অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন অ্যাশলে বার্টি। ফাইনালে আজ ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে উড়িয়ে ৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন বার্টি। রড লেভার এরিনায় কলিন্সের বিপক্ষে বাছাইয়ের এক নম্বরে থাকা বার্টির জয় ৬-৩,৭-৬ (৭-২) গেমে।
আমান্ডা আনিসিমোভা, জেসিকা পেগুলা, ম্যাডিসন কিসের পর ফাইনালেও বার্টির প্রতিপক্ষ ছিলেন এক মার্কিনি। প্রথম সেটে কলিন্স ৬-৩ সেটে হারলেও পরের সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দেন। দ্বিতীয় সেটে শুরুতেই বার্টির সার্ভ ব্রেক করেন। এরপর একের পর এক পয়েন্ট জেতে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান মার্কিন তারকা। তখন মনে হচ্ছিল ফাইনালটা জমজমাট হতে চলেছে।
তবে পুরো টুর্নামেন্টে কোনো সেট না হারা বার্টি এরপর আর ছেড়ে কথা বলেননি। নিজেকে প্রমাণের মঞ্চে জাত চিনিয়ে দিয়ে ৫-৫ সমতায় ফেরেন ২৫ বছর বয়সী তারকা। দ্বিতীয় সেট টাইব্রেকারে পৌঁছলে কলিন্সকে আর ম্যাচে ফেরার দেননি তিনি। দাপুটে পারফরম্যান্সে ৭-২ স্কোরে ব্রেক জিতে বিজয়োল্লাসে ভাসেন। তাতে ১৯৭৮ সালে ক্রিস ও’নেইলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজের দেশে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের নজির গড়েন বার্টি।
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন অ্যাশলে বার্টি। ফাইনালে আজ ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে উড়িয়ে ৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন বার্টি। রড লেভার এরিনায় কলিন্সের বিপক্ষে বাছাইয়ের এক নম্বরে থাকা বার্টির জয় ৬-৩,৭-৬ (৭-২) গেমে।
আমান্ডা আনিসিমোভা, জেসিকা পেগুলা, ম্যাডিসন কিসের পর ফাইনালেও বার্টির প্রতিপক্ষ ছিলেন এক মার্কিনি। প্রথম সেটে কলিন্স ৬-৩ সেটে হারলেও পরের সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দেন। দ্বিতীয় সেটে শুরুতেই বার্টির সার্ভ ব্রেক করেন। এরপর একের পর এক পয়েন্ট জেতে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান মার্কিন তারকা। তখন মনে হচ্ছিল ফাইনালটা জমজমাট হতে চলেছে।
তবে পুরো টুর্নামেন্টে কোনো সেট না হারা বার্টি এরপর আর ছেড়ে কথা বলেননি। নিজেকে প্রমাণের মঞ্চে জাত চিনিয়ে দিয়ে ৫-৫ সমতায় ফেরেন ২৫ বছর বয়সী তারকা। দ্বিতীয় সেট টাইব্রেকারে পৌঁছলে কলিন্সকে আর ম্যাচে ফেরার দেননি তিনি। দাপুটে পারফরম্যান্সে ৭-২ স্কোরে ব্রেক জিতে বিজয়োল্লাসে ভাসেন। তাতে ১৯৭৮ সালে ক্রিস ও’নেইলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজের দেশে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের নজির গড়েন বার্টি।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে