নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র সোনা এসেছিল ২০১০ সালে ক্রিকেট থেকে। সে বছর নারী ক্রিকেটেও রুপা জিতেছিল বাংলাদেশ। সেপ্টেম্বরে চীনের হাংঝুতে এবারের এশিয়ান গেমসেও ক্রিকেটকে ঘিরে বড় স্বপ্ন। ক্রিকেটের বাইরে যে দু-একটি ডিসিপ্লিন ঘিরে আশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আর্চারি তাদের একটি।
২০১২ সালে ইংল্যান্ডের লর্ডসে তিরন্দাজ ইমদাদুল হক মিলন বড় ব্যবধানে হেরে গেলেও সে বছরই আর্চারি সম্পর্কে ধারণা পেয়েছিল বাংলাদেশের মানুষ। ২০১৮ সাল থেকে নিয়মিত সাফল্য পাওয়ায় খেলাটিকে নিয়ে আগ্রহও বেড়েছে হু হু করে। নিয়মিত সাফল্য পাওয়ায় সেরা ফেডারেশন হিসেবে গত পরশু শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার জিতেছে আর্চারি ফেডারেশন। এই অর্জনে তৃপ্ত আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘শুরুতে অনেকেই বলেছে পারবে না। আমরা তো পেরেছি। দেশকে সাফল্য এনে দিয়েছি।’
দেশকে টানা সাফল্য এনে দিলেও কয়েক মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খরা বাংলাদেশি তিরন্দাজদের। সবশেষ বার্লিনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্টে আশিকুজ্জামানের নবম হওয়া ও হাকিম আহমেদ রুবেলের প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত লড়াইটাই বাংলাদেশের বলার মতো সাফল্য। পদক জিততে ভুলে যাওয়া দল এশিয়াডের মতো বড় আসরে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে?
চীন, কোরিয়া, চায়নিজ তাইপে কিংবা ভারতের মতো দলগুলোকে টপকে আপাতত পদকের আশা অবশ্য করছে না আর্চারি ফেডারেশন। চপল জানালেন, এশিয়াডে মূলত তাঁদের লক্ষ্য ২০২৪ প্যারিস অলিম্পিকের তিনটি কোটা অর্জন করা। দলীয়, মিশ্র দ্বৈত এবং একক কোটা পূরণ করতে হলে অন্তত এশিয়াডে বড় কিছু করেই দেখাতে হবে তিরন্দাজদের। চপল বললেন, ‘আমাদের যারা তিরন্দাজ আছে, তাদের সামর্থ্য আছে ভালো কিছু করার।’
আন্তর্জাতিক আসরে ভালো কিছু না হওয়ার পেছনে অনেকে রোমান সানার অনুপস্থিতিকেই বড় কারণ মনে করেন। সতীর্থ নারী তিরন্দাজকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে এখনো আন্তর্জাতিক আর্চারিতে ফিরতে পারেননি রোমান। এশিয়াডে খেলতে না পারলে আগামী অলিম্পিকে জায়গা করে নেওয়ার আরেকটি সুযোগ হারাবেন ২০২১ টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়া এই তিরন্দাজ। নিজেদের সেরা খেলোয়াড়কে ফিরে পেতে ওয়ার্ল্ড আর্চারিতে আবেদন করা প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য, ‘দোষী সেরা খেলোয়াড় হলেও দোষী। ওয়ার্ল্ড আর্চারি চায়, রোমান নিজেকে আরেকটু সংশোধন করুক। রোমানের জায়গায় আমাদের রুবেল আছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরেকটি পয়েন্ট হলেই কিন্তু সেরা ২৪-এ থাকত।’
এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র সোনা এসেছিল ২০১০ সালে ক্রিকেট থেকে। সে বছর নারী ক্রিকেটেও রুপা জিতেছিল বাংলাদেশ। সেপ্টেম্বরে চীনের হাংঝুতে এবারের এশিয়ান গেমসেও ক্রিকেটকে ঘিরে বড় স্বপ্ন। ক্রিকেটের বাইরে যে দু-একটি ডিসিপ্লিন ঘিরে আশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আর্চারি তাদের একটি।
২০১২ সালে ইংল্যান্ডের লর্ডসে তিরন্দাজ ইমদাদুল হক মিলন বড় ব্যবধানে হেরে গেলেও সে বছরই আর্চারি সম্পর্কে ধারণা পেয়েছিল বাংলাদেশের মানুষ। ২০১৮ সাল থেকে নিয়মিত সাফল্য পাওয়ায় খেলাটিকে নিয়ে আগ্রহও বেড়েছে হু হু করে। নিয়মিত সাফল্য পাওয়ায় সেরা ফেডারেশন হিসেবে গত পরশু শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার জিতেছে আর্চারি ফেডারেশন। এই অর্জনে তৃপ্ত আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘শুরুতে অনেকেই বলেছে পারবে না। আমরা তো পেরেছি। দেশকে সাফল্য এনে দিয়েছি।’
দেশকে টানা সাফল্য এনে দিলেও কয়েক মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খরা বাংলাদেশি তিরন্দাজদের। সবশেষ বার্লিনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্টে আশিকুজ্জামানের নবম হওয়া ও হাকিম আহমেদ রুবেলের প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত লড়াইটাই বাংলাদেশের বলার মতো সাফল্য। পদক জিততে ভুলে যাওয়া দল এশিয়াডের মতো বড় আসরে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে?
চীন, কোরিয়া, চায়নিজ তাইপে কিংবা ভারতের মতো দলগুলোকে টপকে আপাতত পদকের আশা অবশ্য করছে না আর্চারি ফেডারেশন। চপল জানালেন, এশিয়াডে মূলত তাঁদের লক্ষ্য ২০২৪ প্যারিস অলিম্পিকের তিনটি কোটা অর্জন করা। দলীয়, মিশ্র দ্বৈত এবং একক কোটা পূরণ করতে হলে অন্তত এশিয়াডে বড় কিছু করেই দেখাতে হবে তিরন্দাজদের। চপল বললেন, ‘আমাদের যারা তিরন্দাজ আছে, তাদের সামর্থ্য আছে ভালো কিছু করার।’
আন্তর্জাতিক আসরে ভালো কিছু না হওয়ার পেছনে অনেকে রোমান সানার অনুপস্থিতিকেই বড় কারণ মনে করেন। সতীর্থ নারী তিরন্দাজকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে এখনো আন্তর্জাতিক আর্চারিতে ফিরতে পারেননি রোমান। এশিয়াডে খেলতে না পারলে আগামী অলিম্পিকে জায়গা করে নেওয়ার আরেকটি সুযোগ হারাবেন ২০২১ টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়া এই তিরন্দাজ। নিজেদের সেরা খেলোয়াড়কে ফিরে পেতে ওয়ার্ল্ড আর্চারিতে আবেদন করা প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য, ‘দোষী সেরা খেলোয়াড় হলেও দোষী। ওয়ার্ল্ড আর্চারি চায়, রোমান নিজেকে আরেকটু সংশোধন করুক। রোমানের জায়গায় আমাদের রুবেল আছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরেকটি পয়েন্ট হলেই কিন্তু সেরা ২৪-এ থাকত।’
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
১৬ মিনিট আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
১ ঘণ্টা আগেখুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
১ ঘণ্টা আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
২ ঘণ্টা আগে