ভুলক্রমে ১২৫ বিলিয়ন বা ১২ হাজার ৫০০ কোটি ডলারের পেনশন ফান্ডের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিল গুগল। এর ফলে ইউনিসুপার কোম্পানির প্রায় ৫ লাখ সদস্য এক সপ্তাহ ধরে তাদের পেনশন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইউনিসুপার হলো একটি অস্ট্রেলিয়ার পেনশন তহবিল, যা দেশটির উচ্চশিক্ষা ও গবেষণা খাতে কর্মরত কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের সুবিধা দেয়। অর্থাৎ, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়, কলেজ, বা গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি অবসর গ্রহণের জন্য সঞ্চয় করতে সাহায্য করার জন্য ইউনিসুপারের পেনশন সেবাগুলো সাহায্য করতে পারে।
গুগল ক্লাউডে ‘একধরনের’ ভুল কনফিগারেশনের ফলে ঘটনাটি ঘটেছে। ইউনিসুপারের সিইও পিটার চুন ও গুগল ক্লাউডের গ্লোবাল সিইও টমাস কুরিয়ান সদস্যদের কাছে যৌথভাবে ক্ষমা চেয়েছে এবং এই ভুলকে ‘অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক’ হিসেবে স্বীকার করে। বিভ্রাটটি কোনো সাইবার-আক্রমণ ছিল না এবং এতে কোনো ব্যক্তিগত ডেটা আপস হয়নি বলে তারা সদস্যদের আশ্বস্ত করেছিল। ঘটনাটির জন্য গুগলের ক্লাউড সেবার ত্রুটিকে দায়ী করা হয়।
তাঁরা আরও বলেন, ইউনিসুপারের প্রাইভেট ক্লাউড সেবাগুলো দেওয়ার সময় ভুল কনফিগারেশনের কারণে ইউনিসুপারের ক্লাউড সাবস্ক্রিপশন মুছে যাওয়ায় এ ঘটনা ঘটে।
কোম্পানি দুটি দাবি করে, এটি একটি বিচ্ছিন্ন ‘ ঘটনা’, যা বিশ্বব্যাপী গুগল ক্লাউডের কোনো ক্লায়েন্টের সঙ্গে এর আগে ঘটেনি এবং এটি হওয়া উচিত হয়নি।
গুগল বলছে, ‘গুগল ক্লাউড সেই ত্রুটি চিহ্নিত করেছে, যার জন্য এই ব্যাঘাত ঘটে’ এবং এটি যাতে আবার না ঘটে তার জন্য ব্যবস্থা নিয়েছে।’
ঘটনাটি ঘটার এক সপ্তাহেরও বেশি সময় পর সেবাগুলো ধীরে ধীরে চালু হয়েছিল। বিনিয়োগ অ্যাকাউন্ট ব্যালেন্স প্রাথমিকভাবে আগের সপ্তাহের অনুরূপ ছিল। আপডেটগুলো যতটা সম্ভব দ্রুত করা হবে বলে সদস্যদের আশ্বস্ত করেছিল ইউনিসুপার।
২০২৩ সালে ইউনিসুপার তার কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ গুগল ক্লাউড প্ল্যাটফরম স্থানান্তরিত করেছে। প্রক্রিয়াটির মধ্যে ১ হাজার ৯০০টি ভার্চুয়াল মেশিনসহ বিভিন্ন কাজ গুগল ক্লাউডে স্থানান্তর করে। এর আগে আজুর ও আরেকটি কোম্পানির ক্লাউড সেবা ব্যবহার করত ইউনিসুপার।
ভুলক্রমে ১২৫ বিলিয়ন বা ১২ হাজার ৫০০ কোটি ডলারের পেনশন ফান্ডের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিল গুগল। এর ফলে ইউনিসুপার কোম্পানির প্রায় ৫ লাখ সদস্য এক সপ্তাহ ধরে তাদের পেনশন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইউনিসুপার হলো একটি অস্ট্রেলিয়ার পেনশন তহবিল, যা দেশটির উচ্চশিক্ষা ও গবেষণা খাতে কর্মরত কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের সুবিধা দেয়। অর্থাৎ, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়, কলেজ, বা গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি অবসর গ্রহণের জন্য সঞ্চয় করতে সাহায্য করার জন্য ইউনিসুপারের পেনশন সেবাগুলো সাহায্য করতে পারে।
গুগল ক্লাউডে ‘একধরনের’ ভুল কনফিগারেশনের ফলে ঘটনাটি ঘটেছে। ইউনিসুপারের সিইও পিটার চুন ও গুগল ক্লাউডের গ্লোবাল সিইও টমাস কুরিয়ান সদস্যদের কাছে যৌথভাবে ক্ষমা চেয়েছে এবং এই ভুলকে ‘অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক’ হিসেবে স্বীকার করে। বিভ্রাটটি কোনো সাইবার-আক্রমণ ছিল না এবং এতে কোনো ব্যক্তিগত ডেটা আপস হয়নি বলে তারা সদস্যদের আশ্বস্ত করেছিল। ঘটনাটির জন্য গুগলের ক্লাউড সেবার ত্রুটিকে দায়ী করা হয়।
তাঁরা আরও বলেন, ইউনিসুপারের প্রাইভেট ক্লাউড সেবাগুলো দেওয়ার সময় ভুল কনফিগারেশনের কারণে ইউনিসুপারের ক্লাউড সাবস্ক্রিপশন মুছে যাওয়ায় এ ঘটনা ঘটে।
কোম্পানি দুটি দাবি করে, এটি একটি বিচ্ছিন্ন ‘ ঘটনা’, যা বিশ্বব্যাপী গুগল ক্লাউডের কোনো ক্লায়েন্টের সঙ্গে এর আগে ঘটেনি এবং এটি হওয়া উচিত হয়নি।
গুগল বলছে, ‘গুগল ক্লাউড সেই ত্রুটি চিহ্নিত করেছে, যার জন্য এই ব্যাঘাত ঘটে’ এবং এটি যাতে আবার না ঘটে তার জন্য ব্যবস্থা নিয়েছে।’
ঘটনাটি ঘটার এক সপ্তাহেরও বেশি সময় পর সেবাগুলো ধীরে ধীরে চালু হয়েছিল। বিনিয়োগ অ্যাকাউন্ট ব্যালেন্স প্রাথমিকভাবে আগের সপ্তাহের অনুরূপ ছিল। আপডেটগুলো যতটা সম্ভব দ্রুত করা হবে বলে সদস্যদের আশ্বস্ত করেছিল ইউনিসুপার।
২০২৩ সালে ইউনিসুপার তার কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ গুগল ক্লাউড প্ল্যাটফরম স্থানান্তরিত করেছে। প্রক্রিয়াটির মধ্যে ১ হাজার ৯০০টি ভার্চুয়াল মেশিনসহ বিভিন্ন কাজ গুগল ক্লাউডে স্থানান্তর করে। এর আগে আজুর ও আরেকটি কোম্পানির ক্লাউড সেবা ব্যবহার করত ইউনিসুপার।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে