Ajker Patrika

হাতিরঝিলে সেইলর রানবাংলা ১০ কিলোমিটার দৌড় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাতিরঝিলে সেইলর রানবাংলা ১০ কিলোমিটার দৌড় 

দেশের স্বাস্থ্য সচেতন মানুষদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে ম্যারাথন, হাফ ম্যারাথনে অংশ গ্রহণ। প্রতি বছরই দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ম্যারাথনে অংশ নেন হাজার হাজার প্রতিযোগী। ম্যারাথনে দৌড়ানো এই দৌড়বিদদের শুরুটা হয় ১০ কিলোমিটার দৌড়ে অংশ গ্রহণের মাধ্যমে। 

আগামী শুক্রবার ভোর ৬টায় হাতিরঝিলে এমনই দৌড়ের আয়োজন করতে চলেছে রান বাংলা ইন্টারন্যাশনাল। নারী-পুরুষ মিলিয়ে এবারের ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেবেন মোট ১৫৫০ প্রতিযোগী। দেশি দৌড়বিদদের সঙ্গে বিদেশিরাও অংশ নেবেন এবারের ১০ কিলোমিটার দৌড়ে। 

হাতিরঝিলে শুক্রবার এফডিসি প্রান্ত থেকে শুরু হবে প্রতিযোগীদের দৌড়। পুরো হাতিরঝিল ঘুরে প্রতিযোগীদের দৌড় শেষ হবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এলাকায় এসে। আজ দৌড়ের টাইটেল স্পনসর সেইলরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

রান বাংলা ১০ কিলোমিটার দৌড় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন অনুমোদিত একটি প্রতিযোগিতা। এই দৌড়ে অংশ গ্রহণকারীদের দেওয়া সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে জানালেন আয়োজক রান বাংলার ডিরেক্টর অব রেস খন্দকার রাজীব হোসেন। দৌড় শেষ করা শিক্ষার্থী প্রতিযোগিতারা পড়ালেখার বাইরেও এই সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন বলেও জানালেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত