কিশোর তরুণদের মধ্যে ফ্রি ফায়ার ও পাবজি গেম এর জনপ্রিয়তা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা। এর মধ্যে আরেক ক্রেজ বাজারে এসেছে— ‘ওয়ার্ডল’। অবশ্য এটি নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি মূলত ওয়ার্ড গেম। ইংরেজি শব্দভান্ডার বাড়াতে বেশ সহায়ক।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল গেমটি তৈরি করেছে। এটি সম্পূর্ণ ফ্রি এবং অত্যন্ত সরল। গত বছরের অক্টোবরে গেমটি অবমুক্ত করার পর এরই মধ্যে লাখ লাখ মানুষ এটি ডাউনলোড করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানুষ স্কোর শেয়ার করছেন তাতেই বোঝা যায় কত মানুষ সক্রিয়ভাবে গেমটি খেলছেন।
এমন জনপ্রিয়তার কারণে গেমটি অনেকে কেনার কথা ভাবছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে মাঝখান থেকে বাগিয়ে নিল মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
তবে কত টাকায় গেমটি তারা কিনেছে সেটি প্রকাশ করা হয়নি। শুধু এটুকু জানানো হয়েছে যে, সংখ্যাটি সাত অঙ্কের।
গেমটির নির্মাতা জশ ওয়ার্ডল এ ব্যাপারে বলেন, গেমটির এমন সাফল্যে কিছুটা অবাকই হয়েছি। নিউইয়র্ক টাইমসের সঙ্গে এই চুক্তির বিষয়টি আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি।
নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মালিকানায় প্রাথমিকভাবে গেমটি বিনা খরচেই খেলা যাবে।
গেমটি খুবই সরল। পাঁচটি অক্ষরে একটি শব্দ তৈরি করতে হয়। এতে ছয়বার অনুমান করার সুযোগ থাকে।
প্রতিদিন নতুন একটি করে ধাঁধা প্রকাশ করা হয়। কত দ্রুত ধাঁধার সমাধান করতে পেরেছেন সেই স্কোরসহ রঙিন একটি গ্রিড সোশ্যাল মিডিয়া'য় শেয়ার করতে পারেন। এই গ্রিড দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই আপনি কোন পদ্ধতিতে সমাধান করেছেন।
টুইটারে একটি পোস্টের মাধ্যমে এই অধিগ্রহণ চুক্তির কথা ঘোষণা করেছেন জশ ওয়ার্ডল। এই গেমের খেলোয়াড়দের প্রতি নিউইয়র্ক টাইমসের দৃষ্টিভঙ্গি তাঁকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি।
নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গেমটি এর নির্মাতার কাছ থেকে কিনেছে। চুক্তিমূল্য সাত অঙ্কের সংখ্যা এবং সংখ্যাটি নিচের দিকেরই।
ইংরেজি ভাষী মানুষদের পত্রিকার সঙ্গে যুক্ত রাখতে বিভিন্ন কৌশলের মধ্যে এটিকে একটি অন্যতম কৌশল হিসেবে বর্ণনা করছে নিউইয়র্ক টাইমস। তাদের ‘নিউইয়র্ক টাইমস গেমস’ সেকশন এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেকশনটি এরই মধ্যে বেশ ভালো কিছু গেম প্রকাশ করেছে এবং সেগুলো পাঠকেরা গ্রহণও করেছেন।
জশ ওয়ার্ডলও জানিয়েছেন, মহামারিতে লকডাউনের মধ্যে তিনি নিজেও নিউইয়র্ক টাইমসের ক্রসওয়ার্ড এবং স্পেলিং গেম খেলে বেশ মজা পেয়েছেন।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
কিশোর তরুণদের মধ্যে ফ্রি ফায়ার ও পাবজি গেম এর জনপ্রিয়তা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা। এর মধ্যে আরেক ক্রেজ বাজারে এসেছে— ‘ওয়ার্ডল’। অবশ্য এটি নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি মূলত ওয়ার্ড গেম। ইংরেজি শব্দভান্ডার বাড়াতে বেশ সহায়ক।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল গেমটি তৈরি করেছে। এটি সম্পূর্ণ ফ্রি এবং অত্যন্ত সরল। গত বছরের অক্টোবরে গেমটি অবমুক্ত করার পর এরই মধ্যে লাখ লাখ মানুষ এটি ডাউনলোড করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানুষ স্কোর শেয়ার করছেন তাতেই বোঝা যায় কত মানুষ সক্রিয়ভাবে গেমটি খেলছেন।
এমন জনপ্রিয়তার কারণে গেমটি অনেকে কেনার কথা ভাবছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে মাঝখান থেকে বাগিয়ে নিল মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
তবে কত টাকায় গেমটি তারা কিনেছে সেটি প্রকাশ করা হয়নি। শুধু এটুকু জানানো হয়েছে যে, সংখ্যাটি সাত অঙ্কের।
গেমটির নির্মাতা জশ ওয়ার্ডল এ ব্যাপারে বলেন, গেমটির এমন সাফল্যে কিছুটা অবাকই হয়েছি। নিউইয়র্ক টাইমসের সঙ্গে এই চুক্তির বিষয়টি আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি।
নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মালিকানায় প্রাথমিকভাবে গেমটি বিনা খরচেই খেলা যাবে।
গেমটি খুবই সরল। পাঁচটি অক্ষরে একটি শব্দ তৈরি করতে হয়। এতে ছয়বার অনুমান করার সুযোগ থাকে।
প্রতিদিন নতুন একটি করে ধাঁধা প্রকাশ করা হয়। কত দ্রুত ধাঁধার সমাধান করতে পেরেছেন সেই স্কোরসহ রঙিন একটি গ্রিড সোশ্যাল মিডিয়া'য় শেয়ার করতে পারেন। এই গ্রিড দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই আপনি কোন পদ্ধতিতে সমাধান করেছেন।
টুইটারে একটি পোস্টের মাধ্যমে এই অধিগ্রহণ চুক্তির কথা ঘোষণা করেছেন জশ ওয়ার্ডল। এই গেমের খেলোয়াড়দের প্রতি নিউইয়র্ক টাইমসের দৃষ্টিভঙ্গি তাঁকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি।
নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গেমটি এর নির্মাতার কাছ থেকে কিনেছে। চুক্তিমূল্য সাত অঙ্কের সংখ্যা এবং সংখ্যাটি নিচের দিকেরই।
ইংরেজি ভাষী মানুষদের পত্রিকার সঙ্গে যুক্ত রাখতে বিভিন্ন কৌশলের মধ্যে এটিকে একটি অন্যতম কৌশল হিসেবে বর্ণনা করছে নিউইয়র্ক টাইমস। তাদের ‘নিউইয়র্ক টাইমস গেমস’ সেকশন এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেকশনটি এরই মধ্যে বেশ ভালো কিছু গেম প্রকাশ করেছে এবং সেগুলো পাঠকেরা গ্রহণও করেছেন।
জশ ওয়ার্ডলও জানিয়েছেন, মহামারিতে লকডাউনের মধ্যে তিনি নিজেও নিউইয়র্ক টাইমসের ক্রসওয়ার্ড এবং স্পেলিং গেম খেলে বেশ মজা পেয়েছেন।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে