ভগ্ন-শীর্ণ কক্ষ, ঘিঞ্জি পরিবেশ, ইঁদুরের উৎপাত—বরিস বেকারের কারাবন্দী দিনগুলো এমনই যন্ত্রণার।
বিলাসী জীবনে অভ্যস্ত বেকারের জীবনে নেমে এসেছে ঘোর আঁধার। অর্থ লুকিয়ে রেখে নিজেকে দেউলিয়া ঘোষণা করায় জার্মান টেনিস কিংবদন্তিকে শুক্রবার আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ লন্ডনের একটি আদালত। ব্রিটেনের আইন অনুযায়ী অবশ্য ১৩ মাস জেল খাটতে হবে বেকারকে।
আদালতের রায়ের পর বেকারকে ওয়ান্ডসওয়ার্থ জেলখানায় রাখা হয়েছে। ১৭১ বছর পুরোনো ওয়ান্ডসওয়ার্থ যুক্তরাজ্যবাসীর কাছে ‘জঘন্যতম’ কারাগার হিসেবে পরিচিত। দিনের ২২ ঘণ্টাই তালাবদ্ধ কক্ষে রাখা হয় কয়েদিদের। দুই ঘণ্টা কক্ষের বাইরে আসতে পারেন। এ সময় পরিবারের সদস্য বা নিকটাত্মীয়দের সঙ্গেও দেখা করার সুযোগ।
আজ সেখানে বেকারকে দেখতে যান তাঁর মেয়ে আনা এরমাকোভা। ছয়টি গ্র্যান্ড স্লাম জয়ী বেকারের উইম্বলডনের বাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বে ওয়ান্ডসওয়ার্থ কারাগার।
বাবাকে দেখে বের হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন আনা। ২২ বছর বয়সী মডেলকন্যা বলেন, ‘দুঃসময়ে বাবার পাশেই আছি। আশা করি তিনিও মানসিকভাবে শক্তিশালী থাকবেন। আমি তাকে সমর্থন দিয়ে যাব ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। যখনই সুযোগ হবে দেখতে আসব।’
বেকারের শাস্তিটা বেশি হয়েছে বলে মনে করেন আনা, ‘তার শাস্তি ন্যায্য মনে হয়নি। আমি আদালতে চিঠিও দিয়েছিলাম। বাড়িতে আমার ছোট ভাই আছে। ওর বয়স সবে ১২ বছর। ওকে এই বয়সেই বাবার অভাব টের পেতে হচ্ছে।’
পৃথিবীটা বোধ হয় এমনই। যে আনাকে জন্মের পর মেয়ের স্বীকৃতি দিতে রাজি হননি বেকার, আজ তিনিই বাবার হয়ে সাফাই গাইছেন!
৫৪ বছর বয়সী বেকার বিয়ে করেছেন দুবার। তবে শয্যাসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অনেক নারীকে। তাঁদেরই একজন অ্যাঞ্জেলা এরমাকোভা। ১৯৯৯ সালে রাশিয়ার এই খাবার পরিবেশিকার গর্ভে আসেন আনা। সেই বছরই জন্ম হয় তাঁর।
শুরুতে আনাকে মেয়ের স্বীকৃতি দিতে না চাইলেও ডিএনএ পরীক্ষায় প্রমাণ মেলায় আদালতের রায় মেনে নিতে বাধ্য হন বেকার।
ভগ্ন-শীর্ণ কক্ষ, ঘিঞ্জি পরিবেশ, ইঁদুরের উৎপাত—বরিস বেকারের কারাবন্দী দিনগুলো এমনই যন্ত্রণার।
বিলাসী জীবনে অভ্যস্ত বেকারের জীবনে নেমে এসেছে ঘোর আঁধার। অর্থ লুকিয়ে রেখে নিজেকে দেউলিয়া ঘোষণা করায় জার্মান টেনিস কিংবদন্তিকে শুক্রবার আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ লন্ডনের একটি আদালত। ব্রিটেনের আইন অনুযায়ী অবশ্য ১৩ মাস জেল খাটতে হবে বেকারকে।
আদালতের রায়ের পর বেকারকে ওয়ান্ডসওয়ার্থ জেলখানায় রাখা হয়েছে। ১৭১ বছর পুরোনো ওয়ান্ডসওয়ার্থ যুক্তরাজ্যবাসীর কাছে ‘জঘন্যতম’ কারাগার হিসেবে পরিচিত। দিনের ২২ ঘণ্টাই তালাবদ্ধ কক্ষে রাখা হয় কয়েদিদের। দুই ঘণ্টা কক্ষের বাইরে আসতে পারেন। এ সময় পরিবারের সদস্য বা নিকটাত্মীয়দের সঙ্গেও দেখা করার সুযোগ।
আজ সেখানে বেকারকে দেখতে যান তাঁর মেয়ে আনা এরমাকোভা। ছয়টি গ্র্যান্ড স্লাম জয়ী বেকারের উইম্বলডনের বাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বে ওয়ান্ডসওয়ার্থ কারাগার।
বাবাকে দেখে বের হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন আনা। ২২ বছর বয়সী মডেলকন্যা বলেন, ‘দুঃসময়ে বাবার পাশেই আছি। আশা করি তিনিও মানসিকভাবে শক্তিশালী থাকবেন। আমি তাকে সমর্থন দিয়ে যাব ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। যখনই সুযোগ হবে দেখতে আসব।’
বেকারের শাস্তিটা বেশি হয়েছে বলে মনে করেন আনা, ‘তার শাস্তি ন্যায্য মনে হয়নি। আমি আদালতে চিঠিও দিয়েছিলাম। বাড়িতে আমার ছোট ভাই আছে। ওর বয়স সবে ১২ বছর। ওকে এই বয়সেই বাবার অভাব টের পেতে হচ্ছে।’
পৃথিবীটা বোধ হয় এমনই। যে আনাকে জন্মের পর মেয়ের স্বীকৃতি দিতে রাজি হননি বেকার, আজ তিনিই বাবার হয়ে সাফাই গাইছেন!
৫৪ বছর বয়সী বেকার বিয়ে করেছেন দুবার। তবে শয্যাসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অনেক নারীকে। তাঁদেরই একজন অ্যাঞ্জেলা এরমাকোভা। ১৯৯৯ সালে রাশিয়ার এই খাবার পরিবেশিকার গর্ভে আসেন আনা। সেই বছরই জন্ম হয় তাঁর।
শুরুতে আনাকে মেয়ের স্বীকৃতি দিতে না চাইলেও ডিএনএ পরীক্ষায় প্রমাণ মেলায় আদালতের রায় মেনে নিতে বাধ্য হন বেকার।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
৩১ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
২ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে