প্যারালিম্পিকের শুরু থেকে দারুণ সাফল্য পেয়ে আসছিলেন ভারতীয় অ্যাথলেটরা। এই সাফল্যের মধ্যেই অস্বস্তি উপহার দিলেন বিনোদ কুমার। ডিস্কাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ জেতার পরও যে পদক কেড়ে নেওয়া হয়েছে এই ভারতীয় প্যারা অ্যাথলেটের।
পুরুষদের ডিস্কাস থ্রো ইভেন্টের এফ-৫২ বিভাগে তৃতীয় হয়েছিলেন ভারতীয় অ্যাথলেট বিনোদ। তবে কাল ব্রোঞ্জ জয়ের পরই এই ইভেন্টের অন্য প্রতিযোগীরা বিনোদ শারীরিকভাবে অক্ষম কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। তাৎক্ষণিক বিষয়টি নিজেদের মধ্যে পর্যালোচনা পর সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল আয়োজকেরা।
অবশেষে আজ প্যারালিম্পিক কর্তৃপক্ষ বিনোদের পদক কেড়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শারীরিক সক্ষমতার যে নিরিখে এফ-৫২ ইভেন্টে বিনোদকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটির জন্য তিনি উপযুক্ত নন। এ জন্য তাঁর ব্রোঞ্জ বাতিল করা হচ্ছে।
এর আগে কাল রবিবার ডিস্কাস থ্রোয়ের ফাইনালে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন বিনোদ। এই থ্রোয়ে এশিয়ান রেকর্ডও গড়েন ৪১ বছরের বিনোদ। জিতে নেন ব্রোঞ্জ পদক। তবে আজ প্যারালিম্পিকে ভারতের সোনা জয়ের দিন বিনোদের এমন ঘটনায় হতাশই হতে হয়েছে ভারতকে। প্যারালিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক ছিল।
প্যারালিম্পিকের শুরু থেকে দারুণ সাফল্য পেয়ে আসছিলেন ভারতীয় অ্যাথলেটরা। এই সাফল্যের মধ্যেই অস্বস্তি উপহার দিলেন বিনোদ কুমার। ডিস্কাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ জেতার পরও যে পদক কেড়ে নেওয়া হয়েছে এই ভারতীয় প্যারা অ্যাথলেটের।
পুরুষদের ডিস্কাস থ্রো ইভেন্টের এফ-৫২ বিভাগে তৃতীয় হয়েছিলেন ভারতীয় অ্যাথলেট বিনোদ। তবে কাল ব্রোঞ্জ জয়ের পরই এই ইভেন্টের অন্য প্রতিযোগীরা বিনোদ শারীরিকভাবে অক্ষম কি না তা নিয়ে প্রশ্ন তোলেন। তাৎক্ষণিক বিষয়টি নিজেদের মধ্যে পর্যালোচনা পর সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল আয়োজকেরা।
অবশেষে আজ প্যারালিম্পিক কর্তৃপক্ষ বিনোদের পদক কেড়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শারীরিক সক্ষমতার যে নিরিখে এফ-৫২ ইভেন্টে বিনোদকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটির জন্য তিনি উপযুক্ত নন। এ জন্য তাঁর ব্রোঞ্জ বাতিল করা হচ্ছে।
এর আগে কাল রবিবার ডিস্কাস থ্রোয়ের ফাইনালে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন বিনোদ। এই থ্রোয়ে এশিয়ান রেকর্ডও গড়েন ৪১ বছরের বিনোদ। জিতে নেন ব্রোঞ্জ পদক। তবে আজ প্যারালিম্পিকে ভারতের সোনা জয়ের দিন বিনোদের এমন ঘটনায় হতাশই হতে হয়েছে ভারতকে। প্যারালিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক ছিল।
আফগানিস্তানের ইনিংস যখন ১৯০ রানে শেষ হয়, তখন ম্যাচের সম্প্রচারকারী টেলিভিশনের পর্দায় ভেসে উঠে এই তথ্য—আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এটাই দলীয় সর্বনিম্ন রানের স্কোর।
৬ ঘণ্টা আগেঘরের মাটিতে প্রথম ম্যাচ। গ্যালারি ভর্তি ৪ হাজার দর্শক। ম্যাচটি স্মরণীয় করে রাখতে জয়ের চেয়ে ভিন্ন আর কী হতে পারে! তাও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে। নামিবিয়া সেটাই করে দেখাল। একমাত্র টি-টোয়েন্টিতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটের নাটকীয় জয়ে ইতিহাস গড়েছে তারা।
৬ ঘণ্টা আগেদারুণ একটা গুগলি দিয়েছিলেন রিশাদ হোসেন। সেটি বুঝতেই পারেননি ইব্রাহিম জাদরান। মিডল স্টাম্পের আশে পাশে পিচ করা বল সামনের পায়ের ভেতরের অংশে লাগে। বাধা না পেলে বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পের বাইরের অংশ। এলবিডব্লুর জোরালো আবেদন তোলেন আম্পায়াররা। আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান ইব্রাহিম।
৮ ঘণ্টা আগেবিপিএল বিতর্কমুক্ত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপের (আইএমজি) সঙ্গে তিন বছরের চুক্তির কথা শোনা যাচ্ছিল গত জুন থেকেই। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি তা। নির্বাচনের পর নতুনভাবে গঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল চাইছে স্বল্প সময়ের মধ্যে অন্তত পাঁচটি দল নিয়ে বিপিএল করতে।
৯ ঘণ্টা আগে