Ajker Patrika

এআইয়ের কারণে যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠানে চাকরি হারাবেন ৫৫ হাজার কর্মী 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২৩, ১৮: ২৮
এআইয়ের কারণে যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠানে চাকরি হারাবেন ৫৫ হাজার কর্মী 

যুক্তরাজ্যের বৃহত্তম ব্রডব্যান্ড এবং মোবাইল পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিটি গ্রুপ ২০৩০ সালের মধ্যে ঠিকাদারসহ ৫৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। যা প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যার প্রায় ৪০ শতাংশ। নিজস্ব ফাইবার নেটওয়ার্কের অবকাঠামো উন্নতি এবং এআইয়ের মতো নতুন প্রযুক্তি গ্রহণের কারণে এত কর্মী চাকরি হারাবেন প্রতিষ্ঠানটিতে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাহী ফিলিপ জ্যানসেনের অধীনে একটি জাতীয় ফাইবার নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি উচ্চগতির ৫জি মোবাইল পরিষেবা চালু করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

গতকাল বৃহস্পতিবার, মার্চে শেষ হওয়া অর্থবছরে গত ছয় বছরে প্রথমবারের মতো রাজস্ব এবং মূল আয় বৃদ্ধির কথা জানায় বিটি গ্রুপ। তবে ব্যবসা পুনর্গঠনে ব্যয়ের ফলে নগদ অর্থ হ্রাস হয়েছে প্রতিষ্ঠানটির। যা নেতিবাচকভাবে প্রভাবিত করেছে বিটি গ্রুপকে। ফলে ট্রেডিং শুরুর সময়ই এর স্টক মূল্য ৮ শতাংশের বেশি কমে যায়।

জ্যানসেন বলেন, ‘ফাইবার নেটওয়ার্কের কাজ শেষ করা, ক্রিয়াকলাপগুলোকে ডিজিটালাইজ করা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করার পর প্রতিষ্ঠানটির আরও কম কর্মীর প্রয়োজন হবে। ২০২০-এর দশকের শেষ নাগাদ খরচও অনেক কমে আসবে।’

২০৩০ সালের আর্থিক বছরে প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যা ১ লাখ ৩০ হাজারের থেকে ৭৫ হাজার থেকে ৯০ হাজারের মধ্যে নেমে আসবে। বর্তমান কর্মীদের প্রায় ৩০ হাজারই ঠিকাদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত