ঢাকা: বারবোরা ক্রেজচিকোভা—কয়েক দিন আগেও ছিল অপরিচিত এক নাম। যাঁরা নিয়মিত টেনিসের খোঁজ রাখেন, তাঁদের কাছেও হয়তো এই নাম নিয়ে তেমন আগ্রহ ছিল না। অবাছাই ক্রেজচিকোভা কখনো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালও যে খেলেননি! কিন্তু সেই ক্রেজচিকোভাই আজ রোঁলা গাঁরোতে নিজের ঝান্ডা ওড়ালেন। তিন সেটের লড়াইয়ে আনাস্তিসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬–১, ৬–২ ও ৬–৪ গেমে হারিয়ে জিতেছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।
শিরোপা জিতে আবেগতাড়িত হয়ে পড়লেন, কিছুতেই কান্না আটকাতে পারছিলেন না ক্রেজচিকোভা। এই চেক তারকার সঙ্গে কেঁদেছেন তাঁর কোচও। শিরোপা জয়ের পর অনুভূতি জানিয়ে ক্রেজচিকোভা বলেন, ‘আমি আমার কোচ, চিকিৎসক, বন্ধুবান্ধব ও পরিবারের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এইমাত্র যা হয়েছে, তা আমি বিশ্বাস করতে পারছি না!’
রোঁলা গাঁরোর ফাইনালে দাপটের সঙ্গে শুরু করেন ক্রেজচিকোভা । রাশান প্রতিপক্ষকে প্রথম সেটে দাঁড়াতেই দেননি এই চেক তারকা। একের পর এক সার্ভ ব্রেক করে ৬–১ গেমে জিতে নেন প্রথম সেট।
দ্বিতীয় সেটে অবশ্য পাল্টা জবাব দেন পাভলিউচেঙ্কোভা। আক্রমণাত্মক টেনিস উপহার দিয়ে এগিয়ে যান ৪–১ গেমে। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে পাভলিউচেঙ্কোভা সেই সেট জেতেন ৬–২ গেমে। শিরোপা নির্ধারণী সেটের শুরুতে লড়াইটা ছিল সমান সমান। পরে সেই সেট ৬–৪ গেমে জিতে নেন ক্রেজচিকোভাই।
বড় মাইলফলক সামনে রেখেই এ ম্যাচে লড়াইয়ে নেমেছিলেন ক্রেজচিকোভা ও পাভলিউচেঙ্কোভা। দুজনের সামনে সুযোগ ছিল ইতিহাসের অংশ হওয়ার। পাভিলউচেঙ্কোভাকে পেছনে ফেলে সেই মাইলফলক দখলে নেন ক্রেজচিকোভা। আগামী এক বছর লাল দুর্গের রানি হয়ে থাকছেন তিনিই।
ঢাকা: বারবোরা ক্রেজচিকোভা—কয়েক দিন আগেও ছিল অপরিচিত এক নাম। যাঁরা নিয়মিত টেনিসের খোঁজ রাখেন, তাঁদের কাছেও হয়তো এই নাম নিয়ে তেমন আগ্রহ ছিল না। অবাছাই ক্রেজচিকোভা কখনো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালও যে খেলেননি! কিন্তু সেই ক্রেজচিকোভাই আজ রোঁলা গাঁরোতে নিজের ঝান্ডা ওড়ালেন। তিন সেটের লড়াইয়ে আনাস্তিসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬–১, ৬–২ ও ৬–৪ গেমে হারিয়ে জিতেছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।
শিরোপা জিতে আবেগতাড়িত হয়ে পড়লেন, কিছুতেই কান্না আটকাতে পারছিলেন না ক্রেজচিকোভা। এই চেক তারকার সঙ্গে কেঁদেছেন তাঁর কোচও। শিরোপা জয়ের পর অনুভূতি জানিয়ে ক্রেজচিকোভা বলেন, ‘আমি আমার কোচ, চিকিৎসক, বন্ধুবান্ধব ও পরিবারের সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এইমাত্র যা হয়েছে, তা আমি বিশ্বাস করতে পারছি না!’
রোঁলা গাঁরোর ফাইনালে দাপটের সঙ্গে শুরু করেন ক্রেজচিকোভা । রাশান প্রতিপক্ষকে প্রথম সেটে দাঁড়াতেই দেননি এই চেক তারকা। একের পর এক সার্ভ ব্রেক করে ৬–১ গেমে জিতে নেন প্রথম সেট।
দ্বিতীয় সেটে অবশ্য পাল্টা জবাব দেন পাভলিউচেঙ্কোভা। আক্রমণাত্মক টেনিস উপহার দিয়ে এগিয়ে যান ৪–১ গেমে। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে পাভলিউচেঙ্কোভা সেই সেট জেতেন ৬–২ গেমে। শিরোপা নির্ধারণী সেটের শুরুতে লড়াইটা ছিল সমান সমান। পরে সেই সেট ৬–৪ গেমে জিতে নেন ক্রেজচিকোভাই।
বড় মাইলফলক সামনে রেখেই এ ম্যাচে লড়াইয়ে নেমেছিলেন ক্রেজচিকোভা ও পাভলিউচেঙ্কোভা। দুজনের সামনে সুযোগ ছিল ইতিহাসের অংশ হওয়ার। পাভিলউচেঙ্কোভাকে পেছনে ফেলে সেই মাইলফলক দখলে নেন ক্রেজচিকোভা। আগামী এক বছর লাল দুর্গের রানি হয়ে থাকছেন তিনিই।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৯ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১০ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১০ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১০ ঘণ্টা আগে