প্রযুক্তি ডেস্ক
বিশ্বে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কর্মী ছাঁটাই শুরু করেছে অনেক নামকরা প্রতিষ্ঠান। বিশ্বখ্যাত রাইড শেয়ারিং সেবা প্রতিষ্ঠান উবারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। তবে আপাতত এই পথে হাঁটছে না উবার।
উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহী বলেছেন, ‘আমাদের কর্মী ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা নেই। আমরা ভালো অবস্থানে আছি।’ গত বৃহস্পতিবার শিকাগোর ইকোনমিক ক্লাবে বক্তৃতা দেওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা কমানোর পরিকল্পনা নিয়ে সংবাদিকেরা জিজ্ঞেস করলে খোসরোশাহী এ কথা বলেন।
ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, উবারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘লিফট’ গত মাসে কোম্পানির ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এ ছাড়া ‘প্রথম পক্ষের’ গাড়ির ব্যবসা বন্ধ করার ঘোষণাও দেয় কোম্পানিটি। উবারের আরেক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান খাবার ডেলিভারি সেবা ‘ডোরড্যাশ’। কোম্পানিটি ব্যয় নিয়ন্ত্রণে ১ হাজার ২৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়।
উবার ব্যাপক ছাঁটাই এড়িয়ে গেলেও কোম্পানিটি নিয়োগ এবং অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে আরও রক্ষণশীল অবস্থান নিয়েছে। ২০২০ সালে করোনা মহামারির সময় কোম্পানির এক-চতুর্থাংশ কর্মী ছাঁটাই করে উবার, যা সংখ্যায় দাঁড়ায় ৬ হাজারেরও বেশি।
গত নভেম্বরে উবার জানায়, এ বছর কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে রাজস্ব ৭২ শতাংশ বেড়ে ৮৩৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। রাজস্বের এই বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের উদ্বেগ কমে আসে। যার ফলে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে না উবারকে।
খোসরোশাহী বলেন, ‘আমরা আমাদের দুর্বলতার কোনো লক্ষণ দেখছি না। খুচরা বিক্রয় থেকে সেবা—দুই খাতেই ভোক্তাদের ব্যয় পরিবর্তনের সুবিধা ভোগ করছে উবার।’
উল্লেখ্য, সম্প্রতি চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কর্মী ছাঁটাইয়ে মনোযোগী হয়েছে টুইটার, মেটা, আমাজনের মতো টেক জায়ান্টরা। গত নভেম্বরে ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাতৃ প্রতিষ্ঠান মেটা। এর আগে কোম্পানির ৫০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করে ইলন মাস্কের টুইটার।
বিশ্বে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কর্মী ছাঁটাই শুরু করেছে অনেক নামকরা প্রতিষ্ঠান। বিশ্বখ্যাত রাইড শেয়ারিং সেবা প্রতিষ্ঠান উবারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। তবে আপাতত এই পথে হাঁটছে না উবার।
উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহী বলেছেন, ‘আমাদের কর্মী ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা নেই। আমরা ভালো অবস্থানে আছি।’ গত বৃহস্পতিবার শিকাগোর ইকোনমিক ক্লাবে বক্তৃতা দেওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা কমানোর পরিকল্পনা নিয়ে সংবাদিকেরা জিজ্ঞেস করলে খোসরোশাহী এ কথা বলেন।
ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, উবারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘লিফট’ গত মাসে কোম্পানির ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এ ছাড়া ‘প্রথম পক্ষের’ গাড়ির ব্যবসা বন্ধ করার ঘোষণাও দেয় কোম্পানিটি। উবারের আরেক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান খাবার ডেলিভারি সেবা ‘ডোরড্যাশ’। কোম্পানিটি ব্যয় নিয়ন্ত্রণে ১ হাজার ২৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়।
উবার ব্যাপক ছাঁটাই এড়িয়ে গেলেও কোম্পানিটি নিয়োগ এবং অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে আরও রক্ষণশীল অবস্থান নিয়েছে। ২০২০ সালে করোনা মহামারির সময় কোম্পানির এক-চতুর্থাংশ কর্মী ছাঁটাই করে উবার, যা সংখ্যায় দাঁড়ায় ৬ হাজারেরও বেশি।
গত নভেম্বরে উবার জানায়, এ বছর কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে রাজস্ব ৭২ শতাংশ বেড়ে ৮৩৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। রাজস্বের এই বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের উদ্বেগ কমে আসে। যার ফলে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে না উবারকে।
খোসরোশাহী বলেন, ‘আমরা আমাদের দুর্বলতার কোনো লক্ষণ দেখছি না। খুচরা বিক্রয় থেকে সেবা—দুই খাতেই ভোক্তাদের ব্যয় পরিবর্তনের সুবিধা ভোগ করছে উবার।’
উল্লেখ্য, সম্প্রতি চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কর্মী ছাঁটাইয়ে মনোযোগী হয়েছে টুইটার, মেটা, আমাজনের মতো টেক জায়ান্টরা। গত নভেম্বরে ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাতৃ প্রতিষ্ঠান মেটা। এর আগে কোম্পানির ৫০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করে ইলন মাস্কের টুইটার।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
২ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে