Ajker Patrika

‘বুড়ো’ ফেদেরারের ফেরার হুঙ্কার

আপডেট : ০৩ মে ২০২১, ২১: ০৪
‘বুড়ো’ ফেদেরারের ফেরার হুঙ্কার

ঢাকা: গত বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর অনেকেই ভেবেছিলেন, এই বুঝি শেষ রজার ফেদেরার। ৩৯ বছর বয়সী একজন খেলোয়াড়ের পক্ষে চোট সয়ে আর কতোই বা খেলা সম্ভব! কিন্তু নামটা যদি ফেদেরার হয়, সবকিছুই অসম্ভব নয়। সমস্ত জল্পনা-কল্পনা থামিয়ে ২০ গ্র্যান্ডস্লামজয়ী সুইস কিংবদন্তি জানিয়ে রাখলেন, এখনই থামছেন না তিনি।

অস্ত্রোপচারের পর টেনিস থেকে একরকম দূরেই ছিলেন ফেদেরার। তাঁর অনুপস্থিতিতে তরতর করে নিজেদের গ্র্যান্ডস্লাম সংখ্যা বাড়িয়েছেন নাদাল-জোকোভিচ। প্রিয় ‘রোলাঁ গারোঁ’তে নিজের ১৩তম ট্রফি জিতে স্প্যানিশ নাদাল ভাগ বসিয়েছেন ফেদেরারের ২০ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডেও। খুব বেশি দূরে নন জোকোভিচও। তাঁর গ্র্যান্ডস্লামের সংখ্যা ১৮।

দুই প্রতিদ্বন্দ্বীর হুমকির মুখে আবার কোর্টে ফিরছেন ফেদেরার। যদিও গত মার্চে কাতার ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে পড়েছিলেন বাদ ‘ফেড এক্সপ্রেস।’ সেই দুঃখ ভুলতে জুনে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে চোখ তাঁর। নাদালের লাল দুর্গে নামার আগে গা গরম করার জন্য কেবল জেনেভা ওপেনকেই সামনে পাচ্ছেন ফেডেক্স। ১৬ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি।

জার্মান শোয়েজার ফ্যামিলি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ফেদেরার বলছেন, ‘অস্ত্রোপচারের পর নিজের সেরা অবস্থানে ফিরতে যা করা লাগবে তার সবই করবো। যতদিন শরীর কথা শুনবে ও আমার ভালো লাগা কাজ করবে ততদিন পর্যন্ত খেলে যাবো। এরপরও যারা জিজ্ঞেস করবেন আর কতদিন খেলবো, তাঁদের জন্য বলতে হচ্ছে এই উত্তর জানা নেই।’

কেবল ফ্রেঞ্চ ওপেনই নয়, উইম্বলডন ও টোকিও অলিম্পিকেও খেলার ইচ্ছা আছে ফেদেরারের। তবে ক্যারিয়ার লম্বা করতে তাঁকে বেছে বেছে টুর্নামেন্ট খেলার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা বোরিস বেকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত