অনলাইন ডেস্ক
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেনএআই।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এই পরিসংখ্যান চ্যাটজিপিটির ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবহার বৃদ্ধির দিকটিই তুলে ধরছে।
তুলনামূলকভাবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের সার্চ ইঞ্জিনে দৈনিক কতটি অনুসন্ধান হয়, সে তথ্য প্রকাশ করে না। তবে কিছুদিন আগে তারা জানিয়েছে, বছরে গুগলে প্রায় ৫ ট্রিলিয়ন অনুসন্ধান হয়। এর মানে, গড়ে প্রতিদিন ১ হাজার ৪০০ কোটির মতো সার্চ হয় গুগলে।
ডিজিটাল মার্কেটিং গবেষণা সংস্থা এনপি ডিজিটালের প্রতিষ্ঠাতা নিল প্যাটেল ধারণা দিয়েছেন, গুগলে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৭০ কোটির মতো অনুসন্ধান হয়। অন্যদিকে মার্কেটিং প্রতিষ্ঠান স্পার্কটোরো ও ডাটোস জানায়, গুগলের দৈনিক অনুসন্ধানের সংখ্যা ১ হাজার ৬৪০ কোটির কাছাকাছি।
তবে চ্যাটজিপিটির দ্রুত বিকাশ প্রযুক্তি খাতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। গত বছরের ডিসেম্বরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী সাম অল্টম্যান বলেছিলেন, প্রতিদিন এক বিলিয়ন বা ১০০ কোটির বেশি প্রম্পট পাচ্ছে চ্যাটজিপিটি। তার সেই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, মাত্র আট মাসেই চ্যাটজিপিটির ব্যবহার দ্বিগুণের বেশি বেড়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এই হার অব্যাহত থাকলে ভবিষ্যতে চ্যাটজিপিটি গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও ব্যবহারের সংখ্যার দিক দিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে।
চলতি মাসের শুরুতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই শিগগিরই একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব ব্রাউজার বাজারে আনতে যাচ্ছে, যা সরাসরি গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হবে। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে প্রতিষ্ঠানটি ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে একটি নতুন টুল উন্মোচন করেছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করাতে পারবেন।
বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ শুধু ওয়েব ব্রাউজিং নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীর দিকেই এগিয়ে যাচ্ছে ওপেনএআই।
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেনএআই।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এই পরিসংখ্যান চ্যাটজিপিটির ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবহার বৃদ্ধির দিকটিই তুলে ধরছে।
তুলনামূলকভাবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের সার্চ ইঞ্জিনে দৈনিক কতটি অনুসন্ধান হয়, সে তথ্য প্রকাশ করে না। তবে কিছুদিন আগে তারা জানিয়েছে, বছরে গুগলে প্রায় ৫ ট্রিলিয়ন অনুসন্ধান হয়। এর মানে, গড়ে প্রতিদিন ১ হাজার ৪০০ কোটির মতো সার্চ হয় গুগলে।
ডিজিটাল মার্কেটিং গবেষণা সংস্থা এনপি ডিজিটালের প্রতিষ্ঠাতা নিল প্যাটেল ধারণা দিয়েছেন, গুগলে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৭০ কোটির মতো অনুসন্ধান হয়। অন্যদিকে মার্কেটিং প্রতিষ্ঠান স্পার্কটোরো ও ডাটোস জানায়, গুগলের দৈনিক অনুসন্ধানের সংখ্যা ১ হাজার ৬৪০ কোটির কাছাকাছি।
তবে চ্যাটজিপিটির দ্রুত বিকাশ প্রযুক্তি খাতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। গত বছরের ডিসেম্বরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী সাম অল্টম্যান বলেছিলেন, প্রতিদিন এক বিলিয়ন বা ১০০ কোটির বেশি প্রম্পট পাচ্ছে চ্যাটজিপিটি। তার সেই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, মাত্র আট মাসেই চ্যাটজিপিটির ব্যবহার দ্বিগুণের বেশি বেড়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এই হার অব্যাহত থাকলে ভবিষ্যতে চ্যাটজিপিটি গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও ব্যবহারের সংখ্যার দিক দিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে।
চলতি মাসের শুরুতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই শিগগিরই একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়েব ব্রাউজার বাজারে আনতে যাচ্ছে, যা সরাসরি গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হবে। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে প্রতিষ্ঠানটি ‘চ্যাটজিপিটি এজেন্ট’ নামে একটি নতুন টুল উন্মোচন করেছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করাতে পারবেন।
বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ শুধু ওয়েব ব্রাউজিং নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীর দিকেই এগিয়ে যাচ্ছে ওপেনএআই।
নতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘ওয়ার্ল্ড মডেল’-এর নতুন সংস্করণ জিনি ৩ চালু করেছে গুগল ডিপমাইন্ড। মাত্র একটি প্রম্পটের মাধ্যমে এই মডেল বাস্তসম্মত ত্রিমাত্রিক (৩ ডি) জগৎ তৈরি করে, যেখানে মানুষ ও এআই একসঙ্গে চলাফেলা ও মিথস্ক্রিয়া করতে পারবে। ডিপমাইন্ড বলছে, এটি এমন এক প্রযুক্তি যা মানুষের মতো...
১১ ঘণ্টা আগেব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামে নতুন তিন ফিচার আনছে ইনস্টাগ্রাম। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে নতুন কয়েকটি ফিচার যুক্ত করেছে মূল প্রতিষ্ঠান মেটা। এতে থাকছে ‘রিপোস্ট’ অপশন, লোকেশন শেয়ারের জন্য ইনস্টাগ্রাম ম্যাপ, এবং রিলসে নতুন ‘ফ্রেন্ডস’ ট্যাব।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে উৎপাদন কার্যক্রম বাড়াতে আরও ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। এর আগে চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল অ্যাপল।
১৩ ঘণ্টা আগে