ঢাকা: গত বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর অনেকেই ভেবেছিলেন, এই বুঝি শেষ রজার ফেদেরার। ৩৯ বছর বয়সী একজন খেলোয়াড়ের পক্ষে চোট সয়ে আর কতোই বা খেলা সম্ভব! কিন্তু নামটা যদি ফেদেরার হয়, সবকিছুই অসম্ভব নয়। সমস্ত জল্পনা-কল্পনা থামিয়ে ২০ গ্র্যান্ডস্লামজয়ী সুইস কিংবদন্তি জানিয়ে রাখলেন, এখনই থামছেন না তিনি।
অস্ত্রোপচারের পর টেনিস থেকে একরকম দূরেই ছিলেন ফেদেরার। তাঁর অনুপস্থিতিতে তরতর করে নিজেদের গ্র্যান্ডস্লাম সংখ্যা বাড়িয়েছেন নাদাল-জোকোভিচ। প্রিয় ‘রোলাঁ গারোঁ’তে নিজের ১৩তম ট্রফি জিতে স্প্যানিশ নাদাল ভাগ বসিয়েছেন ফেদেরারের ২০ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডেও। খুব বেশি দূরে নন জোকোভিচও। তাঁর গ্র্যান্ডস্লামের সংখ্যা ১৮।
দুই প্রতিদ্বন্দ্বীর হুমকির মুখে আবার কোর্টে ফিরছেন ফেদেরার। যদিও গত মার্চে কাতার ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে পড়েছিলেন বাদ ‘ফেড এক্সপ্রেস।’ সেই দুঃখ ভুলতে জুনে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে চোখ তাঁর। নাদালের লাল দুর্গে নামার আগে গা গরম করার জন্য কেবল জেনেভা ওপেনকেই সামনে পাচ্ছেন ফেডেক্স। ১৬ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি।
জার্মান শোয়েজার ফ্যামিলি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ফেদেরার বলছেন, ‘অস্ত্রোপচারের পর নিজের সেরা অবস্থানে ফিরতে যা করা লাগবে তার সবই করবো। যতদিন শরীর কথা শুনবে ও আমার ভালো লাগা কাজ করবে ততদিন পর্যন্ত খেলে যাবো। এরপরও যারা জিজ্ঞেস করবেন আর কতদিন খেলবো, তাঁদের জন্য বলতে হচ্ছে এই উত্তর জানা নেই।’
কেবল ফ্রেঞ্চ ওপেনই নয়, উইম্বলডন ও টোকিও অলিম্পিকেও খেলার ইচ্ছা আছে ফেদেরারের। তবে ক্যারিয়ার লম্বা করতে তাঁকে বেছে বেছে টুর্নামেন্ট খেলার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা বোরিস বেকার।
ঢাকা: গত বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর অনেকেই ভেবেছিলেন, এই বুঝি শেষ রজার ফেদেরার। ৩৯ বছর বয়সী একজন খেলোয়াড়ের পক্ষে চোট সয়ে আর কতোই বা খেলা সম্ভব! কিন্তু নামটা যদি ফেদেরার হয়, সবকিছুই অসম্ভব নয়। সমস্ত জল্পনা-কল্পনা থামিয়ে ২০ গ্র্যান্ডস্লামজয়ী সুইস কিংবদন্তি জানিয়ে রাখলেন, এখনই থামছেন না তিনি।
অস্ত্রোপচারের পর টেনিস থেকে একরকম দূরেই ছিলেন ফেদেরার। তাঁর অনুপস্থিতিতে তরতর করে নিজেদের গ্র্যান্ডস্লাম সংখ্যা বাড়িয়েছেন নাদাল-জোকোভিচ। প্রিয় ‘রোলাঁ গারোঁ’তে নিজের ১৩তম ট্রফি জিতে স্প্যানিশ নাদাল ভাগ বসিয়েছেন ফেদেরারের ২০ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডেও। খুব বেশি দূরে নন জোকোভিচও। তাঁর গ্র্যান্ডস্লামের সংখ্যা ১৮।
দুই প্রতিদ্বন্দ্বীর হুমকির মুখে আবার কোর্টে ফিরছেন ফেদেরার। যদিও গত মার্চে কাতার ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে পড়েছিলেন বাদ ‘ফেড এক্সপ্রেস।’ সেই দুঃখ ভুলতে জুনে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে চোখ তাঁর। নাদালের লাল দুর্গে নামার আগে গা গরম করার জন্য কেবল জেনেভা ওপেনকেই সামনে পাচ্ছেন ফেডেক্স। ১৬ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি।
জার্মান শোয়েজার ফ্যামিলি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ফেদেরার বলছেন, ‘অস্ত্রোপচারের পর নিজের সেরা অবস্থানে ফিরতে যা করা লাগবে তার সবই করবো। যতদিন শরীর কথা শুনবে ও আমার ভালো লাগা কাজ করবে ততদিন পর্যন্ত খেলে যাবো। এরপরও যারা জিজ্ঞেস করবেন আর কতদিন খেলবো, তাঁদের জন্য বলতে হচ্ছে এই উত্তর জানা নেই।’
কেবল ফ্রেঞ্চ ওপেনই নয়, উইম্বলডন ও টোকিও অলিম্পিকেও খেলার ইচ্ছা আছে ফেদেরারের। তবে ক্যারিয়ার লম্বা করতে তাঁকে বেছে বেছে টুর্নামেন্ট খেলার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা বোরিস বেকার।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে