ফ্রান্সে অলিম্পিকের পর শেষ হলো প্যারালিম্পিক। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিভিন্ন ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স করেছেন প্রতিযোগীরা। চীনের প্রতিযোগীরা জিতলেন সর্বোচ্চ ২২০টি পদক।
২০২৪ অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পদকের লড়াই জমে উঠেছিল চীনের। প্যারালিম্পিকেও সেটি অব্যাহত ছিল। অলিম্পিকে দুটি দেশই জিতেছে ৪০টি করে স্বর্ণ পদক। রুপা ও ব্রোঞ্জসহ পদকের তালিকায় পিছিয়ে পড়েছিল চীন। তারা সর্বমোট জিতেছিল ৯১টি পদক। যুক্তরাষ্ট্র জিতেছিল ১২৬টি পদক।
প্যারালিম্পিকে চীন অনেক এগিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে। ২০০৪ থেকে তারাই পদক তালিকায় শীর্ষ দেশ। সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকল। সব মিলিয়ে ২২০টি পদক জিতেছেন চীনের প্রতিযোগীরা। তাঁরা ৯৪টি স্বর্ণ, ৭৬টি রুপা ও ৫০টি ব্রোঞ্জও জিতেছেন।
পদক তালিকায় দুই নম্বরে আছে যুক্তরাজ্য (১২৬টি পদক)। ৪৯টি স্বর্ণ, ৪৪টি রুপা ও ৩১টি ব্রোঞ্জ জিতেছে তারা। তিন নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। চীনের অর্ধেক পদকও জেতেনি তারা।
যুক্তরাষ্ট্র সর্বমোট পদক জিতল ১০৫ টি। ৩৬টি স্বর্ণ, ৪২টি রুপা ও ২৭টি ব্রোঞ্জ জিতেছে দেশটির প্রতিযোগীরা। ৫৬টি পদক জিতেছে নেদারল্যান্ডস। বরাবরের মতো এবারের সংস্করণে বাংলাদেশ পদক জিততে পারেনি।
ফ্রান্সে অলিম্পিকের পর শেষ হলো প্যারালিম্পিক। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিভিন্ন ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স করেছেন প্রতিযোগীরা। চীনের প্রতিযোগীরা জিতলেন সর্বোচ্চ ২২০টি পদক।
২০২৪ অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পদকের লড়াই জমে উঠেছিল চীনের। প্যারালিম্পিকেও সেটি অব্যাহত ছিল। অলিম্পিকে দুটি দেশই জিতেছে ৪০টি করে স্বর্ণ পদক। রুপা ও ব্রোঞ্জসহ পদকের তালিকায় পিছিয়ে পড়েছিল চীন। তারা সর্বমোট জিতেছিল ৯১টি পদক। যুক্তরাষ্ট্র জিতেছিল ১২৬টি পদক।
প্যারালিম্পিকে চীন অনেক এগিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে। ২০০৪ থেকে তারাই পদক তালিকায় শীর্ষ দেশ। সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকল। সব মিলিয়ে ২২০টি পদক জিতেছেন চীনের প্রতিযোগীরা। তাঁরা ৯৪টি স্বর্ণ, ৭৬টি রুপা ও ৫০টি ব্রোঞ্জও জিতেছেন।
পদক তালিকায় দুই নম্বরে আছে যুক্তরাজ্য (১২৬টি পদক)। ৪৯টি স্বর্ণ, ৪৪টি রুপা ও ৩১টি ব্রোঞ্জ জিতেছে তারা। তিন নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। চীনের অর্ধেক পদকও জেতেনি তারা।
যুক্তরাষ্ট্র সর্বমোট পদক জিতল ১০৫ টি। ৩৬টি স্বর্ণ, ৪২টি রুপা ও ২৭টি ব্রোঞ্জ জিতেছে দেশটির প্রতিযোগীরা। ৫৬টি পদক জিতেছে নেদারল্যান্ডস। বরাবরের মতো এবারের সংস্করণে বাংলাদেশ পদক জিততে পারেনি।
আফগানিস্তানের ইনিংস যখন ১৯০ রানে শেষ হয়, তখন ম্যাচের সম্প্রচারকারী টেলিভিশনের পর্দায় ভেসে উঠে এই তথ্য—আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এটাই দলীয় সর্বনিম্ন রানের স্কোর।
২ ঘণ্টা আগেঘরের মাটিতে প্রথম ম্যাচ। গ্যালারি ভর্তি ৪ হাজার দর্শক। ম্যাচটি স্মরণীয় করে রাখতে জয়ের চেয়ে ভিন্ন আর কী হতে পারে! তাও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে। নামিবিয়া সেটাই করে দেখাল। একমাত্র টি-টোয়েন্টিতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটের নাটকীয় জয়ে ইতিহাস গড়েছে তারা।
২ ঘণ্টা আগেদারুণ একটা গুগলি দিয়েছিলেন রিশাদ হোসেন। সেটি বুঝতেই পারেননি ইব্রাহিম জাদরান। মিডল স্টাম্পের আশে পাশে পিচ করা বল সামনের পায়ের ভেতরের অংশে লাগে। বাধা না পেলে বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পের বাইরের অংশ। এলবিডব্লুর জোরালো আবেদন তোলেন আম্পায়াররা। আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান ইব্রাহিম।
৪ ঘণ্টা আগেবিপিএল বিতর্কমুক্ত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপের (আইএমজি) সঙ্গে তিন বছরের চুক্তির কথা শোনা যাচ্ছিল গত জুন থেকেই। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি তা। নির্বাচনের পর নতুনভাবে গঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল চাইছে স্বল্প সময়ের মধ্যে অন্তত পাঁচটি দল নিয়ে বিপিএল করতে।
৫ ঘণ্টা আগে