Ajker Patrika

এআই দিয়ে আয়: ঘরে বসেই তৈরি করুন নতুন কর্মক্ষেত্র

পল্লব শাহরিয়ার
এআই দিয়ে আয়: ঘরে বসেই তৈরি করুন নতুন কর্মক্ষেত্র

একসময় ফ্রিল্যান্সিং অথবা অনলাইন আয় বলতে আমরা বুঝতাম কম্পিউটারে টাইপিং, ডেটা এন্ট্রি, ওয়েব ডিজাইন কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো জটিল কাজ। কিন্তু প্রযুক্তির গতিপথ বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আজকে একজন সাধারণ মানুষ, যাঁর উন্নত প্রোগ্রামিং জ্ঞান নেই, তিনিও ঘরে বসে এআইভিত্তিক কাজ করে আয় করতে পারছেন। শুধু সঠিকভাবে শেখা আর প্রয়োগ করার মনোভাব থাকলেই এআই হতে পারে নতুন কর্মজীবনের দরজা।

এআই আসলে মানুষের কাজ কেড়ে নেয়নি; বরং কাজের ধরন বদলে দিয়েছে। একজন ডিজাইনারকে এখন হয়তো আর শূন্য থেকে ছবি আঁকতে হচ্ছে না; বরং তিনি এআই দিয়ে বেসিক ডিজাইন তৈরি করে সেটিকে নিজের সৃজনশীলতায় পরিমার্জন করছেন। এতে সময় বাঁচছে, প্রজেক্ট বেশি নেওয়া যাচ্ছে, আয়ও বাড়ছে।

বাংলাদেশে এআইভিত্তিক আয়ের সম্ভাবনা

আইসিটি ডিভিশন সূত্রে জানা যায়, দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা এখন প্রায় সাড়ে ৬ লাখ। এ সংখ্যা ক্রমেই বাড়ছে। আগে বেশির ভাগ কাজ ছিল ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা গ্রাফিক ডিজাইনকেন্দ্রিক। কিন্তু এখন এআইয়ের কারণে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। যেমন—

  • কনটেন্ট জেনারেশন: ব্লগ, প্রবন্ধ, সোশ্যাল মিডিয়া পোস্ট, ই-মেইল মার্কেটিং কনটেন্ট তৈরি।
  • ভিজুয়াল ডিজাইন: পোস্টার, লোগো, ব্যানার, থাম্বনেইল ডিজাইন তৈরি ও কাস্টমাইজ করা।
  • ভয়েসওভার ও ডাবিং: পেশাদার মানের ভয়েস তৈরি, যা ভিডিও ও বিজ্ঞাপনে ব্যবহার করা হয়।
  • অনুবাদ ও ভাষা সেবা: এক ভাষা থেকে অন্য ভাষায় দ্রুত ও মানসম্মত অনুবাদ।
  • ভিডিও এডিটিং ও সাবটাইটেল: স্বয়ংক্রিয়ভাবে ভিডিও কাট, ইফেক্ট যুক্ত করা ও সাবটাইটেল তৈরি।

এসব কাজের জন্য দরকার শুধু ইন্টারনেট সংযোগ, কিছুটা প্র্যাকটিস, আর সঠিক মার্কেটপ্লেসে উপস্থিতি।

বাস্তবে যে কাজগুলো শুরু করা যায় এখনই

এআই দিয়ে কনটেন্ট রাইটিং

ইন্টারনেটে কনটেন্টের চাহিদা কখনো কমে না—হোক তা ব্লগ, ই-কমার্স ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজ বা নিউজপোর্টাল। আগে একজন কনটেন্ট রাইটারকে প্রতিটি লেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা গবেষণা ও টাইপিং করতে হতো। এখন চ্যাটজিপিটি কিংবা জিমিনির মতো টুল কয়েক মিনিটে খসড়া লিখে দিতে পারে।

  • কাজের ধরন: ব্লগ পোস্ট, প্রোডাক্ট বর্ণনা, সোশ্যাল মিডিয়া ক্যাপশন, ই-মেইল মার্কেটিং কনটেন্ট।
  • টুল: চ্যাটজিপিটি, জিনিমি, কপি ডট এআই, ক্লদ, জ্যাস্পার ডট এআই।
  • শেখার উপায়: ইউটিউবে ‘AI Content Writing Tutorial’ লিখে খোঁজ করুন। হাবস্পট একাডেমির মতো বিনা মূল্যের কনটেন্ট রাইটিং কোর্স পেয়ে যাবেন।
  • আয়ের সম্ভাবনা: আন্তর্জাতিক মার্কেটে প্রতিটি ৫০০ থেকে ১ হাজার শব্দের একটি কনটেন্টের দাম ৫ থেকে ২০ ডলার। অভিজ্ঞ হলে আরও বেশি।
  • টিপস: এআইয়ের লেখা হুবহু ব্যবহার না করে নিজের ভাষা, স্থানীয় রেফারেন্স এবং তথ্য যোগ করুন—তাতে মান ও মৌলিকতা বজায় থাকবে।

এআই গ্রাফিক ডিজাইন

দৃশ্যমান কনটেন্টের গুরুত্ব যেকোনো অনলাইন ব্যবসায় অপরিসীম। আগে একজন ডিজাইনারকে ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারে দীর্ঘ সময় কাজ করতে হতো। এখন বিভিন্ন এআই টুল কয়েক মিনিটে দৃষ্টিনন্দন ডিজাইন বানিয়ে দিতে পারে।

  • কাজের ধরন: লোগো ডিজাইন, পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়া থাম্বনেইল, প্রেজেন্টেশন স্লাইড।
  • ল: ক্যানভা এআই, মিডজার্নি, লিওনারডো এআই, ফোটোর, ডাল ডট ইথ্রি।
  • শেখার উপায়: ক্যানভার নিজস্ব লার্নিং পোর্টাল, মিডজার্নি ডিসকোর্ড কমিউনিটি, ইউটিউব টিউটরিয়াল।
  • আয়ের সম্ভাবনা: লোগো বা ব্যানার প্রতিটি
  • ৫ থেকে ৫০ ডলার। বড় প্রজেক্ট হলে ১০০ ডলারও হতে পারে।
  • টিপস: কেবল টেমপ্লেট ব্যবহার না করে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন কাস্টমাইজ করুন। এতে পুনরায় অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে।

এআই ভিডিও এডিটিং

ভিডিও কনটেন্ট এখন সবচেয়ে বেশি দেখা হয় সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে। গ্রাফিকসের মতো বিভিন্ন এআই টুল দিয়ে ভিডিও কাটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ভয়েস সিঙ্ক, এমনকি টেক্সট থেকে ভিডিও পর্যন্ত বানানো সম্ভব।

  • কাজের ধরন: ইউটিউব ভিডিও এডিট, বিজ্ঞাপন ভিডিও তৈরি, সোশ্যাল মিডিয়া রিল ও শর্টস এডিট।
  • টুল: রানওয়ে, পিকা ল্যাব, অ্যাডবি প্রিমিয়ার প্রোর এআই ফিচার, ডিসক্রিপ্ট, ক্যাপকাট ইত্যাদি।
  • শেখার উপায়: রানওয়ে ও ক্যাপকাটের ফ্রি টিউটরিয়াল আছে। টেক্সট টু ভিডিও তৈরি শেখার জন্য ইউটিউবে অনেক চ্যানেল আছে।
  • আয়ের সম্ভাবনা: ছোট ভিডিও এডিটিংয়ের জন্য ১০ থেকে ৩০ ডলার, বড় প্রজেক্ট ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত।
  • টিপস: ক্লায়েন্টের ব্র্যান্ড কালার ও স্টাইল গাইড মেনে কাজ করলে দীর্ঘমেয়াদি চুক্তির সুযোগ থাকে।

এআই ভয়েসওভার ও ডাবিং

পেশাদার ভয়েসওভার রেকর্ডিং করতে আগে ছিল স্টুডিও, মাইক্রোফোন ও ভয়েস আর্টিস্টের দরকার। এখন এআই ভয়েস জেনারেটর দিয়ে খুব সহজে পাওয়া যায় মানুষের মতো হুবহু কণ্ঠস্বর।

  • কাজের ধরন: বিজ্ঞাপনের ভয়েস, ইউটিউব ভিডিও ন্যারেশন, অডিও বুক, ই-লার্নিং ভিডিও ডাবিং।
  • টুল: ইলেভেন ল্যাবস, মারফ ডট এআই, স্পিচেলো, প্লে ডট এইচটি।
  • শেখার উপায়: টুলগুলোর ডেমো ট্রাই করে ভয়েস সেটিং কাস্টমাইজ শেখা, ফ্রি অনলাইন ভয়েসওভার কোর্স।
  • আয়ের সম্ভাবনা: প্রতি মিনিট ভয়েসওভারের জন্য ৫ থেকে ১৫ ডলার পাওয়া যায়। অডিও বুক প্রকল্পে আয় আরও বেশি।
  • টিপস: একাধিক ভয়েস স্টাইল এবং ভাষায় ভয়েস তৈরি করার ক্ষমতা রাখলে ক্লায়েন্ট বেশি পাওয়া যায়।

এআই অনুবাদ ও লোকালাইজেশন

গ্লোবাল মার্কেটে ভাষার প্রতিবন্ধকতা দূর করার দ্রুত উপায় হলো এআই ট্রান্সলেশন। যদিও সম্পাদনা দরকার হয়, তবু এআই অনুবাদে সময় ও খরচ কমে যায়।

  • কাজের ধরন: ডকুমেন্ট অনুবাদ, ওয়েবসাইট লোকালাইজেশন, সাবটাইটেল তৈরি।
  • টুল: ডিপএল, গুগল ট্রনস্লেট, চ্যাটজিপিটি অনুবাদ প্লাগইন, সাবটাইটেল এডিট, ডিপসিক।
  • শেখার উপায়: নিজের মাতৃভাষা এবং লক্ষ ভাষার ব্যাকরণে দক্ষতা, অনুবাদের নমুনা প্র্যাকটিস।
  • আয়ের সম্ভাবনা: প্রতি শব্দে ৫ থেকে ১০ সেন্ট পাওয়া যায়। বড় প্রজেক্টে আয় কয়েক শ ডলার হতে পারে।
  • টিপস: শুধু আক্ষরিক অনুবাদ নয়, সাংস্কৃতিক ও প্রাসঙ্গিক অর্থ বজায় রাখা জরুরি—এতে মান বাড়ে।

কাজ কোথায় পাওয়া যায়

  • ফ্রিল্যান্স মার্কেটপ্লেস: ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার
  • মাইক্রোওয়ার্ক প্ল্যাটফর্ম: আমাজন এমটার্ক, ক্লিকওয়ার্কার
  • লোকাল মার্কেট: ফেসবুক বিজনেস গ্রুপ, লিংকডইন
  • নিজস্ব উদ্যোগ: ইউটিউব চ্যানেল, ব্লগ, অনলাইন শপ।

শুরু করার ধাপ

  • কনটেন্ট রাইটিং কিংবা ডিজাইনের মতো নির্দিষ্ট একটি স্কিল বেছে নিতে হবে।
  • অনলাইন কোর্স বা ইউটিউব টিউটরিয়াল কাজে লাগাতে হবে।
  • পোর্টফোলিও তৈরি করুন।
  • ছোট প্রজেক্ট নিয়ে কম দামে শুরু করে রিভিউ সংগ্রহ করুন।
  • দীর্ঘমেয়াদি আয় করার জন্য ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখুন।

সতর্ক থাকার বিষয়

  • কেবল এআই আউটপুট কপি-পেস্ট না করে নিজস্ব সৃজনশীলতা যোগ করতে হবে।
  • কপিরাইটের নিয়ম মেনে চলা খুব জরুরি।
  • বাজারে প্রতিযোগিতা বেশি, তাই নিয়মিত আপডেট থাকা প্রয়োজন।
  • ক্লায়েন্টের চাহিদা ও সংস্কৃতি বোঝা জরুরি, যা এআই সব সময় সঠিকভাবে করতে পারে না।

এআই এখন আর দূরের জিনিস নয়; একেবারে হাতের নাগালের সরঞ্জাম। যাঁরা শেখার জন্য প্রস্তুত, তাঁরা ঘরে বসে নতুন কর্মক্ষেত্র গড়ে তুলতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত