উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে। সেটাও আবার হারলেন তাকেই আদর্শ মানা ডেনিস শাপোভালভের কাছে। কানাডিয়ান উঠতি তারকার কাছে দুই উইম্বলডনজয়ী ব্রিটিশ তারকার হার ৪-৬, ২-৬, ২-৬ গেমে।
প্রথম সেট থেকেই দাপুটে খেলেছেন শাপোভালভ। শুরু থেকেই একপ্রকার অসহায়ই হয়েছিলেন মারে। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর পরের তিন গেম জিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। প্রথম সেটে হার ৪-৬ গেমে। পরের দুই সেটে মারেকে কোনো সুযোগই দেননি ২২ বয়সী শাপোভালভ।
দুইবারের উইম্বলডন জয়ী মারেকে হারিয়েও অবশ্য পা মাটিতে রাখছেন শাপোভালভ। রাখবেনই না বা কেন এই মারেই তো তাঁর কাছে টেনিসের নায়ক। ম্যাচ শেষে শাপোভালভ বলেছেন, ‘আমি এত ভালো খেলবে এটা কখনো চিন্তাও করিনি। মারের বিপক্ষে এই জয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’
নিজের আদর্শের বিপক্ষে এমন জয় তো স্বপ্নের মতোই হবে। অ্যান্ডি মারেই যে শাপোভালভের টেনিসের নায়ক। কোর্টে নেমেই সে কথা মারেকে জানিয়েছিলেন। ম্যাচ শেষে সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘নেটেই তাকে আমি বলেছি টেনিসে তুমি আমার আদর্শ।’
ম্যাচ জিতেও শাপোভালভ তাই মুগ্ধ মারের খেলায়। নিজের নায়ক নিয়ে শাপোভালভের মূল্যায়ন, ‘অর্জন একপাশে রেখে যদি একজন ভক্ত হিসেবে বলি, চোট কাটিয়ে তিনি যে খেলাটা খেলেছেন এ যেন পুরোনো সেই অ্যান্ডি। তাঁর খেলা দেখাও চোখের প্রশান্তি।’
উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে। সেটাও আবার হারলেন তাকেই আদর্শ মানা ডেনিস শাপোভালভের কাছে। কানাডিয়ান উঠতি তারকার কাছে দুই উইম্বলডনজয়ী ব্রিটিশ তারকার হার ৪-৬, ২-৬, ২-৬ গেমে।
প্রথম সেট থেকেই দাপুটে খেলেছেন শাপোভালভ। শুরু থেকেই একপ্রকার অসহায়ই হয়েছিলেন মারে। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর পরের তিন গেম জিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। প্রথম সেটে হার ৪-৬ গেমে। পরের দুই সেটে মারেকে কোনো সুযোগই দেননি ২২ বয়সী শাপোভালভ।
দুইবারের উইম্বলডন জয়ী মারেকে হারিয়েও অবশ্য পা মাটিতে রাখছেন শাপোভালভ। রাখবেনই না বা কেন এই মারেই তো তাঁর কাছে টেনিসের নায়ক। ম্যাচ শেষে শাপোভালভ বলেছেন, ‘আমি এত ভালো খেলবে এটা কখনো চিন্তাও করিনি। মারের বিপক্ষে এই জয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’
নিজের আদর্শের বিপক্ষে এমন জয় তো স্বপ্নের মতোই হবে। অ্যান্ডি মারেই যে শাপোভালভের টেনিসের নায়ক। কোর্টে নেমেই সে কথা মারেকে জানিয়েছিলেন। ম্যাচ শেষে সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘নেটেই তাকে আমি বলেছি টেনিসে তুমি আমার আদর্শ।’
ম্যাচ জিতেও শাপোভালভ তাই মুগ্ধ মারের খেলায়। নিজের নায়ক নিয়ে শাপোভালভের মূল্যায়ন, ‘অর্জন একপাশে রেখে যদি একজন ভক্ত হিসেবে বলি, চোট কাটিয়ে তিনি যে খেলাটা খেলেছেন এ যেন পুরোনো সেই অ্যান্ডি। তাঁর খেলা দেখাও চোখের প্রশান্তি।’
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে