
ভারতের গুয়াহাটি একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে গতকাল মারা যান দেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজীব রাসেল। ৫২ বছর বয়সী এই আম্পায়ার বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্তও ছিলেন।

ওমানের মাসকটে কদিন আগে রং ছড়িয়ে প্রথমবারের মতো জুনিয়র হকির বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দল। এবার সেই মঞ্চে পা রাখতেই তিক্ত অভিজ্ঞতা হলো মেয়েদের।

থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল ওমানের রাজধানী মাসকটে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনকেও ৬-৩ গোলে পরাজিত করল সামিনরা। এতে বিশ্বকাপ নিশ্চিতের পর পঞ্চম হয়ে যুব এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ।

এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। ২০২১ থেকে জানতাম যে ২০২৫ বিশ্বকাপে ২৪ দল খেলবে। এরপর থেকেই আমরা মানসিকভাবে নিজেদের প্রস্তুত করছিলাম। তখন আমরা বিকেএসপির শিক্ষার্থী।