Ajker Patrika

কোটাতেই বেশি নজর বাংলাদেশের আর্চারিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটাতেই বেশি নজর বাংলাদেশের আর্চারিতে

এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র সোনা এসেছিল ২০১০ সালে ক্রিকেট থেকে। সে বছর নারী ক্রিকেটেও রুপা জিতেছিল বাংলাদেশ। সেপ্টেম্বরে চীনের হাংঝুতে এবারের এশিয়ান গেমসেও ক্রিকেটকে ঘিরে বড় স্বপ্ন। ক্রিকেটের বাইরে যে দু-একটি ডিসিপ্লিন ঘিরে আশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আর্চারি তাদের একটি। 

২০১২ সালে ইংল্যান্ডের লর্ডসে তিরন্দাজ ইমদাদুল হক মিলন বড় ব্যবধানে হেরে গেলেও সে বছরই আর্চারি সম্পর্কে ধারণা পেয়েছিল বাংলাদেশের মানুষ। ২০১৮ সাল থেকে নিয়মিত সাফল্য পাওয়ায় খেলাটিকে নিয়ে আগ্রহও বেড়েছে হু হু করে। নিয়মিত সাফল্য পাওয়ায় সেরা ফেডারেশন হিসেবে গত পরশু শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার জিতেছে আর্চারি ফেডারেশন। এই অর্জনে তৃপ্ত আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘শুরুতে অনেকেই বলেছে পারবে না। আমরা তো পেরেছি। দেশকে সাফল্য এনে দিয়েছি।’ 

দেশকে টানা সাফল্য এনে দিলেও কয়েক মাসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খরা বাংলাদেশি তিরন্দাজদের। সবশেষ বার্লিনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্টে আশিকুজ্জামানের নবম হওয়া ও হাকিম আহমেদ রুবেলের প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত লড়াইটাই বাংলাদেশের বলার মতো সাফল্য। পদক জিততে ভুলে যাওয়া দল এশিয়াডের মতো বড় আসরে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে? 

চীন, কোরিয়া, চায়নিজ তাইপে কিংবা ভারতের মতো দলগুলোকে টপকে আপাতত পদকের আশা অবশ্য করছে না আর্চারি ফেডারেশন। চপল জানালেন, এশিয়াডে মূলত তাঁদের লক্ষ্য ২০২৪ প্যারিস অলিম্পিকের তিনটি কোটা অর্জন করা। দলীয়, মিশ্র দ্বৈত এবং একক কোটা পূরণ করতে হলে অন্তত এশিয়াডে বড় কিছু করেই দেখাতে হবে তিরন্দাজদের। চপল বললেন, ‘আমাদের যারা তিরন্দাজ আছে, তাদের সামর্থ্য আছে ভালো কিছু করার।’ 

আন্তর্জাতিক আসরে ভালো কিছু না হওয়ার পেছনে অনেকে রোমান সানার অনুপস্থিতিকেই বড় কারণ মনে করেন। সতীর্থ নারী তিরন্দাজকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে এখনো আন্তর্জাতিক আর্চারিতে ফিরতে পারেননি রোমান। এশিয়াডে খেলতে না পারলে আগামী অলিম্পিকে জায়গা করে নেওয়ার আরেকটি সুযোগ হারাবেন ২০২১ টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়া এই তিরন্দাজ। নিজেদের সেরা খেলোয়াড়কে ফিরে পেতে ওয়ার্ল্ড আর্চারিতে আবেদন করা প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য, ‘দোষী সেরা খেলোয়াড় হলেও দোষী। ওয়ার্ল্ড আর্চারি চায়, রোমান নিজেকে আরেকটু সংশোধন করুক। রোমানের জায়গায় আমাদের রুবেল আছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরেকটি পয়েন্ট হলেই কিন্তু সেরা ২৪-এ থাকত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত