অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন অ্যাশলে বার্টি। ফাইনালে আজ ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে উড়িয়ে ৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন বার্টি। রড লেভার এরিনায় কলিন্সের বিপক্ষে বাছাইয়ের এক নম্বরে থাকা বার্টির জয় ৬-৩,৭-৬ (৭-২) গেমে।
আমান্ডা আনিসিমোভা, জেসিকা পেগুলা, ম্যাডিসন কিসের পর ফাইনালেও বার্টির প্রতিপক্ষ ছিলেন এক মার্কিনি। প্রথম সেটে কলিন্স ৬-৩ সেটে হারলেও পরের সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দেন। দ্বিতীয় সেটে শুরুতেই বার্টির সার্ভ ব্রেক করেন। এরপর একের পর এক পয়েন্ট জেতে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান মার্কিন তারকা। তখন মনে হচ্ছিল ফাইনালটা জমজমাট হতে চলেছে।
তবে পুরো টুর্নামেন্টে কোনো সেট না হারা বার্টি এরপর আর ছেড়ে কথা বলেননি। নিজেকে প্রমাণের মঞ্চে জাত চিনিয়ে দিয়ে ৫-৫ সমতায় ফেরেন ২৫ বছর বয়সী তারকা। দ্বিতীয় সেট টাইব্রেকারে পৌঁছলে কলিন্সকে আর ম্যাচে ফেরার দেননি তিনি। দাপুটে পারফরম্যান্সে ৭-২ স্কোরে ব্রেক জিতে বিজয়োল্লাসে ভাসেন। তাতে ১৯৭৮ সালে ক্রিস ও’নেইলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজের দেশে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের নজির গড়েন বার্টি।
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন অ্যাশলে বার্টি। ফাইনালে আজ ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে উড়িয়ে ৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন বার্টি। রড লেভার এরিনায় কলিন্সের বিপক্ষে বাছাইয়ের এক নম্বরে থাকা বার্টির জয় ৬-৩,৭-৬ (৭-২) গেমে।
আমান্ডা আনিসিমোভা, জেসিকা পেগুলা, ম্যাডিসন কিসের পর ফাইনালেও বার্টির প্রতিপক্ষ ছিলেন এক মার্কিনি। প্রথম সেটে কলিন্স ৬-৩ সেটে হারলেও পরের সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দেন। দ্বিতীয় সেটে শুরুতেই বার্টির সার্ভ ব্রেক করেন। এরপর একের পর এক পয়েন্ট জেতে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান মার্কিন তারকা। তখন মনে হচ্ছিল ফাইনালটা জমজমাট হতে চলেছে।
তবে পুরো টুর্নামেন্টে কোনো সেট না হারা বার্টি এরপর আর ছেড়ে কথা বলেননি। নিজেকে প্রমাণের মঞ্চে জাত চিনিয়ে দিয়ে ৫-৫ সমতায় ফেরেন ২৫ বছর বয়সী তারকা। দ্বিতীয় সেট টাইব্রেকারে পৌঁছলে কলিন্সকে আর ম্যাচে ফেরার দেননি তিনি। দাপুটে পারফরম্যান্সে ৭-২ স্কোরে ব্রেক জিতে বিজয়োল্লাসে ভাসেন। তাতে ১৯৭৮ সালে ক্রিস ও’নেইলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজের দেশে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের নজির গড়েন বার্টি।
অনেক কারণেই এবারের এশিয়া কাপটা অনেক দিনই মনে থাকবে মানুষের। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। প্রথমবারের মতো পাকিস্তানকে তিনবার হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ক্রিকেটীয় এসব কারণের মধ্যে অক্রিকেটীয় একটা কারণও আছে।
৫ মিনিট আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি আতলেতিকো মাদ্রিদের। গত ১৮ সেপ্টেম্বর অ্যানফিল্ড থেকে ৩–২ গোলের হার নিয়ে ফেরে তারা। এবার তাদের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন। ইউরোপ সেরার আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দিবাগত রাত একটায় এইনট্রাখটের বিপক্ষে খেলবে স্প্যানিশ ক্লাবটি।
১৮ মিনিট আগেটেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলছে নেপাল। আর প্রথম সিরিজেই জন্ম দিল ইতিহাসের। এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টিতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। ধবলধোলাই করার হাতছানিও আছে তাদের সামনে।
১০ ঘণ্টা আগেটিকিট বিক্রি শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই শেষ। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তাই পরিপূর্ণ থাকবে বলাই যায়। ২২ হাজার দর্শককে হতাশ করতে চান না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বাঁচা-মরার লড়াইয়ে সেদিন হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প কিছু নেই তাঁর সামনে।
১২ ঘণ্টা আগে