নিজের উইম্বলডন ট্রফি খুঁজে পাচ্ছেন না বরিস বেকার। বাধ্য হয়ে আদালতের কাছে তাঁকে এটাই বলতে হলো। কারণ, সাবেক এই টেনিস তারকাকে ২০১৭ সালে দেউলিয়া ঘোষণা করেছিল ব্যাংক। ছয়বারের গ্র্যান্ড স্লাম জয়ী বেকার আদালতের কাছে জানিয়েছেন, উইম্বলডন ট্রফি খুঁজে পেলে তিনি তা দিয়ে দেবেন।
বেকারের সম্পত্তির মধ্যে আছে ৯টি ট্রফি ও পদক, যা তিনি গ্র্যান্ড স্লামসহ বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছিলেন। এর মধ্যে অনেক ট্রফির ব্যাপারে আদালতে কিছুই জানাননি তিনি। তাঁর নামে আদালতে ২৪টি অভিযোগ আছে, যার সবই তিনি অস্বীকার করেছেন। আদালতে সাবেক এক নম্বর এই জার্মান টেনিস তারকা জানিয়েছেন, আর্থিক অবস্থা ফেরাতে তিনি তাঁর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন।
বেকার জানিয়েছেন, তাঁর জেতা অনেক ট্রফি, পদক ও স্মারক হারিয়ে গেছে। কোথায় ট্রফি রেখেছেন, তা জানতে চাইলে বেকার বলেন, ‘এই মুহূর্তে কোথায় ট্রফিগুলো রয়েছে তা মনে রাখার মতো মানসিক অবস্থা নেই।’
বেকার জানান, যেকোনো খেলোয়াড়ের কাছে জেতাটাই মুখ্য, শিরোপা নয়। তাই খেলোয়াড়ি জীবনে তিনি সেদিকেই বেশি মনোযোগ দিয়েছেন, ‘খেলোয়াড়দের কাছে জেতাটাই শেষ কথা। খেলার সময় জেতাটাই প্রাধান্য পায়। ট্রফি অতটা গুরুত্ব পায় না। এখন মনে হয়, আমার সন্তানদের তা দেখাতে হবে।’
বেকারের আর্থিক অবস্থা খারাপ হওয়া শুরু হয় ২০১৪ সালে। সেই বছর আর্থিক দুরবস্থায় পড়লে ১২ লাখ পাউন্ড (১১ কোটি টাকারও বেশি) ২৫ শতাংশ সুদে ধার নিয়েছিলেন ধনকুবের জন কডওয়েলের কাছ থেকে। তার পরের বছরই বেসরকারি ব্যাংক থেকে ৩.৮৫ মিলিয়ন পাউন্ড (৩৮ কোটি টাকারও বেশি) ধার নেন। আদালতে বেকার জানিয়েছেন, স্পেনের মায়োরকায় কেনা তাঁর সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন দেনা শোধ করার জন্য। এ ছাড়াও আদালতকে বেকার বলেছেন, তাঁকে এভাবে দেউলিয়া ঘোষণা করায় তাঁর ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একইসঙ্গে তাঁর আয়ও কমেছে।
নিজের উইম্বলডন ট্রফি খুঁজে পাচ্ছেন না বরিস বেকার। বাধ্য হয়ে আদালতের কাছে তাঁকে এটাই বলতে হলো। কারণ, সাবেক এই টেনিস তারকাকে ২০১৭ সালে দেউলিয়া ঘোষণা করেছিল ব্যাংক। ছয়বারের গ্র্যান্ড স্লাম জয়ী বেকার আদালতের কাছে জানিয়েছেন, উইম্বলডন ট্রফি খুঁজে পেলে তিনি তা দিয়ে দেবেন।
বেকারের সম্পত্তির মধ্যে আছে ৯টি ট্রফি ও পদক, যা তিনি গ্র্যান্ড স্লামসহ বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছিলেন। এর মধ্যে অনেক ট্রফির ব্যাপারে আদালতে কিছুই জানাননি তিনি। তাঁর নামে আদালতে ২৪টি অভিযোগ আছে, যার সবই তিনি অস্বীকার করেছেন। আদালতে সাবেক এক নম্বর এই জার্মান টেনিস তারকা জানিয়েছেন, আর্থিক অবস্থা ফেরাতে তিনি তাঁর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন।
বেকার জানিয়েছেন, তাঁর জেতা অনেক ট্রফি, পদক ও স্মারক হারিয়ে গেছে। কোথায় ট্রফি রেখেছেন, তা জানতে চাইলে বেকার বলেন, ‘এই মুহূর্তে কোথায় ট্রফিগুলো রয়েছে তা মনে রাখার মতো মানসিক অবস্থা নেই।’
বেকার জানান, যেকোনো খেলোয়াড়ের কাছে জেতাটাই মুখ্য, শিরোপা নয়। তাই খেলোয়াড়ি জীবনে তিনি সেদিকেই বেশি মনোযোগ দিয়েছেন, ‘খেলোয়াড়দের কাছে জেতাটাই শেষ কথা। খেলার সময় জেতাটাই প্রাধান্য পায়। ট্রফি অতটা গুরুত্ব পায় না। এখন মনে হয়, আমার সন্তানদের তা দেখাতে হবে।’
বেকারের আর্থিক অবস্থা খারাপ হওয়া শুরু হয় ২০১৪ সালে। সেই বছর আর্থিক দুরবস্থায় পড়লে ১২ লাখ পাউন্ড (১১ কোটি টাকারও বেশি) ২৫ শতাংশ সুদে ধার নিয়েছিলেন ধনকুবের জন কডওয়েলের কাছ থেকে। তার পরের বছরই বেসরকারি ব্যাংক থেকে ৩.৮৫ মিলিয়ন পাউন্ড (৩৮ কোটি টাকারও বেশি) ধার নেন। আদালতে বেকার জানিয়েছেন, স্পেনের মায়োরকায় কেনা তাঁর সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন দেনা শোধ করার জন্য। এ ছাড়াও আদালতকে বেকার বলেছেন, তাঁকে এভাবে দেউলিয়া ঘোষণা করায় তাঁর ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একইসঙ্গে তাঁর আয়ও কমেছে।
হংকংয়ের বিপক্ষে আগের চার দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে এবার ছয়দিনের ব্যবধানে মুখোমুখি হচ্ছে দুবার। র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৩৮ ধাপ এগিয়ে আছে হংকং (১৪৬)। অতীতে না ডুবে থেকে শমিত শোম বরং থাকতে চাইছেন বর্তমানে। দুই ম্যাচেই হংকংকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ ২৮
২ ঘণ্টা আগেবিসিবির স্কুল ক্রিকেট অনেক আগে থেকে চালু আছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনতে বিসিবির পরিকল্পনা—মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য আলাদা ক্রিকেট চালু করা।
২ ঘণ্টা আগেহান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
৩ ঘণ্টা আগেইংল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে ফাহিমা খাতুন ফিরিয়ে দিলেন ইমা ল্যাম্বকে। তখন বাংলাদেশ শিবিরে কী উল্লাস। ৭৮ রানেই ইংলিশদের ৫ উইকেট গায়েব! জয়ের জন্য তখনো ইংল্যান্ডের দরকার ছিল ১০১ রান!
৩ ঘণ্টা আগে