অস্ট্রেলিয়ান ওপেন থেকে চ্যাম্পিয়ন ওসাকার বিদায়
অ্যান্ডি মারে ও এমা রাদুকানুর বিদায়ের পর অস্ট্রেলিয়ান ওপেনে আজ আরেক বড় অঘটন ঘটল। মেয়েদের এককে তৃতীয় রাউন্ড থেকে এবার বিদায় নিলেন নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা আমান্ডা অ্যানিসিমোভার কাছে হেরেছেন ৪-৬,৬-৩, ৭-৬ (১০-৫) গেমে।