বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে এবার নাম প্রত্যাহার করে নিলেন ডমিনিক থিয়েম। কবজির চোটে মৌসুমের বাকি সময় আর কোর্টে ফিরতে পারবেন না থিয়েম। বাছাইয়ের ৬ নম্বরে থাকা এই অস্ট্রিয়ান টেনিস তারকা নিজেই টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হাঁটুর অপারেশনের পর ইউএস ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন রজার ফেদেরার। রাফায়েল নাদালও আগেই জানিয়েছেন চোটের কারণে ইউএস ওপেনে তিনি এবার অংশ নিচ্ছেন না। গত জুনে ম্যালোরকা ওপেনে চোট পাওয়ার পর শঙ্কা ছিল থিয়েমকে নিয়েও। শেষ পর্যন্ত সেই চোটেই সরে যেতে বাধ্য হলেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।
গত ছয় মাস ধরেই ডাক্তারের পরামর্শ মেনে কবজিতে স্প্লিন্ট পরে খেলে আসছিলেন থিয়েম। এর মধ্যে গত সপ্তাহে অনুশীলনে চোট পেয়েছিলেন। শেষ মুহূর্তে তাই ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। থিয়েম এক টুইট বার্তায় লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমাকে ইউএস ওপেন থেকে সরে আসতে হচ্ছে। মৌসুমের বাকি সময়ও হাতছাড়া করব। নিউইয়র্কে শিরোপা জিততে না পেরে আমি সত্যিই হতাশ। আর জুন মাসে ম্যালোরকা ওপেনে কবজিতে আঘাত পেয়েছিলাম, যা এখনো সেরে ওঠেনি।’
সিদ্ধান্তটা কঠিন ছিল থিয়েমের জন্য। তবে কঠিন হলেও ক্যারিয়ার আরও লম্বা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, `এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি জানি এটা আমাকে করতেই হতো। সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে, তাই ঝুঁকি না নেওয়া ও তাড়াহুড়া না করা গুরুত্বপূর্ণ।
বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে এবার নাম প্রত্যাহার করে নিলেন ডমিনিক থিয়েম। কবজির চোটে মৌসুমের বাকি সময় আর কোর্টে ফিরতে পারবেন না থিয়েম। বাছাইয়ের ৬ নম্বরে থাকা এই অস্ট্রিয়ান টেনিস তারকা নিজেই টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হাঁটুর অপারেশনের পর ইউএস ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন রজার ফেদেরার। রাফায়েল নাদালও আগেই জানিয়েছেন চোটের কারণে ইউএস ওপেনে তিনি এবার অংশ নিচ্ছেন না। গত জুনে ম্যালোরকা ওপেনে চোট পাওয়ার পর শঙ্কা ছিল থিয়েমকে নিয়েও। শেষ পর্যন্ত সেই চোটেই সরে যেতে বাধ্য হলেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।
গত ছয় মাস ধরেই ডাক্তারের পরামর্শ মেনে কবজিতে স্প্লিন্ট পরে খেলে আসছিলেন থিয়েম। এর মধ্যে গত সপ্তাহে অনুশীলনে চোট পেয়েছিলেন। শেষ মুহূর্তে তাই ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। থিয়েম এক টুইট বার্তায় লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমাকে ইউএস ওপেন থেকে সরে আসতে হচ্ছে। মৌসুমের বাকি সময়ও হাতছাড়া করব। নিউইয়র্কে শিরোপা জিততে না পেরে আমি সত্যিই হতাশ। আর জুন মাসে ম্যালোরকা ওপেনে কবজিতে আঘাত পেয়েছিলাম, যা এখনো সেরে ওঠেনি।’
সিদ্ধান্তটা কঠিন ছিল থিয়েমের জন্য। তবে কঠিন হলেও ক্যারিয়ার আরও লম্বা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, `এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি জানি এটা আমাকে করতেই হতো। সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে, তাই ঝুঁকি না নেওয়া ও তাড়াহুড়া না করা গুরুত্বপূর্ণ।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল গতবারের রানার্সআপ ঢাকা মহানগর। দলে প্রথমবার সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আইচ মোল্লা।
৩ ঘণ্টা আগেআগামী ডিসেম্বের ৩৯–এ পা দেবেন আসিফ আফ্রিদি। এই বয়সে অবসর নিয়ে অনেকেই পুরোদস্তুর কোচিং, ধারাভাষ্যকার বা ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কিছুতে জড়িয়ে পড়েন। তবে আফ্রিদির ক্ষেত্রে হলো তার বিপরীত কিছু। ৩৮ বছর বয়সে এসে প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেলেন তিনি।
৪ ঘণ্টা আগে