নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০০৮ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল আট লাখ। এই আট লাখ ব্যবহারকারী নির্ভর ছিল ৮ জিবিপিএস ব্যান্ডউইথের ওপর। এখন এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটিতে উন্নীত হয়েছে আর আমাদের ব্যান্ডউইথ আছে দুই হাজার সাত শ জিবিপিএস। এই ব্যান্ডউইথ থেকে আমরা ৭০০ জিবিপিএস সৌদিতে রপ্তানি করছি, মালয়েশিয়াতে ২০০ জিবি পিএস রপ্তানি করছি। আমরা ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করছি। এরপর ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি করা হবে শিগগিরই সেই চুক্তিও সম্পন্ন হওয়ার পথে। গতকাল (সোমবার) এক আলোচনায় ভুটানের সঙ্গে ব্যান্ডউইথ রপ্তানির ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনে বাংলাদেশ কম্পিউটার সিটির আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিয়ে ভুটানের মানুষের জীবন-যাপন বদলে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত ও নেপালের মতো দেশেও আমাদের ব্যান্ডউইথ রপ্তানি করা হবে সে লক্ষ্যে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন বসানোর প্রস্তুতি নিচ্ছে। যা ২৪ সালের মধ্যে সম্পন্ন হবে।
তথ্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশনে বাংলাদেশ যে পর্যায়ে পৌঁছে যাচ্ছে তার ধারে কাছে অনেক উন্নত দেশই পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করে মোস্তাফা জব্বার বলেন, ২০২২ সালের মধ্যে মাত্র ১৬০টি ইউনিয়ন বাকি থাকবে তা ছাড়া বাংলাদেশের সকল ইউনিয়নে ফাইবার অপটিক পৌঁছে যাবে। বাকি ইউনিয়নগুলোতে তার ঢোকানো যাচ্ছে না, তাই এগুলোতে বাকি থাকবে।
এটি বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের সকল ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে যাবে এটি আমাদের অঙ্গীকার। এ ছাড়া আমরা একটি অসাধ্যকে সাধন করতে যাচ্ছি, ১২ ডিসেম্বর পরীক্ষা মূলক ৫ জি ইন্টারনেট সেবা চালু করা হবে। যে ফাইভ জি ইন্টারনেটে সেবা আসবে সেটি শুধু মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং বা কথা বলার জন্য ব্যবহৃত হবে না। বিভিন্ন কল কারখানাতেও কলাবরেটলি ব্যবহার করা হবে। ২০২৩-২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপ করা হবে। তখন বাংলাদেশ আরও শক্তিশালী হবে ডিজিটাল ক্ষেত্রে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ এল মাজাহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ উল মুনীর, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও রায়ান্স ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক আব্দুল ফাত্তাহ।
বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে শুরু হওয়া এই মেলা চলবে আগামী পাঁচ দিন পর্যন্ত। এবারের মেলায় দর্শনার্থীদের টিকিট ক্রয় করতে হবে না। শুধু এন্ট্রি করেই মেলায় প্রবেশ করতে পারবেন ক্রেতা ও দর্শনার্থীরা।
২০০৮ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল আট লাখ। এই আট লাখ ব্যবহারকারী নির্ভর ছিল ৮ জিবিপিএস ব্যান্ডউইথের ওপর। এখন এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটিতে উন্নীত হয়েছে আর আমাদের ব্যান্ডউইথ আছে দুই হাজার সাত শ জিবিপিএস। এই ব্যান্ডউইথ থেকে আমরা ৭০০ জিবিপিএস সৌদিতে রপ্তানি করছি, মালয়েশিয়াতে ২০০ জিবি পিএস রপ্তানি করছি। আমরা ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করছি। এরপর ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি করা হবে শিগগিরই সেই চুক্তিও সম্পন্ন হওয়ার পথে। গতকাল (সোমবার) এক আলোচনায় ভুটানের সঙ্গে ব্যান্ডউইথ রপ্তানির ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনে বাংলাদেশ কম্পিউটার সিটির আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিয়ে ভুটানের মানুষের জীবন-যাপন বদলে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত ও নেপালের মতো দেশেও আমাদের ব্যান্ডউইথ রপ্তানি করা হবে সে লক্ষ্যে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন বসানোর প্রস্তুতি নিচ্ছে। যা ২৪ সালের মধ্যে সম্পন্ন হবে।
তথ্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশনে বাংলাদেশ যে পর্যায়ে পৌঁছে যাচ্ছে তার ধারে কাছে অনেক উন্নত দেশই পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করে মোস্তাফা জব্বার বলেন, ২০২২ সালের মধ্যে মাত্র ১৬০টি ইউনিয়ন বাকি থাকবে তা ছাড়া বাংলাদেশের সকল ইউনিয়নে ফাইবার অপটিক পৌঁছে যাবে। বাকি ইউনিয়নগুলোতে তার ঢোকানো যাচ্ছে না, তাই এগুলোতে বাকি থাকবে।
এটি বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের সকল ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে যাবে এটি আমাদের অঙ্গীকার। এ ছাড়া আমরা একটি অসাধ্যকে সাধন করতে যাচ্ছি, ১২ ডিসেম্বর পরীক্ষা মূলক ৫ জি ইন্টারনেট সেবা চালু করা হবে। যে ফাইভ জি ইন্টারনেটে সেবা আসবে সেটি শুধু মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং বা কথা বলার জন্য ব্যবহৃত হবে না। বিভিন্ন কল কারখানাতেও কলাবরেটলি ব্যবহার করা হবে। ২০২৩-২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপ করা হবে। তখন বাংলাদেশ আরও শক্তিশালী হবে ডিজিটাল ক্ষেত্রে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ এল মাজাহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ উল মুনীর, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও রায়ান্স ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক আব্দুল ফাত্তাহ।
বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে শুরু হওয়া এই মেলা চলবে আগামী পাঁচ দিন পর্যন্ত। এবারের মেলায় দর্শনার্থীদের টিকিট ক্রয় করতে হবে না। শুধু এন্ট্রি করেই মেলায় প্রবেশ করতে পারবেন ক্রেতা ও দর্শনার্থীরা।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে