সড়ক দুর্ঘটনায় মৃত্যু ম্যারাথনের বিশ্বরেকর্ড গড়া অ্যাথলেটের
বয়স মাত্র ২৪ বছর। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য কী এমন বয়স। তবে কথায় আছে, মৃত্যু কখনো বলে কয়ে আসে না। সেটাই যেন বাস্তব প্রমাণিত হলো কেনিয়ার ম্যারাথনে বিশ্ব রেকর্ডকরা কেনিয়ার অ্যাথলেট কেলভিন কিপটামের সঙ্গে। সড়ক দুর্ঘটনায় গত রাতে মারা গেছেন কিপটাম।