সাবেক দুই পুলিশ মহাপরিদর্শককে ফেডারেশন থেকে ছেঁটে ফেলেছে এনএসসি
সমালোচনার মুখে অবশেষে কোপে পড়লেন দাবা, কাবাডি ও ব্রিজ ফেডারেশনের সভাপতি। ১ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক অফিস আদেশে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২২ ধারা অনুযায়ী তাঁদের বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে আজ এমন খবর নিশ্চিত করা হয়েছে।