রাফায়েল নাদাল আর রজার ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। উইম্বলডনের ফাইনালে মাত্তেও বেরাত্তিনির বিপক্ষে জোকোভিচের জয় ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে।
প্রথমবারের মতো ফাইনালে ওঠা বেরাত্তিনির সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়েরও। জোকোভিচের রেকর্ড গড়ার দিনে খুব একটা পাত্তা পাননি বাছাইয়ের নয় নম্বরে থাকা এই ইতালিয়ান টেনিস তারকা।
প্রথম সেটে অবশ্য ঘুরে দাঁড়িয়ে বেরাত্তিনিই জিতেছিলেন। কিন্তু জোকোভিচ তো এমনই! প্রথম সেটে হেরে ফিরে আসার উদাহরণ অনেক আছে তাঁর ক্যারিয়ারে। সেটিই আরেকবার করে দেখালেন তিনি।
এর আগে গত মাসে ফ্রেঞ্চ ওপেনের রোঁলা গাঁরোর ফাইনালেও এভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন জোকোভিচ।
এদিনও শুরুতে একই চিত্র। প্রথম সেটে টাইব্রেকে বাছাইয়ের এক নম্বরে থাকা জোকোভিচের হার ৬-৭ গেমে। পরের তিন সেটে বেরাত্তিনিকে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেননি সার্বিয়ান তারকা।
২০১৮ সাল থেকে উইম্বলডনে এই নিয়ে টানা তিন গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন জোকোভিচ। এই বছরেও এটা জোকোভিচের তিন নম্বর গ্র্যান্ড স্লাম শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে বছরটা শুরু করা জোকোভিচ জিতেছেন ফ্রেঞ্চ ওপেনও।
তবে আজকের শিরোপাটা জোকোভিচের জন্য বিশেষ। এটি জিতে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ফেদারার-নাদালের পাশে বসলেন।
রাফায়েল নাদাল আর রজার ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। উইম্বলডনের ফাইনালে মাত্তেও বেরাত্তিনির বিপক্ষে জোকোভিচের জয় ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে।
প্রথমবারের মতো ফাইনালে ওঠা বেরাত্তিনির সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়েরও। জোকোভিচের রেকর্ড গড়ার দিনে খুব একটা পাত্তা পাননি বাছাইয়ের নয় নম্বরে থাকা এই ইতালিয়ান টেনিস তারকা।
প্রথম সেটে অবশ্য ঘুরে দাঁড়িয়ে বেরাত্তিনিই জিতেছিলেন। কিন্তু জোকোভিচ তো এমনই! প্রথম সেটে হেরে ফিরে আসার উদাহরণ অনেক আছে তাঁর ক্যারিয়ারে। সেটিই আরেকবার করে দেখালেন তিনি।
এর আগে গত মাসে ফ্রেঞ্চ ওপেনের রোঁলা গাঁরোর ফাইনালেও এভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন জোকোভিচ।
এদিনও শুরুতে একই চিত্র। প্রথম সেটে টাইব্রেকে বাছাইয়ের এক নম্বরে থাকা জোকোভিচের হার ৬-৭ গেমে। পরের তিন সেটে বেরাত্তিনিকে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেননি সার্বিয়ান তারকা।
২০১৮ সাল থেকে উইম্বলডনে এই নিয়ে টানা তিন গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন জোকোভিচ। এই বছরেও এটা জোকোভিচের তিন নম্বর গ্র্যান্ড স্লাম শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে বছরটা শুরু করা জোকোভিচ জিতেছেন ফ্রেঞ্চ ওপেনও।
তবে আজকের শিরোপাটা জোকোভিচের জন্য বিশেষ। এটি জিতে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ফেদারার-নাদালের পাশে বসলেন।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল গতবারের রানার্সআপ ঢাকা মহানগর। দলে প্রথমবার সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আইচ মোল্লা।
৩ ঘণ্টা আগেআগামী ডিসেম্বের ৩৯–এ পা দেবেন আসিফ আফ্রিদি। এই বয়সে অবসর নিয়ে অনেকেই পুরোদস্তুর কোচিং, ধারাভাষ্যকার বা ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কিছুতে জড়িয়ে পড়েন। তবে আফ্রিদির ক্ষেত্রে হলো তার বিপরীত কিছু। ৩৮ বছর বয়সে এসে প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেলেন তিনি।
৪ ঘণ্টা আগে