ঢাকা: বারবোরা ক্রেজচিকোভা—কয়েক দিন আগেও ছিল অপরিচিত এক নাম। যাঁরা নিয়মিত টেনিসের খোঁজ রাখেন, তাঁদের কাছেও হয়তো এই নাম নিয়ে তেমন আগ্রহ ছিল না। অবাছাই ক্রেজচিকোভা কখনো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালও যে খেলেননি! কিন্তু সেই ক্রেজচিকোভাই আজ রোঁলা গাঁরোতে নিজের ঝান্ডা ওড়ালেন। তিন সেটের লড়াইয়ে আনাস্তিসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬–১, ৬–২ ও ৬–৪ গেমে হারিয়ে জিতেছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।
শিরোপা জিতে আবেগতাড়িত হয়ে পড়লেন, কিছুতেই কান্না আটকাতে পারছিলেন না ক্রেজচিকোভা। এই চেক তারকার সঙ্গে কেঁদেছেন তাঁর কোচও। শিরোপা জয়ের পর অনুভূতি জানিয়ে ক্রেজচিকোভা বলেন, ‘আমি আমার কোচ, চিকিৎসক, বন্ধুবান্ধব ও পরিবারের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এইমাত্র যা হয়েছে, তা আমি বিশ্বাস করতে পারছি না!’
রোঁলা গাঁরোর ফাইনালে দাপটের সঙ্গে শুরু করেন ক্রেজচিকোভা । রাশান প্রতিপক্ষকে প্রথম সেটে দাঁড়াতেই দেননি এই চেক তারকা। একের পর এক সার্ভ ব্রেক করে ৬–১ গেমে জিতে নেন প্রথম সেট।
দ্বিতীয় সেটে অবশ্য পাল্টা জবাব দেন পাভলিউচেঙ্কোভা। আক্রমণাত্মক টেনিস উপহার দিয়ে এগিয়ে যান ৪–১ গেমে। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে পাভলিউচেঙ্কোভা সেই সেট জেতেন ৬–২ গেমে। শিরোপা নির্ধারণী সেটের শুরুতে লড়াইটা ছিল সমান সমান। পরে সেই সেট ৬–৪ গেমে জিতে নেন ক্রেজচিকোভাই।
বড় মাইলফলক সামনে রেখেই এ ম্যাচে লড়াইয়ে নেমেছিলেন ক্রেজচিকোভা ও পাভলিউচেঙ্কোভা। দুজনের সামনে সুযোগ ছিল ইতিহাসের অংশ হওয়ার। পাভিলউচেঙ্কোভাকে পেছনে ফেলে সেই মাইলফলক দখলে নেন ক্রেজচিকোভা। আগামী এক বছর লাল দুর্গের রানি হয়ে থাকছেন তিনিই।
ঢাকা: বারবোরা ক্রেজচিকোভা—কয়েক দিন আগেও ছিল অপরিচিত এক নাম। যাঁরা নিয়মিত টেনিসের খোঁজ রাখেন, তাঁদের কাছেও হয়তো এই নাম নিয়ে তেমন আগ্রহ ছিল না। অবাছাই ক্রেজচিকোভা কখনো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালও যে খেলেননি! কিন্তু সেই ক্রেজচিকোভাই আজ রোঁলা গাঁরোতে নিজের ঝান্ডা ওড়ালেন। তিন সেটের লড়াইয়ে আনাস্তিসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬–১, ৬–২ ও ৬–৪ গেমে হারিয়ে জিতেছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।
শিরোপা জিতে আবেগতাড়িত হয়ে পড়লেন, কিছুতেই কান্না আটকাতে পারছিলেন না ক্রেজচিকোভা। এই চেক তারকার সঙ্গে কেঁদেছেন তাঁর কোচও। শিরোপা জয়ের পর অনুভূতি জানিয়ে ক্রেজচিকোভা বলেন, ‘আমি আমার কোচ, চিকিৎসক, বন্ধুবান্ধব ও পরিবারের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এইমাত্র যা হয়েছে, তা আমি বিশ্বাস করতে পারছি না!’
রোঁলা গাঁরোর ফাইনালে দাপটের সঙ্গে শুরু করেন ক্রেজচিকোভা । রাশান প্রতিপক্ষকে প্রথম সেটে দাঁড়াতেই দেননি এই চেক তারকা। একের পর এক সার্ভ ব্রেক করে ৬–১ গেমে জিতে নেন প্রথম সেট।
দ্বিতীয় সেটে অবশ্য পাল্টা জবাব দেন পাভলিউচেঙ্কোভা। আক্রমণাত্মক টেনিস উপহার দিয়ে এগিয়ে যান ৪–১ গেমে। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে পাভলিউচেঙ্কোভা সেই সেট জেতেন ৬–২ গেমে। শিরোপা নির্ধারণী সেটের শুরুতে লড়াইটা ছিল সমান সমান। পরে সেই সেট ৬–৪ গেমে জিতে নেন ক্রেজচিকোভাই।
বড় মাইলফলক সামনে রেখেই এ ম্যাচে লড়াইয়ে নেমেছিলেন ক্রেজচিকোভা ও পাভলিউচেঙ্কোভা। দুজনের সামনে সুযোগ ছিল ইতিহাসের অংশ হওয়ার। পাভিলউচেঙ্কোভাকে পেছনে ফেলে সেই মাইলফলক দখলে নেন ক্রেজচিকোভা। আগামী এক বছর লাল দুর্গের রানি হয়ে থাকছেন তিনিই।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৫ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে