আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চিপ সরবরাহ চুক্তি করেছে টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। আজ সোমবার (২৮ জুলাই) এক্সে এ তথ্য জানিয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এই ঘোষণার পরই স্যামসাংয়ের শেয়ারের দাম ৬ শতাংশের বেশি বেড়ে যায়।
ইলন মাস্ক বলেন, ‘স্যামসাংয়ের টেক্সাসে নির্মাণাধীন বিশাল ফ্যাব (চিপ তৈরির কারখানা) টেসলার পরবর্তী প্রজন্মের এআই ৬ চিপ তৈরির জন্যই নিবেদিত থাকবে। এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি।’
বিশ্লেষকেরা বলছেন, মাস্ক যদি স্যামসাংয়ের টেক্সাস প্রকল্পের কথা বলেন, তবে বহু বিলম্বিত সেই প্রকল্পে নতুন গতি আনবে এই চুক্তি। কারণ, প্রকল্পটির কার্যক্রম ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে গেছে এবং বড় কোনো গ্রাহক না পাওয়ায় স্যামসাং এএসএমএলের অত্যাধুনিক যন্ত্রপাতি আনতে দেরি করছে।
মাস্ক আরও জানান, ‘চিপ উৎপাদনে দক্ষতা বাড়াতে সরাসরি সহায়তা দেবে টেসলা। আমি নিজেই লাইন পরিদর্শন করব, যাতে উৎপাদনের গতি বাড়ানো যায়। ফ্যাবটি আমার বাড়ি থেকেও খুব দূরে নয়, যা বাড়তি সুবিধা।’
যদিও এআই ৬ চিপ কবে থেকে উৎপাদন শুরু হবে, তা নির্দিষ্ট করা হয়নি। তবে মাস্ক এর আগে বলেছিলেন, এআই ৫ চিপ ২০২৬ সালের শেষদিকে উৎপাদিত হবে। ধারণা করা হচ্ছে, এআই ৬ চিপ তার পরে বাজারে আসবে।
বর্তমানে টেসলার এ১৪ চিপ উৎপাদন করে স্যামসাং। টেসলার ফুল সেলফ ড্রাইভিং সিস্টেমে ব্যবহৃত হয় চিপটি। এআই ১৫ চিপের প্রাথমিক উৎপাদন করছে তাইওয়ানের টিএসএমসি। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা কারখানাতেও এই চিপ উৎপাদন হবে বলে জানিয়েছেন মাস্ক।
এর আগে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চিপ সরবরাহ চুক্তি করেছে স্যামসাং। তবে গ্রাহকের অনুরোধে নাম প্রকাশ করেনি।
বিশ্লেষকেরা বলছেন, এ চুক্তি স্যামসাংয়ের লোকসানে থাকা ফাউন্ড্রি বা চিপ ব্যবসায় স্বস্তি আনবে। কিওউম সিকিউরিটিজের বিশ্লেষক পাক ইউয়াক জানান, ২০২৫ সালের প্রথমার্ধে স্যামসাংয়ের ফাউন্ড্রি ব্যবসায় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বেশি লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে স্যামসাং বৈশ্বিক ফাউন্ড্রি বাজারে ৮ শতাংশ বাজার শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর শীর্ষে থাকা টিএসএমসির শেয়ার ৬৭ শতাংশ।
বিশ্লেষকদের মতে, অ্যাপল, এনভিডিয়া ও কোয়ালকমের মতো বড় গ্রাহকদের হারানোর ফলে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটি বর্তমানে এআই চিপ উৎপাদনের দৌড়ে টিএসএমসি ও এসকে হাইনিক্সের চেয়ে পিছিয়ে রয়েছে, যা তাদের লাভ ও শেয়ার মূল্যে প্রভাব ফেলেছে।
যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চিপ সরবরাহ চুক্তি করেছে টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। আজ সোমবার (২৮ জুলাই) এক্সে এ তথ্য জানিয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এই ঘোষণার পরই স্যামসাংয়ের শেয়ারের দাম ৬ শতাংশের বেশি বেড়ে যায়।
ইলন মাস্ক বলেন, ‘স্যামসাংয়ের টেক্সাসে নির্মাণাধীন বিশাল ফ্যাব (চিপ তৈরির কারখানা) টেসলার পরবর্তী প্রজন্মের এআই ৬ চিপ তৈরির জন্যই নিবেদিত থাকবে। এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি।’
বিশ্লেষকেরা বলছেন, মাস্ক যদি স্যামসাংয়ের টেক্সাস প্রকল্পের কথা বলেন, তবে বহু বিলম্বিত সেই প্রকল্পে নতুন গতি আনবে এই চুক্তি। কারণ, প্রকল্পটির কার্যক্রম ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে গেছে এবং বড় কোনো গ্রাহক না পাওয়ায় স্যামসাং এএসএমএলের অত্যাধুনিক যন্ত্রপাতি আনতে দেরি করছে।
মাস্ক আরও জানান, ‘চিপ উৎপাদনে দক্ষতা বাড়াতে সরাসরি সহায়তা দেবে টেসলা। আমি নিজেই লাইন পরিদর্শন করব, যাতে উৎপাদনের গতি বাড়ানো যায়। ফ্যাবটি আমার বাড়ি থেকেও খুব দূরে নয়, যা বাড়তি সুবিধা।’
যদিও এআই ৬ চিপ কবে থেকে উৎপাদন শুরু হবে, তা নির্দিষ্ট করা হয়নি। তবে মাস্ক এর আগে বলেছিলেন, এআই ৫ চিপ ২০২৬ সালের শেষদিকে উৎপাদিত হবে। ধারণা করা হচ্ছে, এআই ৬ চিপ তার পরে বাজারে আসবে।
বর্তমানে টেসলার এ১৪ চিপ উৎপাদন করে স্যামসাং। টেসলার ফুল সেলফ ড্রাইভিং সিস্টেমে ব্যবহৃত হয় চিপটি। এআই ১৫ চিপের প্রাথমিক উৎপাদন করছে তাইওয়ানের টিএসএমসি। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা কারখানাতেও এই চিপ উৎপাদন হবে বলে জানিয়েছেন মাস্ক।
এর আগে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চিপ সরবরাহ চুক্তি করেছে স্যামসাং। তবে গ্রাহকের অনুরোধে নাম প্রকাশ করেনি।
বিশ্লেষকেরা বলছেন, এ চুক্তি স্যামসাংয়ের লোকসানে থাকা ফাউন্ড্রি বা চিপ ব্যবসায় স্বস্তি আনবে। কিওউম সিকিউরিটিজের বিশ্লেষক পাক ইউয়াক জানান, ২০২৫ সালের প্রথমার্ধে স্যামসাংয়ের ফাউন্ড্রি ব্যবসায় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বেশি লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে স্যামসাং বৈশ্বিক ফাউন্ড্রি বাজারে ৮ শতাংশ বাজার শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর শীর্ষে থাকা টিএসএমসির শেয়ার ৬৭ শতাংশ।
বিশ্লেষকদের মতে, অ্যাপল, এনভিডিয়া ও কোয়ালকমের মতো বড় গ্রাহকদের হারানোর ফলে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটি বর্তমানে এআই চিপ উৎপাদনের দৌড়ে টিএসএমসি ও এসকে হাইনিক্সের চেয়ে পিছিয়ে রয়েছে, যা তাদের লাভ ও শেয়ার মূল্যে প্রভাব ফেলেছে।
আবুধাবির টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট (টিআইআই) ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া সংযুক্ত আরব আমিরাতে একটি যৌথ গবেষণাগার চালু করেছে। আজ সোমবার টিআইআই জানিয়েছে, এ ল্যাব মূলত পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ও রোবটিকস প্ল্যাটফর্ম উন্নয়নে কাজ করবে। বার্তা সংস্থা রয়টার্সের...
১ ঘণ্টা আগেবাক্শক্তিহীন ব্যক্তিদের মস্তিষ্কে চিপ বসানোর পরিকল্পনা করছে ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। চলতি বছরের অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষার লক্ষ্য হলো বাক্শক্তিহীন ব্যক্তিদের চিন্তাকে সরাসরি পাঠ্যরূপে রূপান্তর করা।
৩ ঘণ্টা আগেঅ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন আসছে—এমন গুঞ্জন এখন আর তেমন নতুন কিছু নয়। তবে সম্প্রতি ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গুরম্যান জানিয়েছেন, এই ফোনটির ডিজাইন হবে অনেকটা ‘দুই আইফোন এয়ার একসঙ্গে জোড়া লাগানোর’ মতো।
৪ ঘণ্টা আগেলিউকেমিয়ায় আক্রান্ত ছয় বছরের ছেলে লুকার সঙ্গে হাসপাতালে হাঁটছিলেন মা মেগান ব্রাজিল-শিহান। করিডরে হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় চার ফুট লম্বা এক রোবট—রবিন। উচ্চ স্বরে শিশুকণ্ঠে রোবটটি বলে উঠল, ‘লুকা, কেমন আছ? অনেক দিন দেখা হয়নি!’
৫ ঘণ্টা আগে