইলগুলো মুছে ফেলা যেতে পারে।
কিন্তু এই ৮ দশমিক ৬৩ জিবি ডেটা কোনোভাবেই মুছে ফেলা যাচ্ছে না। মাইক্রোসফটের ফিডব্যাক হাবে অনেক ব্যবহারকারী এই অভিযোগ করেছেন।
মাইক্রোসফটের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত জুলাইয়ে মাইক্রোসফট বলেছিল, তারা উইন্ডোজ ১১ ২৪ এইচ ২ এবং উইন্ডোজ সার্ভার ২০২৫–এ চেকপয়েন্ট কিউমুলেটিভ আপডেট দেবে। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো আপডেট ফাইলের আকার কমানো।
সমস্যা হলো, উইন্ডোজ ১১–এ পুরোনো আপডেট হিসেবে তালিকাভুক্ত ফাইলগুলো ব্যবহারকারী মুছে ফেলতে পারেন। এমনকি কোনো ক্লিন-আপ টুল মুছতে না পারলেও পুরোনো ফাইল ম্যানুয়ালি মুছে ফেলা সম্ভব।
এ ছাড়া উইন্ডোজ ইনস্টলেশনের জন্য স্টোরেজের ন্যূনতম প্রয়োজনীয়তার আকার নিকট ভবিষ্যতে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ফলে হঠাৎ এভাবে ভুতুড়ে ফাইল এসে ৮ গিগার বেশি স্টোরেজ দখল করে থাকাটা ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে।
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে