Ajker Patrika

মালয়েশিয়াকে আটকে দিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকির তৃতীয় ম্যাচে দারুণ চমক দেখালো বাংলাদেশ। আজ ওমানের মাসকটে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে। পয়েন্ট ভাগাভাগি করলেও যুব বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেঁচে রইল বাংলাদেশের।

জুনিয়র (অনূর্ধ্ব-২১) এশিয়া কাপ হকিতে সর্বশেষ তিন বারের মুখোমুখিতে মালয়েশিয়ার বিপক্ষে কখনো জেতেনি বাংলাদেশ। ২০১৫ সালে ৮-০ গোলে হেরেছিল। এরপর ২০২৩ সালে ১-৫ গোলে হার বাংলাদেশের। ২০০৮ সালে হার ১-০ গোলের। সেই মালয়েশিয়াকে আজ আটকে দিল যুবারা। এখন দশ দলের এই টুর্নামেন্টে অন্তত সপ্তম হতে পারলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ।

যদিও প্রথম কোয়ার্টারে লিড নেয় মালয়েশিয়া। দলটির হয়ে দুই মিনিটেই গোল করেন দানিশ দানিয়াল। ২৭ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। এরপর ৩৬ মিনিটে বাংলাদেশে এগিয়ে যায়। এবার সফলতা এনে দেন মোহাম্মদ হাসান। কিন্তু চার মিনিট পর সমতায় ফেরে মালয়েশিয়া। মোহাম্মদ নরিজাম পেনাল্টি কর্নার থেকে স্কোর ২-২ করেন। আগামী রোববার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত