Ajker Patrika

আইফোন ১৭ সিরিজে কোন মডেলের ব্যাটারি লাইফ কেমন

ফিচার ডেস্ক
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৭
আইফোন ১৭ সিরিজে কোন মডেলের ব্যাটারি লাইফ কেমন

সম্প্রতি অ্যাপল নিয়ে এসেছে আইফোন ১৭ সিরিজ। এটি এরই মধ্যে প্রযুক্তিপ্রেমীদের বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। নতুন সিরিজে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ফিচার; যেমন সর্বাধুনিক ক্যামেরা, স্মার্ট প্রসেসর, আরও উন্নত ডিসপ্লে। তবে সাধারণ ব্যবহারকারীদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই—আইফোন ১৭ সিরিজের মোবাইল ফোনের ব্যাটারি টিকবে কতক্ষণ। কারণ, এই মোবাইল ফোন যতই আকর্ষণীয় বা পাতলা ডিজাইনের হোক না কেন, দিনের পর দিন ব্যবহার করতে গেলে দীর্ঘস্থায়ী ব্যাটারি গুরুত্বপূর্ণ।

আইফোন ১৭ সিরিজের ব্যাটারির পারফরম্যান্স

নতুন সিরিজের প্রতিটি মডেলের ব্যাটারি ভিডিও প্লেব্যাকের সময় ও স্ট্রিমিং ক্ষমতা আলাদা।

  • আইফোন ১৭: ভিডিও প্লেব্যাক ৩০ ঘণ্টা এবং স্ট্রিমিং ২৭ ঘণ্টা।
  • আইফোন ১৭ এয়ার: ভিডিও প্লেব্যাক ২৭ ঘণ্টা এবং স্ট্রিমিং ২২ ঘণ্টা।
  • আইফোন ১৭ প্রো: ভিডিও প্লেব্যাক ৩৩ ঘণ্টা এবং স্ট্রিমিং ৩০ ঘণ্টা।
  • আইফোন ১৭ প্রো ম্যাক্স: ভিডিও প্লেব্যাক ৩৯ ঘণ্টা এবং স্ট্রিমিং ৩৫ ঘণ্টা।

এই তালিকা থেকে সহজে বোঝা যাচ্ছে, এই সিরিজের দীর্ঘ ব্যাটারি লাইফ আইফোন ১৭ প্রো ম্যাক্সের। তবে ব্যবহারকারীদের মনে রাখা জরুরি, ছবি তোলা, ভিডিও কল করা, গেম খেলা কিংবা অনলাইন স্ট্রিমিং করলে ব্যাটারির চার্জ অনেক দ্রুত শেষ হতে পারে।

আইফোন ১৭ সিরিজের ব্যাটারির ক্ষমতা

অ্যাপল অফিশিয়ালি তাদের ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার আওয়ার প্রকাশ করে না। তবে বিভিন্ন সূত্র থেকে সেই ধারণা পাওয়া যায়। ‘ম্যাকরিউমার্স’-এর প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ সিরিজের ব্যাটারির বিস্তারিত হলো:

  • আইফোন ১৭: ৩ হাজার ৬৯২ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।
  • আইফোন এয়ার: ৩ হাজার ১৪৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।
  • আইফোন ১৭ প্রো: ৪ হাজার ২৫২ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।
  • আইফোন ১৭ প্রো ম্যাক্স: ৫ হাজার ৮৮ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।

আগের মডেলের সঙ্গে তুলনা

নতুন আইফোনের ব্যাটারির ক্ষমতা আগের মডেলের সঙ্গে তুলনা করলে দেখা যায়, নতুন সিরিজ উল্লেখযোগ্যভাবে এগিয়ে।

  • আইফোন ১৬: ভিডিও প্লেব্যাক ২২ ঘণ্টা এবং স্ট্রিমিং ১৮ ঘণ্টা।
  • আইফোন ১৬ প্লাস: ভিডিও প্লেব্যাক ২৭ ঘণ্টা এবং স্ট্রিমিং ২৪ ঘণ্টা।
  • আইফোন ১৬ প্রো: ভিডিও প্লেব্যাক ২৭ ঘণ্টা এবং স্ট্রিমিং ২২ ঘণ্টা।
  • আইফোন ১৬ প্রো ম্যাক্স: ভিডিও প্লেব্যাক ৩৩ ঘণ্টা এবং স্ট্রিমিং ২৯ ঘণ্টা।
  • আইফোন ১৬ ই: ভিডিও প্লেব্যাক ২৬ ঘণ্টা এবং স্ট্রিমিং ২১ ঘণ্টা।

আইফোন ১৭ সিরিজের ব্যাটারি আগের মডেলের তুলনায় আরও দীর্ঘায়িত, বিশেষ করে প্রো ম্যাক্স মডেলটি বড় ব্যাটারির কারণে অনেক এগিয়ে।

কোন মডেল বেছে নেবেন

যদি শুধু ব্যাটারি লাইফ গুরুত্বপূর্ণ হয়, তাহলে আইফোন ১৭ প্রো ম্যাক্সের কোনো বিকল্প নেই। তবে মোবাইল ফোনের আকার, ওজন, ভেতরের ফিচার এবং ক্যামেরার পারফরম্যান্সও বিবেচনা করতে হবে।

নতুন আইফোন ক্রয় করার আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের মডেলের ব্যাটারির পারফরম্যান্সের সঙ্গে নতুন মডেলের তুলনা করে দেখুন। এর মধ্য দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন, কোন মডেলের আইফোন আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত হবে।

সূত্র: সিনেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি কলেজশিক্ষকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত