ঢাকা: অপেক্ষা যেন বেড়েই চলেছে সেরেনা উইলিয়ামসের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি সেরেনা। এবারের ফ্রেঞ্চ ওপেনে মার্গারেট কোর্টের ২৪ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল সেরেনার সামনে। কিন্তু তা আর হলো কই। কাল বাছাইয়ে ২২ নম্বরে থাকা এলেনা রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে (৩-৬,৫-৭ গেমে) ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন এই মার্কিন টেনিস তারকা।
কাল শুরু থেকেই রিবানিকার সঙ্গে পেরে উঠছিলেন না সেরেনা। কাজাখ তারকা রিবানিকার কোনো সার্ভ ব্রেক করতে পারছিলেন না মার্কিন তারকা। প্রথম সেটে রিবানিকা খুব সহজেই (৬-৩ গেমে) হারিয়ে দেয় সেরেনাকে।
দ্বিতীয় সেট থেকেই ফিরে আসার চেস্টা করেন সেরেনা। কিন্তু এবারে খুব কাছাকাছি এসেও জিততে পারেননি তিনি। হেরেছেন দ্বিতীয় সেটেও (৫-৭)। রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো সেরেনাকে।
কাল ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশা ঝরেছে সেরেনার কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দ্বিতীয় সেটটা খুব কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিছু পয়েন্ট পেয়েও পাইনি। যা ম্যাচের পার্থক্য করে দিয়েছে। মাটির কোর্ট আমার খুব পছন্দের। জিততে খুব চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’
২০১৭ সালে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। কাল চতর্থ রাউন্ডে বিদায় নিয়ে অপেক্ষা আরও একটু বাড়ল। ২৮ জুন শুরু হওয়া উইম্বলডন জিতে মার্গারেটের রেকর্ডে ভাগ বসাতে পারবেন কিনা সেটি আপাতত সময়ের কাছেই তোলা থাক!
ঢাকা: অপেক্ষা যেন বেড়েই চলেছে সেরেনা উইলিয়ামসের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি সেরেনা। এবারের ফ্রেঞ্চ ওপেনে মার্গারেট কোর্টের ২৪ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল সেরেনার সামনে। কিন্তু তা আর হলো কই। কাল বাছাইয়ে ২২ নম্বরে থাকা এলেনা রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে (৩-৬,৫-৭ গেমে) ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন এই মার্কিন টেনিস তারকা।
কাল শুরু থেকেই রিবানিকার সঙ্গে পেরে উঠছিলেন না সেরেনা। কাজাখ তারকা রিবানিকার কোনো সার্ভ ব্রেক করতে পারছিলেন না মার্কিন তারকা। প্রথম সেটে রিবানিকা খুব সহজেই (৬-৩ গেমে) হারিয়ে দেয় সেরেনাকে।
দ্বিতীয় সেট থেকেই ফিরে আসার চেস্টা করেন সেরেনা। কিন্তু এবারে খুব কাছাকাছি এসেও জিততে পারেননি তিনি। হেরেছেন দ্বিতীয় সেটেও (৫-৭)। রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো সেরেনাকে।
কাল ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশা ঝরেছে সেরেনার কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দ্বিতীয় সেটটা খুব কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিছু পয়েন্ট পেয়েও পাইনি। যা ম্যাচের পার্থক্য করে দিয়েছে। মাটির কোর্ট আমার খুব পছন্দের। জিততে খুব চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’
২০১৭ সালে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। কাল চতর্থ রাউন্ডে বিদায় নিয়ে অপেক্ষা আরও একটু বাড়ল। ২৮ জুন শুরু হওয়া উইম্বলডন জিতে মার্গারেটের রেকর্ডে ভাগ বসাতে পারবেন কিনা সেটি আপাতত সময়ের কাছেই তোলা থাক!
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে